পরিবেশ।

in আমার বাংলা ব্লগlast month

image.png

image source

আমাদের পৃথিবী এমন একটা সময়ে এসে ঠেকেছে যেখানে পৃথিবী বলতে গেলে ধ্বংসের দাঁড় গোড়ায় পৌঁছে গেছে। এবং এইসব কিছুর জন্য আমরাই দায়ী , এবং এইসবের ভুগান্তি কিন্তু আমরাই শুধু ভোগছিনা। আমাদের সাথে সাথে প্রতিটা জীব জন্তু প্রভাবিত হচ্ছে। তাদের এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী। আমাদের ভোগ বিলাসিতার জন্য আমরা এইসব জীব জন্তুদের বেঁচে থাকাকেও হারাম করে দিয়েছি। আর তাছাড়া আমাদের পৃথিবীর হালতো বেহাল করলামই। এতো কিছু হওয়ার পরও আমরা সাবধান হচ্ছি না। আমরা উদ্দ্যেগ নিচ্ছিনা আমাদের এই পৃথিবীটাকে আবার নতুন করে বাঁচানোর।

মাটি , পানি , বায়ু সব কিছুই আমাদের দ্বারা দূষিত হচ্ছে। আমাদের কুকর্মের কারণেই এই পৃথিবী মানুষের বসবাস অযোগ্য হচ্ছে। দিন দিন অগ্রসর হচ্ছে ধ্বংসের দিকে। সব কিছুই আমরা আগের থেকে উপলব্ধি করতে পেরেও সতর্ক হচ্ছি না। আমরা মগ্ন আছি আমাদের ভোগ আর বিলাসিতায় এবং আমাদের আধুনিকতায়। পরিবেশ দূষণ এখন মারাত্মক হরে বৃদ্ধি পাচ্ছে। প্রচুর পরিমানে যানবাহন এর কারণে কালো ধোয়া বায়ুতে মিশে বায়ুকে দূষণ করে ফেলছে। এবং বায়ুতে কার্বন ডাই অক্সাইড এর পরিমান বাড়িয়ে দিচ্ছে। যার করাণে আমাদের পৃথিবীর তাপমাত্রা আরো বাড়ছে। এবং এতে করে বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

আমরা যে ফ্রিজ ব্যবহার করছি সেটা থেকেও ক্লোরোফ্লোরো কার্বন নিগ্রত হচ্ছে যার কারণে আমাদের পৃথিবীর ওজোন স্তর খুবই বাজে ভাবে ক্ষতি গ্রস্থ হচ্ছে। যার কারণে সূর্যের অতি বেগুনি রশ্নি আমাদের পৃথিবীতে প্রবেশ করছে। এবং আমি যতটুকু শুনেছি এই অতি বেগুনি রশ্নি আমাদের মানুষদের জন্য অনেক ক্ষতিকর। এইগুলো আমাদের শরীরে ক্যান্সার কোষ এর জন্ম দেয়। আর পানি এর কথা বললেই না , আমাদের সকল ময়লা আবর্জনা সব নদীতে ফালানোর কারণে নদীর পানি খুবই বাজে ভাবে দূষিত হচ্ছে এবং এতে করে মাছেদের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আমরা এখনো চাইলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে আগের মতো করে সুন্দর ভাবে গড়তে পারি কিন্তু এটার জন্য আমাদের সকলকে একত্রে কাজ করে যেতে হবে। নতুন এক পৃথিবীর খুঁজ না করে আমাদের উচিত আমাদের এই পৃথিবীটাকেই আবার নতুন করে বাঁচানো। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর ভাবে তাদের জীবনটাকে উপভোগ করে যেতে পারে। আজ এই পর্যন্তই , আপনাদের খুবই ধন্যবাদ আমার এই পোস্টটি এতক্ষন পড়ার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last month 

আসলে পৃথিবীতে অনেক কিছুই আবিষ্কার হয়েছে। এই আবিষ্কারের মধ্যে প্রতিযোগিতা করলে হয়তো অনেক আবিষ্কার শ্রেষ্ঠত্বের আসরে উঠে আসবে কিন্তু পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আবিষ্কার হলো পরিবেশ। যেখানে সুন্দর পরিবেশ আছে সেখানে শান্তি এবং স্বাভাবিক অগ্রগতি বিদ্যমান থাকে। আপনি সেই বিষয়ে দারুন আলোচনা করেছেন অনেক ভালো লাগলো পড়ে।

 last month 

আমাদের পৃথিবীর পরিবেশটা কিন্তু খুবই সুন্দর এবং এতো সুন্দর পরিবেশটা আমরা আসলেই দিনদিন নষ্ট করে ফেলছি। কলকারখানার বিষাক্ত কেমিক্যাল নদীর পানি একেবারে দূষিত করে ফেলেছে। আমাদের শীতলক্ষ্যা নদীর পানি একেবারে কালো হয়ে গিয়েছে এবং প্রচুর দুর্গন্ধ বের হয়। আমরা যদি পরিবেশের ব্যাপারে এখন একটু সচেতন না হই,তাহলে পরবর্তী প্রজন্ম আরও বেশি সমস্যায় পরবে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last month 

আসলে আপু সহজ কথায় বলতে গেলে মানুষ যত আধুনিক জীবন যাপন করতে যাচ্ছে ততই যেন পৃথিবীর ক্ষতি হচ্ছে। একটু চিন্তা করে দেখুন এই যে ফ্রিজ ব্যবহারের কথা বললেন, যদি ফ্রিজ ব্যবহার না করতাম তাহলে হয়তো এই ক্ষতিকর রশ্মি টা পৃথিবীর প্রতি প্রভাব ফেলত না।

 28 days ago 

এটা আপনি ঠিকই বলেছেন আপু, আমরা সব সময় ভোগ, বিলাসিতা এবং আধুনিকতায় মগ্ন থাকি আর এই কারণেই আমাদের পরিবেশের এই অবস্থা। আমরা নিয়মিত যেভাবে বায়ু এবং জল দূষণ করছি, তাতে সুদূর ভবিষ্যতে আমাদের যে কি অবস্থা হবে সেটা ভাবলেও ভয় করে। শুধু যে আমরা ক্ষতিগ্রস্ত হবো তা কিন্তু নয়, আমাদের পরিবেশের যত জীবজন্তু আছে তারাও আমাদের জন্য ক্ষতিগ্রস্ত হবে। ভালো লাগলো আপু, আপনার এই পোস্টটি পড়ে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 60191.28
ETH 3302.01
USDT 1.00
SBD 2.36