অতীত।

in আমার বাংলা ব্লগ9 days ago

image.png

image source

আমাদের এই মানুষ প্রজাতির সব থেকে বড় একটা দুর্বল জায়গা হচ্ছে আমরা মানুষরা সব সময়ই আমাদের অতীতকে নিয়ে চিন্তা করি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা অতীতকে ভেবে চিনতে তাদের বর্তমানকে একদম শেষ করে দিচ্ছে। ব্যাপারটা এমন হচ্ছে যে অতীতের খারাপ এর কথা ভেবে ভেবে আমরা আমাদের বর্তমানকেও সেই অতীতের মতো বানিয়ে ফেলছি। অথচ আমরা কিন্তু জানি যে অতীত কোনোদিনও পরিবর্তন হবে না , এটা জানা সত্ত্বেও আমরা কেন আমাদের সেই অতীতকে নিয়েই চিন্তা করি সেটা আমি বুঝে পাইনা। হ্যা , এটা সত্য কে এটা হয় মূলত আমাদের অনুভূতির কারণে। অতীতে যদি আমরা কোনো কষ্ট পেয়ে থাকি তাহলে সেটার রেশ আমাদের অনেকদিন পর্যন্ত থেকে যায়।

কিন্তু সত্যি বলতে যতদিন না আমরা আমাদের অনুভূতিকে নিয়ন্ত্রণ না করতে পারছি ততটি আমাদের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করা খুবই কঠিন হয়ে পড়বে। কেননা এই অনুভূতির কারণে আমাদের জীবনে এমন অনেক কিছুই হয়ে যায় যেটা আমরা কখনোই চাই না। যেমন ধরুন , আপনি আপনার আম্মুর সাথে রাগ করে হটাৎ একটু উঁচু গলায় কথা বলে ফেললেন। ব্যাপারটা কিন্তু মোটেও এমন না যে আপনি ইচ্ছা করেই উঁচু গলা করে কথা বলেছেন। এটা সম্পূর্ণ হয়েছে আপনার অনুভূতির কারণে , তো তখন যদি আপনি আপনার এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারতেন তাহলে কিন্তু আপনি আর আপনার আম্মুর সাথে উঁচু গলায় কথা বলতেন না।

এটাকে আমি সুন্দর একটা উদারহণ হিসেবে দেখালাম। এমন অনেক সময় অনেক ঘটনাই ঘটে থাকে যেটা কিনা আমরা আমাদের অনুভূতির কারণে বিগড়িয়ে ফেলি। তাই আমি মনে করি আমাদের নিজেদের অনুভূতির উপর নিয়ন্ত্রণ আনাটা খুবই জরুরি।যাই হোক , যদি আমরা আমাদের অনুভূতির উপর নিয়ন্ত্রণ আনতে পারি তাহলে আমরা আমাদের অতীতে পাওয়া কষ্ট গুলোর থেকে নিজেদের অতি তাড়াতাড়ি বের করতে আনতে পারবো। তবে ব্যাপারটা যতটা সহজ ততটাই কঠিন । কেননা অনুভূতি আমাদের মানব জাতির অনেক বিশাল বড় একটা বৈশিষ্ট। এটাকে নিয়ন্ত্রণ করা মোটেও সহজ কাজ হবে না।

তবে আমরা আমাদের অতীতকে আমাদের বর্তমানে উৎসাহ হিসেবে ব্যবহার করতে পারি। অতীতের সব কিছুকে উপেক্ষা করে বর্তমানে কিভাবে নিজেকে আগের থেকে উন্নত করা যায় সেই ব্যাপারে ভাবা উচিত। কেননা অতীত এর কোনো কিছুই এখন আমাদের হাতে নেই তবে ভবিষ্যৎ এর সব কিছুই আপনার হাতে। এখন বর্তমানকে গুরুত্ব দিলে ভবিষ্যৎ এমনিতেই উজ্জ্বল হয়ে উঠবে। আজ এই পর্যন্তই , এতক্ষন অব্দি আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 8 days ago 

আমাদের চারপাশে এমন কিছু মানুষ রয়েছে, যারা সারাক্ষণ অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে হা-হুতাশ করে থাকে। এতে করে তারা চরম হতাশাগ্রস্ত হয়ে যায়। কিন্তু এমনটা করা মোটেই উচিত নয়। কারণ অতীতে যা ঘটে,তা পরিবর্তন করার সাধ্য কারোরই নেই। তবে হ্যাঁ, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ সুন্দর করা যায় এবং এটাই করা উচিত সবার। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 days ago 

দারুণ একটি কথা বলেছেন, অতীত কখনো পরিবর্তন হবে না। তবে আমাদের প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারি। অতীত থেকে শিক্ষা গ্রহণ করে আমরা ভবিষ্যতকে নির্মাণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি শিক্ষনীয় পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 7 days ago 

অতীত কোনদিনও পরিবর্তন হয় না। আর এই অতীতকে চিন্তা করে যারা তাদের বর্তমান খারাপ করে তারা নিতান্তই বোকা। তবে আপু আপনার এই কথাটা ঠিক যে, আমরা যদি আমাদের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে অতীতের কষ্টটা কিছুটা কম পাওয়া সম্ভব। যেহেতু অতীতের কোন কিছুই আমাদের হাতে নেই, তাই এটাকে যত ভুলে থাকা যায় ততই ভালো। বেশ শিক্ষামূলক একটা পোস্ট ছিল আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54