কর্ম ফল।

in আমার বাংলা ব্লগ6 months ago

image.png

image source

বেশ কয়েকদিন যাবৎ যে পরিমান গরম পড়েছে আপনারা কি এটার কারণ গুলো সম্পর্কে অবগত হয়েছেন ? অবগত বোধয় অবশ্যই হয়েছেন , কেননা এই বর্তমানের গরম পরিস্থিতি সহ গাছ লাগানো সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেডিং হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই মানুষ এইসব নিয়ে হয়তো কেউ মজা করছে আবার হয়তো কেউ মানুষকে উৎসাহিত করছে আমাদের এই পরিবেশকে বাঁচানোর লক্ষে। কিন্তু এখন আমরা অনেকেই সতর্ক হচ্ছি , অনেকেই আছি যারা গাছ লাগানো নিয়ে ব্যস্ত। কিন্তু আমরা যেই ভুলটা অনেক আগেই করে এসে সেই ভুল করার সময় কি আমাদের খেয়াল ছিল না ?

হ্যা , আপনি আমি হয়তো ছিলাম না তখন , বা আপনি আমি এই পরিবেশের বন জঙ্গল উজাড় করণের সাথে হয়তো সরাসরি সংযুক্ত না। তবে যখন আমাদের দেশের বন জঙ্গল উজাড় করা হচ্ছিলো তখন কি যাদের উপর এইসব রক্ষনা বেক্ষন এর দায়িত্ব ছিল তাদের দেখা উচিত ছিল না ? বেপারটা এমন ও না যে আমরা এখন নতুন শিখেছি যে অতিরিক্ত বন উজাড় করণের জন্য আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। আমরা সেই ছোট থেকে এইসব জেনে আসছি তারপর ও কেন আমরা এই বেপারে এতো উদাসীন ছিলাম ? তাহলে আমাদের শিক্ষার গুন্ কোথায় রইলো ? আসলে আমরা এখন যা কিছু ভোগ করছি এইগুলো সবই আমাদের কর্মে ফল।

আমরা পরিবেশকে রক্ষা করতে পারিনি তাই পরিবেশও আমাদের অতি মাত্রায় তীব্র গরমের থেকে রক্ষা করতে পারছে না। মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু সৃষ্টির সেরা জীব হয়েও আমরা কিভাবে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনি ? আর এখন গাছ লাগানোর একটা ধুম পরে গিয়েছে বললেই চলে, আমরা যেমন বলি শীত কালে পিঠা খাবার ধুম পড়েছে তেমনি এই গরমে গাছ লাগানোর ধুম পড়েছে। মানুষ ৩-৪ টা গাছ লাগিয়ে প্রকৃতির প্রেমী হতে চাচ্ছে। কিন্তু এই প্রেম দেখিয়ে লাভ কি ? এই প্রেম এর রেশ কতদিন পর্যন্তই বা থাকবে ? আপনি হয়তো লাগিয়েছেন ৩ টি গাছ , অন্য দিকে আপনার হয়ে অন্য কেউ ৬ টি গাছ কেটে ফেলছে। তাহলে কি আদেও কোনো লাভ হলো ?

আর আমরা শুধু গাছ নিয়েই পরে আছি ,শুধুই কি গাছ লাগানোর জন্য এমনটা ভোগ করতে হচ্ছে আমাদের ? না , আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাযকলাপ আমাদের পরিবেশকে ধ্বংস করছে। আপনি যে যানবাহনে চলাচল করছেন সেটা থেকে পরিবেশের ক্ষতি হচ্ছে , আপনি খাবার সংরক্ষণ করার জন্য যে মেশিন ব্যবহার করছেন সেটা পৃথিবীর জলবায়ুর ক্ষতি করছেন। কারণ বের করতে চাইলে কারণের শেষ হবে না। আসলে আমরা অনেক বড় বড় আবিষ্কার করেছি , অসম্ভবকে সম্ভব করেছি কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব হয়েও কোন ফাঁকে নিজেদের ক্ষতি নিজেরাই বয়ে নিয়ে আসলাম তা আসলে আমরাই বুঝতে পারছি না।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 6 months ago 

আপনি অনেকাংশে একদম সঠিক কথাটাই বলেছেন৷ বর্তমান এত দীর্ঘ সময় ধরে চলমান দাবদাহের মূল কারণ যদি খুঁজতে চান, তাহলে দেখবেন স্বার্থপর আর অর্থলিপ্সু মানুষগুলোই পরিবেশের ক্ষতি করে গাছ উজাড় করে নিজেদের পকেট ভারী করছে।

যতদিন না নিজেরা সামষ্টিক উন্নতি চিন্তা না করবে, ততদিন কিছু ক্ষেত্রে সবাই অসুবিধার ভুক্তভোগী হবো৷ আশা করি, এমন অবস্থার উত্তরণ হবে শীঘ্রই।

 6 months ago 

আমাদের বাঙালিদের স্বভাব এমনই আপু। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুর খবর থাকে না। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে, তখন কি রেখে কি করবে, একেবারে দিশেহারা হয়ে যায়। আসলে আমাদের বাবা কিংবা দাদারা প্রকৃতির উপর যে পরিমাণে অত্যাচার করেছে, আমরা তার শাস্তি পাচ্ছি এখন। উনাদের কর্মফল আমরা ভোগ করছি এখন। আসলে প্রকৃতি আমাদেরকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তাই এবার উপযুক্ত সময়ে বাসার ছাঁদে কিংবা ফাঁকা জায়গায় অবশ্যই সবার গাছ লাগানো উচিত। নয়তোবা আমাদের পরবর্তী প্রজন্মকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32