স্বরচিত কবিতা - হারিয়ে তোমাকে
ভালোবাসা ভালোবাসা, কত কবিতা কত গান কত কিছুই না ভালোবাসা নিয়ে মানুষ লিখতে পারে। কেউ ভালোবাসার আবেগে আবেগি হয়ে লিখে ফেলে কবিতা, আবার কেউ বা কাব্য। তবে কেউই পূর্ণরূপে আজও ভালোবাসাকে কবিতা আবেগের মাধ্যমে পুরোপুরি প্রকাশ করতে পারেনি।
তাই একের পর এক লিখেই চলেছে ভালোবাসার গল্পকথা, যারা কবিতা লিখতে আবেগপ্রবণ তাদের কাছে ভালোবাসা নিয়ে কবিতা লিখতে সত্যি অনেক বেশি ভালো লাগে।
অন্তরে ভালোবাসা থাকলে প্রকৃতির সবকিছুতেই যেন ভালোবাসা ফুটে উঠে। ছড়িয়ে ছিটিয়ে থাকা কাঠগুলাপে যেমন ভালোবাসা খুঁজে পাওয়া যায় তেমনি শিশির ভেজা ঘাসেও। তবে ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে নয় খুঁজে নিতে হয় নিস্তব্ধতায় কুয়াশায় ভেজা শিশির কণার মাঝে। যাইহোক " হারিয়ে তোমাকে" নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
হারিয়ে তোমাকে |
---|
আজ নিরলস বিষন্নতায়
থমকে গেছে সব
হারিয়েছি তোমায় আমি।
হারিয়েছ কোন বনে,
আমি খুঁজি তোমায় ক্ষনে ক্ষনে
দুঃখে ভরা বিষন্নতার মনে।
আজ অসহায় পরে আছি একা,
ভালবাসার শেষ পরিনতি এটাই ছিল
আমার ভাগ্যে লেখা।
জানি অবশেষে পাবো না তোমায়,
কি মায়াবী চাদরে আগলে রেখে ছিলে
আজ সব ফেলে দূরে চলে গেলে।
তোমায় আমি,
কারন মিশে গেছ চিরতরে
অন্তরে তুমি।
নিমিষেই পারে নেভাতে বুকের আগুন,
ভালবাসা পারে জুড়ে দিতে মায়া
অবশেষে থাকে শুধু মানুষটির ছায়া।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
সুন্দর একটি বিরহ অনুভূতিমূলক কবিতা রচনা করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আসলে প্রিয়জনকে হারিয়ে ফেলার বেদনা সত্যিই অনেক কঠিন। যাকে একবার মন দেয়া যায় সে মানুষ পাশে না থাকলেও তাকে ভুলে থাকা কঠিন তাই বারবার মনে আসে। বেশ ভালো লাগলো আপনার এই বিরহ অনুভূতিমূলক কবিতাটি।
আপু আপনার লেখা কবিতা গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। ঠিক তেমনি আজকে আপনার লেখা হারিয়ে যাওয়া কবিতার মাঝে ভালোবাসার দারুন এক অনুভূতি ফুটে উঠেছে। আসলে ভালোবাসা প্রিয় মানুষকে পাওয়ার জন্য মানুষ তার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে।
আপু আপনার কথাগুলো পড়ে একেবারেই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর কবিতার সাথে এত সুন্দর ভূমিকা। এতে যেন মেঘের দেশের রাজধানীর কথা। হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে নিয়ে বেশ সুন্দর একটি কবিতা আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আমার কিন্তু মনে হচ্ছে আপনার কবিতার মধ্যে অনেক অনেক ভালোবাসার আকুতি ছিল।
ভালোবাসা নিয়ে অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। প্রতিটা লাইন আমার কাছে বেশ ভালো লেগেছে । একটি লাইনের সাথে অন্য লাইনের ছন্দের মিল রেখে কবিতাটির লেখায় আমাকে অনেক বেশি আকর্ষিত করেছে। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একতরফা ভালোবাসায় অধিকাংশ সময় যে ভালবাসে সেই কষ্ট পায়। আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন, কবিতার লাইন গুলোতে যেন ভালোবাসার আবেগে ভরপুর। সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
প্রেম ভালোবাসা নিয়ে রচিত হয়ে গিয়েছে শত শত গান কবিতা। কিন্তু এখনো থেমে নেই হয়েই যাচ্ছে।
প্রিয় মানুষ টা ফিরবে না জেনেও আমরা তার অপেক্ষায় থাকি। এটাই হয়তো ভালোবাসা। ভালোবাসা যেমন জুড়ে দিতে পারে মায়া তেমনি জুড়ে দিতে পারে কান্না। চমৎকার লিখেছেন কবিতা টা আপু। অনেক ভালো লাগল পড়ে।