স্বরচিত কবিতা - দুনিয়ার নেশা

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

ভাবতে যেন গা শিউরে উঠে। কত রাত যে আমরা এই ফোনের মধ্যে কাটিয়ে দেই, তার কোন হিসাব আছে বলে মনে হয় না। অবসর সময় মনে করে সময়কে অকাজে লাগিয়ে নষ্ট করেছি, কখনো কি স্মরণ করেছি মৃত্যুর কথা! যে মৃত্যু যেকোনো সময় হাজির হতে পারে আমাদের সামনে।

দুনিয়ার এ নেশায় মত্ত হয়ে গেছি আমরা। তাই কখনো ভালো খারাপ বিচার করতে পারিনি। ভালোটাকে খারাপ আর খারাপটাকে ভালো বলেই বেছে নেই। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি আপনার ওই আনন্দের মুহূর্তে হঠাৎ যদি চলে আসে আপনার সামনে সেই ছায়া মূর্তি। তখন আর কোন কিছুই আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে না।

নিজের করা পাপের মুহূর্ত গুলো ভেসে উঠবে চোখের সামনে। আর প্রাণ পাখিটা ছটফট করতে থাকবে। ওই মুহূর্তে শুধু বাঁচাতে পারে একমাত্র আপনার পূর্ণ। তাই সময় থাকতে অশ্লীল কাজগুলো থেকে আমরা বিরত হই। নিজেকে পূর্ণরূপে পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলি। আজকে আমি দুনিয়ার নেশা নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

দুনিয়ার নেশা

লেখা - আইরিন ইসলাম

রাত তখন ১২ টা ১০ মিনিট,
ফ্ল্যাটের প্রতিটি মানুষ ঘুমে বিভোর।
নেই কারো কোনো কন্ঠস্বর,
চারদিকে অন্ধকারে থরথর।

এই কালো অন্ধকারে হালকা
দেখা যাচ্ছে মোবাইল ফোনের আলো,
কানে হেডফোন গভীর মনোযোগ
ফোনে অশ্লীল ভিডিওতে সময়টাও কাটছে ভালো।

লাল-নীল আলোর রশ্নি গুলো
কেড়ে নিচ্ছে মন,
তৃপ্তি নিচ্ছে দুটি জলজলে চোখ
অন্তর করে মনোক্ষন।

দেখতে দেখতে সময় রাত ১ টা,
হঠাৎ শরীরটা ঝাকুনি দিয়ে উঠলো।
মনে হল কেউ সামনে দিয়ে
প্রবল গতিতে ছুটলো।

মনের ভুল ভেবে মনোযোগ আবার ফোনে,
এবার কেউ যেন সামনে এসে দাঁড়ালো।
লম্বাই যেন আকাশ ছেড়েছে,
ভয়ে দেহ থেকে অন্তর যেন হারালো।

জান পাখিটা ছটফট করতে লাগলো,
মনে এখন বারবার অনুতপ্ত জাগলো।
হায়,,,আমি একটু সময় পেলাম না
আমার প্রভুর নিকট ক্ষমা চাওয়ার,
এখন বুঝি হারিয়েছি সব সক্ষমতার পাওয়ার।

হায়, আমি কি করেছি হায় !!
আমার তো আর সময় নাই।
পিপাসায় বুক শুকিয়ে গেল,
হঠাৎ যেন হৃদয়ে প্রাণ ফিরে এলো।

একি!! আমি স্বপ্ন দেখেছি
সারাটি জীবন শুধু অন্তরে গুনাহ মেখেছি।
দেখেছি আমি দেখেছি,
মৃত্যু যন্ত্রণায় নিজেকে দেখেছি।

আর নয় আর নয় অবহেলা,
এবার প্রভুর কাছে ক্ষমা চাওয়ার পালা।
বাড়িয়ে দিয়েছি প্রভুর নিকট দুটি হাত,
অশ্রু সিক্ত হয়ে কাটিয়ে দিয়েছি সারা রাত।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

অসাধারণ একটি কবিতা দুনিয়ার নেশা আমাদের সাথে শেয়ার করে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপু আপনাকে। বর্তমান সময় উপযোগি কবিতা দুনিয়ার নেশা। মোবাইলের নেশায় মত্ত্ব হয়ে কত সময় যে নষ্ট হচ্ছে তার হিসেব নেই। বিশেষ করে উঠতি বয়সের তরুণরা বিপথে যাচ্ছে। পাপ-পূর্ণ,ভালো খারাপের খুব সুন্দর উপস্থাপন দুনিয়ার নেশা কবিতায়। অনেক শুভ কামনা আপনার জন্য।

 last year 

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। দুনিয়ার নেশা নিয়েই সবাই মাতিয়ে থাকি। আমরা কেউ একটিবারও চিন্তা করি না আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। এই মোবাইলের নেশায় পড়ে কত অন্যায় কাজে যে লিপ্ত হচ্ছে মানুষ । তা একমাত্র উপরওয়ালাই বলতে পারবেন। তবে দুনিয়ার নেশা কবিতায় পাপ পূর্ণ সম্পর্কের কথা বলে খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন অনেক ভালো লাগলো আপু কবিতাটি।

 last year 

অসাধারন একটি কবিতা আজ শেয়ার করেছেন। আসলে আমরা কেউ এভাবে বিষয়গুলো চিন্তা ভাবনা করি না । বা চিন্তা ভাবনা করতেও চাই না। অনেক সুন্দর একটি কবিতা আপনি আমাদের মাঝে শেয়ার করলেন বিষয়টি নিয়ে। কবিতার প্রতিটি লাইনে যেন সত্য কথা গুলো চোখের সামনে তুলে ধরেছে। বেশ ভালো লাগলো আপু কবিতাটি।

সত্যিই আমরা মোবাইলের নেশায় এতটাই আসক্ত,,, যে প্রভুকে স্মরণ করার মত সময় আমাদের কাছে থাকে না। আমরা যখন নামাজ পড়তে বসি। তখন আমরা তাড়াহুড়ো করে নামাজ পড়ে। কিন্তু মোবাইলটা যখন হাতে নিয়ে বসি,,, তখন আমাদের সময়ের অভাব হয় না।

অসম্ভব সুন্দর কবিতা লিখেছেন,,,, আপনি যেটা পড়ে আসলে বাহবা দেয়ার মত। খুবই ভালো লাগলো আপনার কবিতা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44