আপনার চিন্তা ধারায় আপনার জীবন বদলাতে পারে

in আমার বাংলা ব্লগlast year

আপনার চিন্তা ধারায় আপনার জীবন বদলাতে পারে

image.png

image source

আপনি সবসময় নিজেকে নিয়ে যা ভাবেন ও আপনি সবসময় নিজের সাথে নিজে যে কথাগুলো বলেন আপনার জীবনে ঠিক সেই বিষয়গুলি সব সময় ঘটতে থাকে। প্রতিদিন আপনি আপনার জীবনে যে বিষয়গুলি নিয়ে কথা বলবেন অথবা ভাববেন সে বিষয়গুলোই আপনার জীবনে বাস্তবে রূপ নিতে শুরু করবে। আপনি যতক্ষণ ভাবতে থাকবেন আপনার জীবনের সমস্যাগুলো অনেক বড় ততক্ষন আপনি আপনার জীবনের সমস্যা থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না। অনেকেই বলে ভাগ্যে যা লেখা আছে তাই হবে। ভাগ্যের উপর তো আর আমাদের হাত নেই। আসলে ভাগ্য কাকে বলে সবাই হয়তো এটাই জানে না।

সৃষ্টিকর্তা ভাগ্য লিখেছে ঠিকই তাই বলে এমন নোই যে আমি আমার হাত পা গুটিয়ে ঘরের কোনে বসে থাকবো আমার ভাগ্যে যা লিখা আছে তাই হবে। আপনি যদি চেষ্টা করেন সকাল সকাল বিছানা থেকে উঠে দিনের শুরুতেই আপনি আপনার জীবনের কাজ গুলো শুরু করতে পারেন। আবার চেষ্টা না করে আপনি সারাদিন বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিতে পারেন। আপনি পৃথিবীতে যা করবেন তাই পাবেন। মানুষের জীবনের স্বপ্নগুলো কিভাবে পূরণ করতে হয় সেটা কেউ জন্মের আগে থেকেই শিখে আসে না। বরং কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় সেটা মানুষ আস্তে আস্তে পৃথিবীতে আসার পর থেকে শিখতে থাকে।

ভালো আর খারাপ সময় গুলো নিয়েই আমাদের জীবন। তাই খারাপ সময় আসলে কখনো হতাশ হয়ে যাবেন না, কারণ রাত যত গভীর হয় সকালের উত্তপ্ত লাল সূর্যটা ততটাই নিকটবর্তী আসে। নিজেকে নিয়ে সবসময় ভালো ভালো চিন্তা করুন। কেউ আপনাকে অসম্ভব বললে আপনি বলুন চেষ্টা করলেই সবকিছুই সম্ভব। আমরা ছোটবেলায় একটি ভাব সম্প্রসারণ পড়েছিলাম যেখানে লেখা ছিল একবার না পারিলে দেখো শতবার। কেউ আপনাকে কঠিন বললে আপনি তার বিপরীতে বলুন এটি সহজ। কেউ আপনার প্রশংসা করে কথা বলার মানুষ এই পৃথিবীতে অনেক কম সব সময় আপনার দোষ ও খারাপ বিষয়গুলো নিয়েই বেশি কথা বলবে।

আপনি নিজে থেকে যতই ভালো হন না কেন আপনাকে সব সময় সবাই খারাপ ভাবেই বিবেচিত করবে তাই আপনি যদি নিজেকে আপনার সম্পর্কে ভালো ভালো কথাগুলো না বলেন তাহলে কে আপনাকে আপনার সম্পর্কে ভালো কথা বলবে। আপনি নিজেকে নিয়ে ভালো কিছু না ভাবলে অথবা নিজের উপর থেকে আত্মবিশ্বাস হারিয়ে ফেললে আপনার মস্তিষ্ক সব কিছুই অসম্ভব ভাবতে শুরু করবে। একটু ভেবে দেখুন যে মানুষটি সকালে উঠতে পারাকে অনেক বেশি কঠিন মনে করে সে কি কখনো তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠতে পারে ?? না পারে না। কিন্তু অন্যদিকে অসংখ্য মানুষ ভোরবেলা উঠেই নিজের কাজ শুরু করে দেয়। কারণ তারা ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলে আমি যদি সকালে উঠতে না পারি আর কেউ পারবেনা।

আমি যদি সকালে উঠার এই সামান্য অভ্যাসটাকে বদলাতে না পারি তাহলে আমার জীবনটাকে কিভাবে বদলাবো। এই পৃথিবী কিংবা পৃথিবীর মানুষ আপনাকে কে কি বলছে সেটা দেখার বিষয় নয় আপনি নিজেকে নিয়ে যা ভাববেন ও যেভাবে ভাববেন আপনার জীবন সেভাবেই গড়ে উঠবে। আর আপনি যা বিশ্বাস করবেন সেটাই আপনার চিন্তা ভাবনাই ফুটে উঠবে। আপনি যা চিন্তা করবেন সেটাই আপনার মাথায় খুব সাধারণভাবেই চলে আসবে। আপনি যা বলবেন সেটাই আপনার কাজকর্মে ফুটে উঠবে। আপনি যা করবেন সেটাই আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। শুধুমাত্র আপনার এই অভ্যাসগুলোই আপনার স্বপ্ন পূরণ করতে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। অপদার্থ তারা নয় যারা হাজার বার হেরে গিয়েও নতুন করে চেষ্টা করে। অপদার্থ তারাই যারা একবার হেরে গিয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে ও জীবনের অসফলতার।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আপু আপনি অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আমাদের জীবন হলো ভালো ও খারাপের সমন্বয়ে পরিচালিত হয়। তাই ভালো সময়কে যথার্থভাবে কাজে লাগাতে হবে এবং খারাপ সময়ে আমাদের হতাশা মুক্ত হয়ে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আর আমাদেরকে সব সময় ভালো চিন্তার মাধ্যমে ভালো কাজগুলো করে সকলের নিকট উপস্থাপন করতে হবে এবং একই সাথে আমাদেরকে সব সময় ভালো কাজের অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হবো। অসাধারণ একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

দারুন কিছু কথা লিখেছেন আপু, খুব ভালো লেগেছে। নিজের উপর আত্মবিশ্বাস থাকতে হবে।আমরা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে সক্ষম।চিন্তা ভাবনায় ভালো কিছু থাকতে হবে।কে কি বলল তা নিয়ে বসে না থেকে ভালো ভাবনা,ভালো কাজ করে এগিয়ে যেতে হবে। তবেই সফলতার বা জীবনের পরিবর্তন সম্ভব।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 67651.30
ETH 3269.44
USDT 1.00
SBD 2.64