পরিকল্পনা।

in আমার বাংলা ব্লগ10 days ago

image.png

image source

আমাদের জীবনে বড় কিছু করতে গেলে আগে থেকেই যদি আমরা সেই কাজটির পরিকল্পনা করে রাখি তাহলে অনেক বেশি সুবিধা হয়। আমি মনে করি আগে থেকেই যদি আমরা পরিকল্পনা করে রাখি কোনো কাজের ব্যাপারে তাহলে কাজটা খুবই গোছানো হয়ে যায়। এতে করে কাজ করার সময় আমাদের নিয়ম , শৃঙ্খলার অভাবে কাজকে অগোছালো ভাবে করতে হয়না। এবং আমরা সবাই জানি যে আমরা যদি কোনো কাজকে গোছালো ভাবে আস্তে আস্তে সম্পন্ন করি তাহলে কাজটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায় এবং যদি কোথাও ভুলও হয়ে যায় তাহলে অতি সহজে আমরা সেটাকে আবার ঠিক করে ফেলতে পারি। তাহলে আপনারা বুঝতেই পারছে পরিকল্পনার গুরুত্ব কতটুকু আমাদের জীবনে।

আমরা যে কাজই করি না কেন সেই কাজের সফলতা এবং ব্যর্থতার প্রায় সমান সমানই সুযোগ থাকে। তবে আপনি যদি এক্সপার্ট হন তাহলে হয়তো ব্যর্থতা আর সফলতার হার হয়তো কম বেশি হবে। যাই হোক , সব কাজেরই যেহেতু একটা ব্যর্থতার সুযোগ থাকে সেই ক্ষেত্রে সেই ব্যর্থতার পর আমাদের কেমন পরিমান ক্ষতি হতে পারে সেটা যদি আমরা আগের থেকেই ভেবে চিনতে রাখতে পারি তাহলে ব্যর্থ হওয়ার পর কিন্তু আমরা আমাদের মানসিক ভারসম্য ঠিক রাখতে পারবো। এটার বেশ ভালো একটা উদাহরণ কোনো ব্যাবসার মাধ্যমে দেয়া যায়।

যেমন ধরুন আপনি একটা ব্যবসা শুরু করতে যাচ্ছেন। এখন আপনারা সবাই জানেন যে ব্যাবসায় লাভ এবং লস দুইটারই সুযোগ থাকে। তো এখন আপনি যদি ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা করেন যে আপনার যদি লস হয় তাহলে কত পরিমান লস হতে পারে এবং যত টুকু লস হবে সেই পরিমান লস সহ্য করার ক্ষমতা আপনার আছে কিনা। এতে করে কিন্তু ব্যাপারটা অনেকটা সহজ হয়ে যাবে। এবং আপনি আগে থেকেই সতর্ক হতে পারবেন যে আপনার এই পরিমান লস হতে পারে। আর লস এর কথা বাদ , আপনি এটাও পরিকল্পনা করতে পারবেন যে আপনার যদি এক পদ্ধতিতে উন্নতি না হয় তাহলে অন্য কোন পদ্ধতি এপলাই করলে আপনার ব্যাবসায় উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন।

তাই আমরা সব সময় চেষ্টা করবো কোনো কাজ শুরু করার আগে সেটার পুরো একটা পরিকল্পনা তৈরী করে নিতে। যাতে করে কাজটা করতেও আমাদের স সুবিধা হয় এবং এতে করে কাজ আরো তাড়াতাড়িও হয়ে যাবে। এবং যদি কোথাও ভুলও হয় তাহলে সেটাকে খুব সহজেই শুধরে ফেলতে পারবেন যেহেতু আপনি একটা শৃঙ্খল ভাবে কাজটাকে করে যাচ্ছেন। যাই হোক , আজ এই পর্যন্তই। আপনাদের ধন্যবাদ এতক্ষন অব্দি আমার এই পোস্টটি পড়ার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 9 days ago 

পরিকল্পনা মোতাবেক যেকোনো কাজ করলে সেটা অবশ্যই সুন্দর হয়। ব্যবসা,চাকরি, পড়াশোনা এবং দৈনন্দিন যেকোনো কাজ শুরু করার আগে যদি সুষ্ঠু পরিকল্পনা করা যায়, তাহলে সেই কাজে সফলতা অর্জন করার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। আর যে বা যারা পরিকল্পনা ছাড়া কোনো কাজ করে, তারা বেশিরভাগ সময়ই ব্যর্থ হয়ে যায়। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

জীবনে ভালো কিছু করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হলো পরিকল্পনা, এটা একদমই সঠিক কথা আপু। সব কাজেই আসলে ব্যর্থতা এবং সফলতা আছে। তাই বলে ভেঙে না পড়ে পরিকল্পনা করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আসলে ব্যবসার ক্ষেত্রেই হোক কিংবা ভালো চাকরির ক্ষেত্রেই হোক, পরিকল্পনা ঠিক থাকলে সফলতা আসবেই। অনেক ভালো লাগলো আপু, আপনার এই পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54