আত্মবিশ্বাস।

in আমার বাংলা ব্লগlast month

spring-7901015_1280 (1).jpg

image source

শুনেছি জীবনের সফলতার পিছনে সব থেকে বড় ভূমিকা নাকি নিজের আত্মবিশ্বাস এরই হয়। অনেকেই বলে যদি নিজের উপর বিশ্বাস থাকে তাহলে নাকি পৃথিবীর সব কিছুই জয় করা সম্ভব। সেটা আমিও মানি , কেননা আমি অনেকবার দেখেছি যারা কিনা নিজের করুন অবস্থায় নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলে তারাই জীবনের ব্যর্থ হয়। সত্যি কথা বলতে জীবনটা যেহেতু নিজের তাই নিজের উপর আস্থা রাখাটাই সব থেকে বেশি জরুরি। আত্মবিশ্বাস হচ্ছে নিজের মনোবল আর এটা বোধয় সবাই জানেন জীবনের মনোবল থাকাটা কত জরুরি।

সমাজে অনেক মানুষ রয়েছে যারা কিনা তাদের মনোবল মোটেও দৃঢ় করে রাখতে পারে না। যাতে করে তারা সব সময় হতাশায় ভোগে যেটাকে কিনা আমরা নরমাল ভাষায় ডিপ্রেশন বলে থাকি। ডিপ্রেশন বেপারটা অনেক মারাত্মক , আপনি আমি এটা উপলব্ধি করতে না পারলেও এর ভয়াবহতা যে করুন হতে পারে সেটা বুঝতে বাকি থাকে না। আমরা অনেকসময় দেখে থাকি অনেক মানুষ হতাশায় ভোগে একদম স্বাভাবিক জীবন যাপন থেকে বিচ্ছন্ন হয়ে গিয়েছে। অনেকে মাদকাসক্ত মতো কঠিন নেশায় আসক্ত হয়ে গিয়েছে।

এইগুলোর মূল এ গিয়ে যদি আমরা দেখি তাহলে বেশির ভাগ সময় দেখতে পাবো যে সেই মানুষগুলো কোনো না কোনো ভাবে নিজের উপর বিশ্বাস হারিয়ে একদম স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়েছে। এখন আবার নিন্দুকদের কথা না বললেই নয়। আপনি কি কখনো অন্যের কথা শুনে নিজে নিজেকে ছোট ভেবেছেন ? কখনো অন্যের কথা শুনে মনে হয়েছে যে আপনার দ্বারা কিছুই হবে না ? উত্তরটি হয়তোবা হ্যা ই হবে বেশিরভাগ সময়। এইগুলো হয় মূলত নিজের উপর আত্মবিশ্বাস না থাকার কারণে।

ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম "পাছে লোকে কিছু বলে " , আপনাদের ও হয়তো মনে থাকবে এই কবিতার কথা। এইটার মূলভাব আপনারা পড়লে বুঝতে পারবেন যে আসলে জীবনে চলার পথে নিন্দুক থাকবেই , পিছনের লোকে অনেক কিছু বলবেন কিন্তু যদি আপনি তাদের কথা মনে নিয়ে বসে থাকেন তাহলে জীবনে কিছুই করতে পারবেন না। আপনাদের প্রথমে নিন্দুকদের কথায় নিজেকে প্রভাবিত করা বন্ধ করতে হবে। এটার জন্য প্রয়োজন নিজের প্রতি আত্মবিশ্বাস , কেননা একমাত্র আত্মবিশ্বাসই পারে আপনাকে সকল নিন্দুকদের কথাকে আপনার জীবন থেকে বর্জন করতে।

যারা কিনা বুদ্ধিমান তারা সব সময় সকল নিন্দুকদের কথাকে নিজের ভুল গুলো শুধরাতে ব্যবহার করে থাকে। জীবনের চলার পথে আপনার অনেক ভুলই হতে পরে ,হয়তো কিছু কিছু ভুল চোখে পড়েছে নিজের আবার কিছু ভুল না বুঝেই, না জেনেই করেছেন , সেইক্ষেত্রে নিন্দুকেরা আপনার সেই ভুল গুলোকে ধরিয়ে দিতে সাহায্য করবে। তাদের আপনার ভুল গুলোকে নিয়ে আলোচনা গুলোকে আপনার ভুল শুধরাতে অনেকটা সাহায্য করবে ।আপনি বুঝতে পারবেন আপনার কোথায় ভুল হয়েছে কোথায় ঠিক হয়েছে সেই হিসেবে আপনি আপনার ভুল গুলো সুন্দর ভাবেই শুধরাতে পারবেন।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last month 

জীবনে আত্মবিশ্বাস অনেক বড় একটি বিষয় । যে কোন কাজের ক্ষেত্র অনেক কঠিন হয়ে পড়লে আত্মবিশ্বাস থাকলে অবশ্যই সেই কাজের সফল হওয়া যায় । এরকম জীবনে অনেক কাজেই নিজের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সফলতার ছোঁয়া পেয়েছি । আপনি আজকে দারুন একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন অনেক ভালো লাগলো পড়ে।

Posted using SteemPro Mobile

 last month 

আত্মবিশ্বাস খুব প্রয়োজনীয় একটি বিষয় জীবনের জন্য। সকল ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়ে চলা ভীষণ জরুরী।নিন্দুকেরা ভালো, খারাপ দু ধরনের কাজেই সমালোচনা করবে।সেই গুলোকে কাজে লাগিয়ে নিজের ভুলগুলোকে শুধরে নিয়ে চললে আমরাই লাভবান হবো।আমি ভীষণ আত্মবিশ্বাসী একজন মানুষ। কারো কথায় আমি কর্ণপাত করিনা।শুনি সবার কথাই কিন্তু চলি নিজের বুদ্ধিতে নিজের আত্মবিশ্বাস নিয়ে।ধন্যবাদ আপু চমৎকার একটি বিষয়ে পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last month 

জীবনে সফলতা অর্জন করতে হলে অবশ্যই আত্নবিশ্বাস থাকতে হয়। আত্মবিশ্বাস থাকলে ব্যর্থ হওয়ার পরেও সফলতা অর্জন করা সম্ভব। কিন্তু কিছু কিছু মানুষ অল্পতেই হতাশ হয়ে যায়। আমি মনে করি তাদের কখনোই আত্মবিশ্বাস ছিলো না। কারণ আত্মবিশ্বাস থাকলে তারা কখনোই অল্পতে হতাশ হতো না। তাই লোকে যা বলার বলুক, সেসব কথায় কান না দিয়ে, আমাদের উচিত আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাওয়া। তাহলে জীবনে অবশ্যই সফল হওয়া সম্ভব। যাইহোক দারুণ লিখেছেন আপু। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last month 

লোকে আমাকে নিয়ে কী বলবে সেটা যদি আমি ভাবি তাহলে তো সত্যিই লোকে কী বলবে হা হা। সেজন্য এটা নিয়ে আমি একেবারেই ভাবি না। মানুষের যা বলার দরকার বলুক। আমি আমার মতো এগিয়ে যায়। তবে ঠিক নিজের উপর বিশ্বাস রাখা টা অনেক গুরুত্বপূর্ণ। নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললে ডিপ্রেশন এর মতো ভয়াবহ সমস্যায় আমরা পড়ে যেতে পারি। যেটা আমাদের একেবারে ভেতর থেকে শেষ করে দেয় ক্রমাগত। দারুণ ছিল আপনার পোস্ট টা আপু। সুন্দর লিখেছেন।

Posted using SteemPro Mobile

 last month 

আসলে আপু, মানুষের নিজের উপর থেকে যদি নিজের বিশ্বাসটা হারিয়ে যায় তাহলে সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে এবং কোন কাজেই সফলতা আনতে পারে না। তবে আমি কখনোই অন্যের কথায় কান দিই না। আসলে আমাদের পেছনে কথা বলার লোক থাকবেই, তবে তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই শ্রেয়। তাছাড়া নিন্দুকেরা আমাদের ভুল ধরবে, এটাই স্বাভাবিক। তবে সেই ভুলটাকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাহলে জীবনে উন্নতি সম্ভব।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.12
JST 0.033
BTC 67066.21
ETH 3093.89
USDT 1.00
SBD 3.75