স্বরচিত কবিতা - একটি ধূসর মুখর সন্ধ্যা

in আমার বাংলা ব্লগ5 months ago

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

pexels-egos68-1906658.jpg

image source

এই পৃথিবীতে হাজারো রকমের মানুষ আর হাজারো রকমের মানুষের মাঝে হাজার রকমের ভালোবাসা ফিরে আসে। কেউ ভালোবেসে ভালোবাসা সঙ্গীকে নিজের করে নিতে আবার কেউবা ভালোবেসে ভালোবাসার মানুষকে অবলা করে দিয়ে হারিয়ে যেতে চিরতরে।

সেই ভালোবাসার মানুষটি হারিয়ে যাওয়ার সাথে সাথে হারিয়ে যায় প্রকৃতিতে খুজে পাওয়া ভালবাসা গুলো। মলিন হয়ে যায় প্রকৃতির সকল রূপ, চোখের সামনে যেন শুধু নিস্তব্ধতায় ভেসে উঠে।

মনের অজান্তেই চোখের কিনারায় জমতে শুরু করে তিক্ত ভরা মনের দাগ, আর এরই নাম সত্যিকারের ভালোবাসা। যে ভালোবাসা হারিয়ে যাওয়ার সময় সাথে নিয়ে যায় নিজেকেও। যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে (একটি ধূসর মুখর সন্ধ্যা) নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

একটি ধূসর মুখর সন্ধ্যা

লেখা - আইরিন ইসলাম

একটি ধূসর মুখর সন্ধ্যা
চারিদিকে শো শো শব্দে বাতাস বইছে,
নিস্তব্ধতায় ঘেরা চারিদিক
সন্ধ্যার পাখিরা কিচিরমিচির সুরে কথা কইছে।

দক্ষিণের বেলিফুল গাছটাতে এসেছে অনেক কলি
তারা রাতের বেলায় ছড়ায় সুবাস,
সেই কুঁড়ে ঘরে এখনো পড়ে আছে ভাঙ্গা স্মৃতি গুলো
আগলে ধরে ইতিহাস।

পুকুরের কিনারায় ফুটে এখনো পদ্মগুলো
কিন্তু নেই উল্লাসের ছায়া,
গাছের মূলে বসে পানিতে পা মাখিয়ে
মুখরিত করে না সুরের মায়া।

এলোমেলো চুলগুলো আজ ওভাবেই পড়ে থাকে
খোঁপা বেঁধে গুজে না তো কোনো ফুল,
পদ্ম পাতার মতো চোখগুলোতে পড়েছে কালি
শুধু খোঁজে বেরিয়ে নিজের ভুল।

সরষে ক্ষেতের আকাবাকা পথ গুলোতে আর
কেউ হাটে না তো হাত ধরে,
কারন তুমি চলে গিয়েছো বলে
আমার বাস্তবতা গুলো গেছে মরে।

আমি এখনো দাঁড়িয়ে
তুমি ধূসরের মত মিলিয়ে যাওয়া সেই পথ চেয়ে,
তোমায় কাছে পেয়ে মুক্ত হতে চাই
আমি অবলা একটি মেয়ে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 5 months ago 

অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার কবিতা পড়তে আমার এমনিতেই ভাল লাগে। বেশ মনের অনুভূতি দিয়ে লিখে থাকেন কবিতাগুলো। যেখানে কিছুটা অতীত অনুভব বিরহ অনুভব কল্পনা অনুভূতি জাগ্রত থাকে। ঠিক তেমনি আজকের লেখা কবিতা। অনেক সুন্দর হয়েছে কবিতার প্রতিটা লাইন।

 5 months ago 

অনেক ধন্যবাদ ভাই কবিতাটি পড়ার জন্য।

 5 months ago 

তো সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অসাধারণ একটি কবিতা লিখে শেয়ার করার জন্য। আপনি অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আমি অনেক আগে থেকে আপনার সুন্দর সুন্দর কবিতা গুলো পড়ে আসছি। আপনার আজকের কবিতাটা জাস্ট অসাধারণ হয়েছে। যেখানে এক বিরহ অনুভূতি রয়েছে রয়েছে ভালোলাগার মুহূর্তের স্মৃতি। খুব সুন্দর লিখেছেন আপনি।

 5 months ago 

অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য।

 5 months ago 

ভালোবাসার মানুষ জীবন থেকে হারিয়ে গেলে দুঃখের সীমা থাকে না। তখন জীবনটা একেবারে নরকে পরিণত হয়ে যায়। মোটকথা কোনো কিছুই ভালো লাগে না তখন। যাইহোক বরাবরের মতো আজকেও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন আপু। কবিতার লাইনগুলো জাস্ট অসাধারণ হয়েছে।

পুকুরের কিনারায় ফুটে এখনো পদ্মগুলো
কিন্তু নেই উল্লাসের ছায়া,
গাছের মূলে বসে পানিতে পা মাখিয়ে
মুখরিত করে না সুরের মায়া।

তবে এই চারটি লাইন সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 5 months ago 

জি ভাই চেষ্টা করি মনের সকল অনুভূতি দিয়ে কবিতা লিখে সকলের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61155.34
ETH 2383.47
USDT 1.00
SBD 2.56