লিচু বাগানে কাটানো কিছু সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
বেশ অনেকদিন যাবৎ কোথাও ঘুরতে যাইনা। ভাবছিলাম কোথায় যাওয়া যায়। আর এমনিতে যে গরম পড়েছে সব কিছুই যেন অতিষ্ট লাগে। তবুও বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম লিচুবাগান যাবো ঘুরতে। আর তাছাড়া আমাদের এখানের এলাকায় লিচু খুবই দাম। লিচু ব্যাবসায়ীরা যেন আমাদের সাথে রীতিমতো ডাকাতি করছে। তাই ভাবলাম লিচু বাগান থেকে ঘুরে আসি , ঘুরাও হয়ে যাবে আবার সাথে কিছু লিচুও কিনে আনা যাবে। আর সেই বাগানটি আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এর অবস্থিত। বেশি একটা দূরে না আবার খুব একটা কাছেও না। বাইকে করে যেতে প্রায় ঘন্টা খানেক এর মতো লেগে গিয়েছিলো আমাদের।

image.png

image.png

জায়গাটা সত্যি বেশ সুন্দর। আর লিচু গুলোও দেখতে বেশ সুস্বাদু ছিল। প্রীতিটা গাছ থেকেই ২-১ টা লিচু ছিড়ে ছিড়ে টেস্ট করছিলাম আমরা। আর সত্যি বলতে যত গুলো লিচু সেখানে বসে খেয়েছি প্রতিটি লিচুই খুবই সুস্বাদু ছিল। এবং লিচু গুলো আকারেও বেশ বড় ছিল। যেমন মিষ্টি তেমন বড় এবং তেমনি রসালো। আর আমি ভেবেছিলাম শুধু হয়তো লিচুর বাগান হবে এটা তবে না , আমার ধারণা ভুল ছিল। বেশ কয়েক রকমের ফলের বাগান ছিল সেটি। যদিও খুব বেশি একটা ছবি আপনাদের দেখতে পারছি না পুরো বাগানটার , কেননা আমরা শুধু লিচু বাগানের আশ পাশ অবধি ছিলাম। অন্য দিকে তেমন বেশি একটা যাওয়া হয়নি।

image.png

প্রতিটা গাছেই ঝাঁকে ঝাঁকে লিচু হয়েছে এইবার। পুরো গাছের আগা থেকে গোড়া পর্যন্ত শুধু লিচু আর লিচু। যেটা কিনা আপনারা এই ছবিতেই দেখতে পাচ্ছেন।

image.png

image.png

এখানে লিচুর দাম শুনে আমি রীতিমতো অবাক। যেখানে কিনা আমাদের এখানে প্রায় ৫০০ টাকা ১০০ লিচু পাওয়া যায়। আর সেই বাগানের থেকে আমরা মাত্র ২৭০ টাকা ১০০ লিচু দরে কিনে আনি। এই বিশাল বড় তফাৎ শুনা আমি অবাক হয়ে গিয়েছিলাম তখন। আর যেহেতু সেখানে অনেকটা কম দামে আমরা লিচু পাই তাই একেবারে ৫০০ লিচু একসাথে কিনে আনি।

image.png

image.png

তার পাশেই ছিল জাম্বুরা বাগান। জাম্বুরা গুলো একদমনি কাঁচা ছিল। তবে গাছের মধ্যে ঝাঁকে ঝাঁকে জাম্বুরা এসেছে এইবার। আপনার হয়তো এই ছবিতে তেমন বেশি একটা বুঝতে পারছেন না কেননা জাম্বুরা এবং তার পাতার রং সবুজ থাকায় ঠিক ভাবে বুঝা যাচ্ছে না। যাই হোক , গতকাল সেখানে গিয়ে বেশ ভালো লেগেছে আমার। আজ এই পর্যন্তই , ধন্যবাদ আপনাদের সবাইকে।

what3words.com লোকেশন


ক্যামেরাXiaomi Redmi Note 10 Pro Max
ক্যাটাগরিফোটোগ্রাফি
লোকেশনবিজয়নগর , ব্রাহ্মণবাড়িয়া।
তারিখ২৪/০৫/২০২৪



1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_

Heroism_3rd.png

Sort:  
 2 months ago 

আপনাদের এলাকায় লিচুর দাম কম জেনে ভালো লাগলো। শহরের দিকে আমি কখনো দেখিনি লিচুর দাম কম। লিচুর দামটা সব সময় অনেক বেশি থাকে। তারপরও লিচু আমার বেশ পছন্দের একটা ফল এবং এই সিজনে প্রায় সময় খাওয়া হয়। আপনি লিচুর বাগানে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপু। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আমি কখনো লিচুর বাগানে যাইনি। কম দামে পাওয়ার কারণে ৫০০ টা লিচু কিনেছেন কোনো ভালো লাগলো। মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 months ago 

এ কথাটা আপনি ঠিক বলেছেন লিচু ব্যবসায়ীরা এখন রীতিমতো যেন ডাকাতি করছে, জানিনা বাংলাদেশে এমন দৃশ্য ঘুরেফিরে বারবার ফুটে উঠছে। যাই হোক বাগান থেকে লিচু ক্রয় করলে যেমন ভালো ভালো লিসু গুলো দেখে ক্রয় করা যায় তেমনি ভ্রমণও করা যায়। সব মিলিয়ে অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি পোস্টটা উপস্থাপন করার চেষ্টা করেছেন দেখে খুব ভালো লাগলো।

 2 months ago 

আপু আমার বাড়ি ও ব্রাহ্মণবাড়িয়ায়। আপনি যেখানে গিয়েছেন সেখানে শুধু লিচু বাগান নয়। পেয়ারা বাগান, জাম্বুরা বাগান, আরো বিভিন্ন ধরনের ফলের বাগান রয়েছে। সেই জায়গাটি দেখতে অনেক সুন্দর আপনার ফটোগ্রাফির মাধ্যমে তা প্রকাশ পেয়েছে। লিচু বাগানে গিয়ে আপনি দেখছি অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন। আপনার এই সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 months ago 

আমাদের এখানে ১০০ লিচুর দাম ৫০০/৬০০ টাকা। যাইহোক লিচু বাগান ঘুরে তো বেশ কমদামে লিচু কিনেছেন দেখছি। তার মানে ৫০০ লিচু কিনেছেন মাত্র ১৩৫০ টাকা দিয়ে। বাজার থেকে কিনলে ডাবল টাকা লাগতো। তাছাড়া এতো ফ্রেশ লিচু পেতেন না। লিচু বাগান ঘুরাঘুরি করাও হলো,আবার লিচুও কেনা হলো। মানে এক ঢিলে দুই পাখি মেরেছেন আপু। ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

আপু আমাদের এলাকাতেও ভালো মানের লিচুগুলো আড়াইশো টাকা। কিছু কিছু জায়গায় লিচু রয়েছে ১২০ টাকায় ৮০ টা। তবে যাই হোক খুব ভালো লাগলো লিচু বাগানের এর বিস্তারিত বিষয় আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে। আর লিচুর ফটোগুলো বেশ দারুন ছিল।

 2 months ago 

লিচু বাগান থেকে বেশ কম দামেই লিচু কিনলেন আপু। আর ঢাকায়তো ৬০০-৭০০ টাকা। এর কারন মধ্যসত্ত্বভূগিদের দৌরাত্ম।আর সাথে আছে সিন্ডিকেট ।তাই সব কিছুই অতিরিক্ত দামে কিনতে হয়। বেশ ভালো লাগলো লিচু বাগান ঘুরার অনুভূতি পড়ে। ধন্যবাদ আপু ব্লগটি শেয়ার করার জন্য।

 2 months ago 

এই বছর প্রচুর পরিমাণে লিচু হয়েছে। সেই তুলনায় দাম বেশি নিচ্ছে। এই যেমন আপনার বাগানে গিয়েই দেখলেন দামের পাথেয় প্রায় দ্বিগুণ। লিচু বাগানের ফটোগ্রাফি গুলো দেখেও ভালো লাগছে। কী চমৎকার থোকায় থোকায় লিচু। বেশ ভালো সময় কাটিয়েছেন লিচু বাগানে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57653.41
ETH 3122.86
USDT 1.00
SBD 2.41