জীবনে কিছু প্রশ্নের কোনো উত্তর মিলেনা

in আমার বাংলা ব্লগlast year

জীবনে কিছু প্রশ্নের কোনো উত্তর মিলেনা

question-mark-1872665_1280.jpg

image source

হটাৎ একদিন তার সাথে দেখা, চোখে চোখ আর অন্তরে যেন এক প্রবল ধাক্কা। কিন্তু এই অন্তরে ধাক্কা অনুভূতিটা কি শুধু আমার একার হয়েছে নাকি তারও হয়েছে ঠিক বুঝতে পারছিনা। তবে আমার মনে হচ্ছে ভিতর থেকে হৃদপিণ্ডটা খুলে এখনি আমার হাতে চলে আসবে। কিন্তু এতদিন পর তাকে দেখে কেন আমার এমন মনে হচ্ছে ? কেন তাকে দেখার পর আমার তার সাথে কথা বলতে ইচ্ছা করছে? কেন তার দিকে বার বার ঘুরে তাকাতে ইচ্ছা করছে ?

আচ্ছা তারকি আমার মতো একই ভাবে একই অনুভূতি হচ্ছে ? হয়তো সেও আমার মতো ভয়ে কিংবা লজ্জায় আমার সাথে কথা বলতে পারছেনা। হয়তো সেও আমার মতো খুব ইচ্ছা করছে আমার সাথে কথা বলার জন্য ও বার বার আমার দিকে তাকাতে কিন্তু পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে এসেছে যে চাইলে কেউ কারো সাথে কথা বলা সম্ভব না।

আচ্ছা এত দিন তো আমার একবারের জন্যও তার কথা মনে পড়েনি। একবারও তাকে নিয়ে ভাবিনি, একবারও তারসাথে কথা বলার ইচ্ছা প্রকাশ করিনি তবে কেন আজ এই অনুভূতি গুলো হচ্ছে আমার মনে ঠিক বুঝতে পারছিনা। তবে কি সেই স্মৃতি গুলো আমাকে আবারো টানছে সেই ফেলে আসা অতীতে। আমিকি তাকে এখনো মন থেকে বাদ দিতে পারিনি ? নাকি অনেক দিন পর তাকে দেখার কারণে অতীত গুলো চোখের সামনে ভাসছে বলে আজ এই অনুভূতি হচ্ছে ?

আচ্ছা অতীতে কি তার সাথে আমার এমন কোনো সম্পর্ক তৈরি হয়েছিল সে সম্পর্কের কারণে আজ তাকে হটাৎ দেখে আমার এই অনুভূতি? তাকে কি আমি সত্যি ভালোবেসেছিলাম ? যদি ভালোই বেশে থাকতাম তাহলে কেন আজ আমরা দুজন আলাদা ? তাহলে কেন তার ও আমার দুজনের জীবনের জগৎ আলাদা ? সত্যিকারের ভালোবাসাতো কখনো দুজনকে আলাদা করতে পারে না। তাহলে কি এমন হয়েছিল যে সে আমার থেকে আজ অনেক দূর বহু দূর।

কিছু কিছু মানুষের জীবন সত্যি এমনি। উপরের লেখা গুলোতে এত বেশি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি যে সত্যি কিছু কিছু মানুষের জীবনটায় প্রশ্নবোধক চিহ্নর মতো। যার কোনো উত্তর সে কোনো দিন খুঁজে পাইনা। তাই আমি সবসময় একটা কথা বলি জীবন কারো জন্য সাত রঙে রঙ্গীত এক রঙের মেলা, আবার কারো জন্য কালো অন্ধকার ও ধোঁয়াটে। নিজের মনের চিন্তা থেকে আজকের এই লেখা আশাকরি আপনাদের কাছে লেখাটি ভালো লাগবে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আসলে আপু উপরের অনেকগুলো প্রশ্ন করেছেন আর সেই প্রশ্নগুলোর উত্তর হয়তো জীবনে খুঁজে পাওয়া যাবে না। দুজন দুজনকে ভালোবাসার পরেও জগত কেন যে আলাদা এই প্রশ্নটা সবার মনেই জাগ্রত হয় কিন্তু উত্তরটা হয়তো সৃষ্টিকর্তাই দিতে পারবে।

Posted using SteemPro Mobile

 last year 

আসলেই জীবনে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না আপু। ভালোবাসার সম্পর্ক মধুর এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু অনেক সময় দুজনের সম্মতি থাকা সত্ত্বেও, পরিস্থিতির কারণে দুজনের জগৎ আলাদা হয়ে যায়। তবে ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে এবং প্রকৃত ভালোবাসার মিলন না হলে সারাজীবন আফসোস থেকে যায়। জীবনটা ঠিকই কেটে যায় কোনো না কোনোভাবে, তবে হারানোর কষ্ট আজীবন রয়ে যায় মনের মধ্যে। অনেক সময় আমরা হিসাব কষতে থাকি,কেনো তখন আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিলাম না। আসলে পরিস্থিতি মানুষকে অনেক সময় কঠিন থেকে কঠিনতম অবস্থায় নিয়ে দাঁড় করায়। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

আপনার পোস্টের কথাগুলো পড়ে রীতিমতো বুকের মধ্যে মোচড় মেরে উঠল আপু। কী জানি সব অপূর্ণ ভালোবাসার অনূভুতি গুলো হয়তো এমন। হঠাৎ কোন এক পথের মাঝে দেখা হলে এইরকম অনূভুতি হয়। তখন হয়তো প্রশ্ন জাগে আমি কী কখনো তাকে ভালোবাসতাম। ভালো না বাসলে এইরকম হবেই বা কেন। দারুণ লিখেছেন অনেক ভালো লাগল আপু। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সুন্দর একটা লেখা শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 79169.45
ETH 3182.99
USDT 1.00
SBD 2.63