স্বরচিত কবিতা - অন্ধকার মাটির ঘর
মানুষের জীবনটা খুবই অল্প সময়ের জন্য। আমরা প্রত্যেকে বুঝেও যেন অবুঝের মত হয়ে থাকি। পৃথিবীতে কত রং তামাশা কত কি, দিনের পর দিন কাটছে আমাদের। কিন্তু কখনো কি ভেবে দেখেছি হুট করেই একদিন নিস্তেজ হয়ে যাবে দেহ! পড়ে থাকবে শুধু নিঠুর দেহ খানা আর মনের অজান্তেই লেখা থাকবে জমিয়ে রাখা হাজারো কথা।
কি অদ্ভুত এই পৃথিবী,কি অদ্ভুত আমরা মানুষ। বেঁচে থাকলে মানুষটার যতটা মূল্য থাকে মরে যাওয়ার পর মূল্য দ্বিগুণ বেড়ে যায় কিন্তু কি আর তখন সময় থাকে ফিরে আসার? বা হারিয়ে যাওয়া মানুষটিকে ফিরে পাওয়ার?
তবুও মানুষ বোঝেও যেন অবুঝের মত হয়ে থাকে, কেউ চিরদিন পৃথিবীতে থাকবে না জেনে ও অচিরেই কাটিয়ে যাচ্ছে দিনের পর দিন। আজ তাই সেই চিন্তাভাবনা নিয়ে লিখে ফেললাম একটি ছোট্ট কবিতা। অন্ধকার মাটির ঘর নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
অন্ধকার মাটির ঘর |
---|
ওই ছোট্ট মাটির ঘরে,
কি হবে এই দেহ রেখে
কান্না বিলাপ করে।
আজ বরই অসহায়,
সময় শেষে আজ বুঝলাম আমি
এখন নেই কোনো উপাই।
থাকবো আমি একা,
কি করবি আমায় এত যত্ন করে
তোরা আর পাবি না যে মোর দেখা।
আজ নেই বলে পৃথিবীতে,
ছিলাম যখন বুঝলি না তোরা
দ্বিপ্রহর রজনীতে।
এই সাদা কাপড়ের ভাজে,
সাজিয়ে দে মোরে
সেই মুর্দার সাজে।
ওই ছোট্ট একলা ঘরে,
নিঝুম অন্ধকার ঘরের যাত্রী আমি
থাকবো একা পড়ে।
এই পৃথিবী ছেড়ে।
আর তোরা পাবি না কেউ আমার দেখা,
এটাই ছিল এই ছোট্ট জীবনে
রেখে যাওয়া আমার লেখা।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপনার লেখা কবিতা পড়ে মনটা একদম নরম হয়ে গেল। আমরা যে যত বড়াই করি না কেন আমাদের শেষ ঠিকানা তো সেই মাটির ঘরেই। সুন্দর লিখেছেন আপু এমন চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতাটি পড়ে মৃত্যুর কথা মনে পড়ে গেল। আসলে আমাদের সবার একদিন মরতেই হবে। আপনার কবিতার প্রত্যেক চরণ অনেক সুন্দর হয়েছে। জিবনের শেষ সময়ের কথাগুলো গুছিয়ে আমাদের মাঝে কবিতার মাধ্যমে শেয়ার করেছেন। এ কবিতাটির উসিলায় যেন আল্লাহ আপনাকে জান্নাত নসিব করেন। ধন্যবাদ আপু।
মনের অনুভূতি দিয়ে "অন্ধকার মাটির ঘর" কবিতাটি অনেক সুন্দর ভাবে লিখেছেন আপু। কবিতাটির প্রত্যেকটি লাইন অনেক সুন্দর হয়েছে। জীবনটা অল্প সময়ের জন্য জেনেও মানুষ এই দুনিয়াতে কত কিছুই না করে।মানুষ আসলেই অদ্ভুত আপু। একদিন আমাদের সবারই ঠিকানা হবে ওই অন্ধকার মাটির ঘর।
আমাদের জীবনটা ক্ষণস্থায়ী। দুনিয়াতে আমরা কিছুদিনের মেহমান মাত্র। একদিন সবাইকে অন্ধকার মাটির ঘরে যেতেই হবে, আর এটা চিরন্তন সত্য। যাইহোক কবিতাটা খুব মনোযোগ সহকারে পড়লাম আপু। কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কবিতাটিতে বেশ কঠিন এবং চিরন্তন কিছু কথা সাবলীলভাবে বর্ননা করা হয়েছে। সত্যিই এই ক্ষনস্থায়ী এই সময়ের মধ্যে কতই না আমরা বড়াই আর অন্যায় অত্যাচার করি। একবার যদি ভেতর থেকে বুঝতে পারতাম তাহলে ভয়ে এই কাজগুলো করতে পারতাম না।
বেশ সাবলীল সুন্দর কবিতা ছিল।
খুবই সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করলেন। কবিতার ভাষা ছিল অসাধারণ। এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো।
আসলেই পৃথিবীটা অদ্ভুত আমরা কিছুদিনের জন্য এই পৃথিবীতে এসেছি এবং চলে যাব এটাও আমরা জানি তারপরও মন কেন জানি বুঝতে চায় না এই সুন্দর পৃথিবী থেকে যেতে হবে।
কবিতাটি অনেক সুন্দর লিখেছেন আপু পড়ে ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
একঘন্টা লোডশেডিং সহ্য হয় না। একটু গরমে থাকতে পারি না। অথচ ঐ মাটির ঘরে আমাদের একাই থাকা লাগবে অন্ধকারে ঐ গরমে। ব্যাপার টা কেমন জানি। আপনার কবিতা টা শুনে মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে গেল। তখন আমাদের সঙ্গী কেউ হবে না। আর মানুষ মরে গেলেও যেন তার কদর বেড়ে যায়। কিন্তু তখন কী লাভ। সবমিলিয়ে দারুণ ছিল কবিতা টা আপু। ধন্যবাদ আমাদের সঙ্গে কবিতা টা শেয়ার করে নেওয়ার জন্য।।
আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। সত্যি আপু পৃথিবীতে আমরা কেউ চিরকাল বেঁচে থাকব না। এটা হয়তো আমরা সবাই জানি কিন্তু কেউ বুঝতে চেষ্টা করি না। আপনার কবিতাতে চিরন্তন কিছু সত্যি কথা লিখেছেন। আসলে আপু যখন আমরা বুঝব তখন হয়তো আর সময় থাকবে না।আল্লাহ আমাদের সবাইকে বুঝবার ক্ষমতা দান করুন। আমিন।
আপু আপনি আজকে খুবই সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। আর হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন। আমরা জেনে বুঝেই যেন না বোঝার মত করে থাকি । তবে সত্তা আমরা একদিন এ পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু আমরা কখনো এই কথা কেউ ভাবেই না সবাই দুদিনের দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।