স্বরচিত কবিতা - নিন্দা

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

সমাজে বেশিরভাগ মানুষই অন্যের সমালোচনা করতে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে সমাজের মহিলারা এবং গ্রাম্য সমাজের পুরুষরা। একসাথে যদি কোন রকম চা খেতে বসে তাহলেই হল। যে যার ঘরে যা কিছু আছে সব তুলে ধরবে। কিন্তু নিজেদের দিকে কখনোই তাকাবে না, আর তারা আসলে এই ধরনের কাজ করতে অনেক বেশি প্রফুল্ল অর্জন করে।

যা সত্যি সমাজের খারাপ ছাড়া ভালো কিছুই করতে পারে না। আবার তাদেরকে আপনি উপদেশ দিতে গেলেও কিন্তু তারা উপদেশ মানতে রাজি নয়, উল্টা আপনাকে কয়েক রকমের কথা শুনিয়ে দেবে। তাই আমি মনে করি এদের থেকে নিজে যত বেঁচে থাকা যায় ততই ভালো। তাই সর্বদাই নিন্দা থেকে দূরে থাকুন, অন্যকে নিয়ে আলোচনা সমালোচনা থেকে বিরত থাকুন, নিজের কাছেও ভালো থাকবেন আল্লাহর কাছেও ভালো থাকবেন।

এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি **নিন্দা** নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

নিন্দা

লেখা - আইরিন ইসলাম

নিন্দা করা মহাপাপ,
জানে সর্বলোকে।
তবু নিন্দা যে কত প্রিয়,
করে সবাই আনন্দে সুখে।

নিন্দা করলে নিন্দা বাড়ে
কমার রাস্তা নাই,
একজন বসে শুরু করলে
অন্যরাও যায়।

ওহ, নিন্দা করা কি মজা
করে যেন শান্তি,
দিন দিন শুধু বেড়ে চলেছে
বদনাম করার ভ্রান্তি।

তবে উপদেশ আপনি দিতে পারেন
মানবে কজন সেটা!
কেউ কেউ আবার বলে মুখে,,
সত্যি কথাই তো বলছি নিন্দা নাকি এটা!!

হায়রে সমাজ নিন্দায় ডুবে
অন্ধকারে ডুবে যাচ্ছে।
দিনের পর দিন মানুষের দুষের সাফাই করে,
কি মজা যে পাচ্ছে ।

তবে আমার কিন্তু ভালই লাগে
কারণ অন্যায় করি আমি,
আর তারা আমায় ধুয়ে মুছে
প্রভুর কাছে করে দামি।

দিনশেষে হই নিষ্পাপ মানুষ আমি
নেই তো আমার দোষ।
বিনা খরচে সাফাই করে,
নাইকো লাগে ঘুষ।

তাই কান দুটো চেপে বন্ধ রাখুন
মঙ্গল হবে সবার,
নতুবা আপনিও সামিল হবেন
তাদের দলে আবার।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আপু আপনি খুবই সুন্দর একটি বিষয় নিয়ে কবিতা লিখেছেন। নিন্দা করা মানুষের খুবই খারাপ একটি বদ অভ্যাস। আমাদের সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা পরনিন্দা পরচর্চা করতেই বেশি পছন্দ করে। তবে আমাদের জন্য এসব থেকে বিরত থাকাটাই উত্তম এবং সত্যিই আমাদেরকে কান দুটো চেপে রাখা উচিত।

 last year 

অসাধারণ একটি কবিতা আজ আপনি আমাদের সাথে শেয়ার করলেন আপু। আসলে কি করবে, কাজ নাই কাম নাই তো। এগুলো শুধু গ্রামে নয় শহরও আছে। তবে আপনার কবিতাটা কিন্তু অসাধারণ হয়েছে আপু। আপনার কবিতার মাধ্যমে আপনি বিষয়টা অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 last year 

আপু নিন্দা নিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো পড়তে ভীষন ভালো লাগে। আপনি বাস্তবতা নির্ভর কবিতাগুলো লিখে শেয়ার করেন।এটা খুব সত্যি ই বলেছেন আমাদের সমাজে অনেক মানুষ পরনিন্দায় ব্যস্ত থাকে।তাদের কাজই হলো অন্যের সমালোচনা করা।এই সব মানুষের কথা না শুনে কান দুটো বন্ধ করে রাখা উচিত।খুব সুন্দর লিখেছেন। অনেক ধন্যবাদ আপু সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য।

 last year 

অনেক ভালো লাগার মত একটি কবিতা আজকে আপনি আমাদের মাঝে উপহার দিয়েছেন আপু। আমার এই জাতীয় কবিতাগুলো আবৃত্তি করতে ভালো লাগে। আর এক একজনের কবিতার মধ্য থেকে বেশ নতুন কিছু কবিতা লেখার অনুভূতি খুঁজে পাই আর বিভিন্ন বিষয়ে ধারণা লাভ করি।

 last year 

আপু, আপনার লেখা "নিন্দা" কবিতাটি পড়ে সত্যিই আমার অনেক ভালো লেগেছে। আসলে নিন্দা করা মহাপাপ এটা আমরা জানা সত্ত্বেও নিন্দা করতে যেন আমরা খুবই পছন্দ করি। আমাদের সকলের উচিত পরস্পরের নিন্দা করা থেকে বিরত থাকা।

 last year 

সমাজে নিন্দা করা লোকের অভাব নেই। যাই হোক আপু কাবিতার খুব সুন্দর নামকরণের সাথে চমৎকার একটি কবিতাও উপহার দিয়েছেন।আর আপনার কবিতা বরাবরই সুন্দর হয়।ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদায়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58589.32
ETH 2636.10
USDT 1.00
SBD 2.45