পাউরুটির মালাই চপ

in আমার বাংলা ব্লগ2 years ago

পাউরুটির মালাই চপ

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম।

1.jpg

পাউরুটির মালাই চপ দেখেই মনে হয় লোভ লেগে গেলো। হ্যা এটা সত্যি আজকের রেসিপিটি যেমন কালারফুল তেমনি আকর্ষণীয় ও সুস্বাধু। আমি বেশিরভাগ সময় ঝাল করে নাস্তা রেসিপি তৈরি করি ও সেই গুলো আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আজকে কোনো ঝাল রেসিপি না বরং মুখে লেগে থাকার মতো একটি মিষ্টি জাতীয় খাবার শেয়ার করেছি। আর আজকের এই খাবারের নাম দিয়েছি পাউরুটির মালাই চপ। ছোট থেকে বড় এবং আমার পরিবারের সবাই এই পাউরুটির মালাই চপ খেতে অনেক পছন্দ করে। আমি প্রায় সময় সকালে নাস্তার জন্য পাউরুটির মালাই চপ তৈরি করি। আর এই খাবারটি শুধু নিজেদের জন্য না অথিতি আপ্যায়নেও পাউরুটির মালাই চপ তৈরি করতে পারেন ও পরিবেশন করতে পারেন।

কিছুটা সময় নিয়ে ও বেশ কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি এই মজাদার পাউরুটির মালাই চপ। সুস্বাদু ও মজাদার খাবারের মধ্যে পাউরুটির মালাই চপ আমার কাছেও অনেক পছন্দের একটি রেসিপি। পাউরুটির মালাই চপ তৈরি করতে আমাকে ব্যাবহার করতে হয়েছে - দুধ, পাউরুটি, বাদাম , চিনি, ময়দা ও কিছু মসলা। আর এই উপকরণ গুলো একসাথে করে আপনিও খুব সহজেই বাসায় পাউরুটির মালাই চপ তৈরি করে নিতে পারবেন ও সুস্বাদু একটি স্বাদ গ্রহণ করতে পারবেন।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে বাসায় তৈরি করেছি পাউরুটির মালাই চপ। পাউরুটির মালাই চপ তৈরি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ সুন্দর ভাবে একে একে শেয়ার করেছি ও ছবির মধ্যে লিখে দিয়েছি। আপনারা খুব সহজেই আমার পোস্ট দেখে বাসায় এভাবে পাউরুটির মালাই চপ তৈরি করতে পারেন ও শিখে নিতে পারেন। আশাকরি আপনাদের কাছে আমার আজকের পাউরুটির মালাই চপ তৈরিটি ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক...........
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ধাপ-13.

014.jpg

ধাপ-14.

15.jpg

ধাপ-15.

16.jpg

ধাপ-16.

17.jpg

আমার আজকের বাসায় পাউরুটির মালাই চপ তৈরিটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png

break.png

banner-abb23.png

Sort:  
 2 years ago 

হ্যা বেশির ভাগই দেখি ঝাল নাস্তা আমাদের শেয়ার করেন।আমার কাছে বেশ ভালো লাগে আপনার রেসিপিগুলো আমার কাছে।আজকের পাউরুটি দিয়ে মালাই রেসিপি বেশ সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। ডেকোরেশন টাও বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

ওয়াও!আপনি খুব অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন।দেখতে খুব লোভনীয় লাগছে এবং খেয়ে ফেলতে ইচ্ছে করছে।আপনি প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে সাজিয়েছেন।দেখে শিখে নিলাম।বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখবো। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 2 years ago 

পাউরুটির মালাই চপ দেখে খেতে ইচ্ছে করছে আপু। একা একা খেলে কিন্তু পেটে সমস্যা হয়ে যেতে পারে। আপু আমাদেরকে একটু মিষ্টিমুখ করার সুযোগ করে দিয়েন 🤪। পাউরুটি দিয়ে দারুন রেসিপি শিখলাম আপু। আমি অবশ্যই তৈরি করার চেষ্টা করব।

 2 years ago 

সব সময় আপনি আমাদের মাঝে ইউনিক রেসিপি শেয়ার করেন। যা দেখে আমার কাছে খুবই ভালো লাগে। আজকের রেসিপি পাউরুটির মালাই চপ দেখে খেতে ইচ্ছে করছে। দেখে লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। এভাবে আমি একদিন তৈরি করে দেখব। আপনার রেসিপি তৈরির ধাপ গুলো দেখে শিখে নিলাম। সুস্বাদু ও ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বাহ, আপু আপনি ত আজ অনেক মজার পাউরুটির মালাই চপ করলেন, দেখেই খেতে ইচ্ছে করছে। 😋অনেক ভাল লাগলো রেসিপিটি। দারুন ভাবে আপনি ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। 🥰🥰অনেক ভাল লাগলো। 😃ইচ্ছে হলে আমরা ও করে নিয়ে খেতে পারব।অনেক ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা আপু আপনার জন্য।

 2 years ago 

পাউরুটির মালাই চপ দেখতে যেমন সুস্বাদু হয়েছে আপু, সত্যি বলছি আমার খুব খেতে ইচ্ছা করতেছে। আমাকে না দিয়ে খেলে কিন্তু পেটে ব্যথা হবে বলে দিলাম হাহাহা। এত চমৎকার ভাবে উপস্থাপন করেছেন কি আর বলবো। আপু ঢাকায় আসলে কিন্তু অবশ্যই আপনার বাসায় দাওয়াত নেবো এবং এই রেসিপিটি রান্না করে খাওয়াবেন।

 2 years ago 

পাউরুটি মালাই আহা!!!
আপনি যে আমার বাংলা ব্লগের সেরা রেসিপি ম্যান৷ কারন আপনি প্রতিনিয়ত এতো সুন্দর ইউনিক রেসিপি উপহার দেন ৷ সত্যি অসাধারণ ৷
পাউরুটি মালাই সত্যি দারুন ছিল ৷তার সাথে উপস্থাপনা এবং কী দেখে তো জিভে জল টলমল করছে ৷

 2 years ago 

সকালবেলা এই রেসিপিটা দেখছি,আর কন্টিনিউ ঢোক গিলছি।জিভ দিয়ে যে কতবার জল বেরিয়ে আসছে, বলে বোঝাতে পারবো না।দারুন একটা আইটেম ডেসার্ট হিসাবে সার্ভ করেছেন। দারুন ঘরের মধ্যে থাকা খুব সাধারন জিনিসগুলো দিয়েও আমরা যে এত সুস্বাদু কিছু খাবার বানাতে পারি, সত্যিই আপনি তা প্রমাণ করে দেখিয়েছেন।আমি একবার অবশ্যই চেষ্টা করব এভাবে কোন ডেসার্ট বানানোর।

 2 years ago 

খুব সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার রেসিপিগুলা কেন জানি একটু ব্যতিক্রম হয়ে থাকে। দেখতে যেমন ভাল লাগে খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়। পাউরুটি দিয়ে মালাই আপনি ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছেন যেটা দেখেই বাসায় তৈরি করে খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.13
JST 0.030
BTC 68014.74
ETH 3533.72
USDT 1.00
SBD 2.81