ইচ্ছা শক্তি।

in আমার বাংলা ব্লগ2 months ago

image.png

image source

কথায় আছে "বড় হওয়ার প্রবল ইচ্ছাই মানুষকে বড় করে তোলে"। এই কথাটি কিন্তু সত্যিই একদম সঠিক। " ইচ্ছা " এই জিনিসটি আপনার জীবন পুরো পরিবর্তন করে দিতে পারে। মানুষ চাইলে সব পারে কিন্তু সেটার জন্য প্রয়োজন প্রবল পরিমান ইচ্ছা। আর সত্যি কথা বলতে আমাদের মধ্যে এই জিনিসটারই অভাব আছে। আমাদের ইচ্ছা শক্তি অনেক দুর্বল। আমরা অল্পতেই ভেঙে পড়ি। আসলে সত্যি বলতে এই পৃথিবীতে কেউই সফল হতে পারবে না যতদিন না তার ইচ্ছা শক্তি দৃঢ় হচ্ছে। এবং আপনার ইচ্ছা শক্তি যত দৃঢ় হবে আপনি সফলতার তত কাছাকাছি চলে যাবেন। আমরা সবাই চাই সফল হতে কিন্তু আমাদের সেই পরিমান ইচ্ছা শক্তি নেই যেই পরিমান দরকার সাফল্য অর্জন করার জন্য।

মানুষের দ্বারা সব কিছু সম্ভব যদি তার কাছে থাকে সঠিক পরিমান ইচ্ছা শক্তি এবং মনোবল। আসলে মনোবল ইচ্ছা শক্তির সাথে উতপ্রত ভাবে জড়িত কেননা জীবনের ভালো খারাপ সময় ২টাই আসবে কিন্তু যখন আপনার জীবনে খারাপ সময় আসবে তখন আপনার মনোবল অনেক দুর্বল হয়ে যাবে , আপনার কাছে মনে হতে পারে আপনি সেটা পারবেন না যেটা কিনা আপনার আসে পাশের পরিবেশের জন্যও হতে পারে। কেননা এখন এমন একটা সময় কেউ কাউকে উৎসাহিত করতে পারে না। সবাই শুধু পারে একে অন্যকে নিয়ে সমালোচনা করতে। যাই হোক , আপনার মনোবল যখন একদম দুর্বল হয়ে পড়বে ঠিক তখনই আপনার ইচ্ছা শক্তি আপনার মনোবলকে দৃঢ় করবে।

আমরা যেহেতু মানুষ সেহেতু আমাদের সবারই একটা না একটা স্বপ্ন আছেই। আপনি একবার যখন সেই স্বপ্নের কথা ভাববেন এবং সেই সময়ের কথা কল্পনা করবেন যে আপনি আপনার লক্ষে পৌঁছে গেছেন , তখন আপনার মনের মধ্যে আলাদা একটা শক্তি কাজ করবে। আপনার ইচ্ছা হবে আপনার সেই লক্ষের জন্য আরো কাজ করতে এবং কাজে মনোযোগ দিতে। মোট কথা আপনার স্বপ্নের কথা ভাবলে আপনার মনোবল আরো দৃঢ় হয়। আপনার মন তখন বলবে না আপনার এটা পড়তেই হবে। এটাই হচ্ছে ইচ্ছা শক্তি। ঠিক তেমনি ভাবে আপনার জীবনের একদম কঠিন সময়ে আপনার সেই স্বপ্ন গুলোই আপনার বাঁচতে সাহায্য করবে। আপনার মনকে আরো শক্ত করবে লক্ষে পৌঁছানোর জন্য।

তাই আমরা সব সময় চেষ্টা করবো যাতে আমরা যত তাড়াতাই সম্ভব নিজেদের স্বপ্ন গুলোকে পূরণ করতে। যদি সামান্য আলসেমিও করি তাহলে সেটা আমাদের জন্য খুবই খারাপ হবে। কোনো কাজকেই কালকে করবো বলে ফেলে রাখা যাবে না। আজকের কাজ আজকেই করতে হবে। মনে রাখতে হবে একমাত্র কঠোর পরিশ্রমই মানুষকে বড় করে তুলে।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 2 months ago 

আপু আপনি আজ ইচ্ছা শক্তি নিয়ে চমৎকার একটি ব্লগ শেয়ার করেছেন । কথা গুলো একদম সত্যি। ইচ্ছা শক্তি না থাকলে আসলে সফল হওয়া যায় না।আমরা স্বপ্ন দেখি বড় হওয়ার কিন্তু আলসেমিতে বসে থাকি।তাতে তো আসলে সফল হওয়া যায় না।সফল হতে হলে নিজের ইচ্ছা শক্তির উপর জোর দিতে হবে।তবেই সফল হওয়া সম্ভব।

 2 months ago 

আমরা জীবনে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি এবং স্বপ্ন গুলোকে পূরণ করার চেষ্টা করি। কিন্তু অনেকে স্বপ্ন পূরণ করতে গিয়ে বাধাগ্রস্ত হয় এবং পরবর্তীতে স্বপ্ন পূরণ করার চেষ্টা করে না। কিন্তু যাদের তীব্র ইচ্ছা শক্তি রয়েছে, তারা কিন্তু শত বাঁধা বিপত্তি অতিক্রম করে সফলতার চূড়ায় পৌঁছাতে পারে। তীব্র ইচ্ছা শক্তি অনেক বড় একটি জিনিস। সুতরাং স্বপ্ন পূরণ করার জন্য শুধু ইচ্ছে থাকলেই হবে না, বরং তীব্র ইচ্ছা শক্তি থাকাটা প্রয়োজন। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57328.77
ETH 3111.24
USDT 1.00
SBD 2.42