সাহায্য।

in আমার বাংলা ব্লগlast month

image.png

image source

মানুষ নাকি কোনোদিনও একা একা বাঁচতে পারে না। তাদের একে অন্যের সাহায্যের অবশ্যই প্রয়োজন হয়। আর এটা হওয়াটাই স্বাভাবিক , কেননা আমরা কেউই একদম নিখুঁত না। আমাদের সকলেরই একে অন্যের উপর নির্ভর করতে হয়। আর নির্ভর করতে হবেই বা না কেন আমরা যেভাবে একটা চেইন এর মতো করে বসবাস করছি সেখানে আমাদের একে অন্যের উপর অথবা একে অন্যের সাহায্য ছাড়া বাঁচার উপায় নেই। যাই হোক , এইগুলো হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম। এটা ছাড়াও আমাদের একে অন্যের উপর একটা দায়িত্ব আছে যে তাদের বিপদে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এবং আমি মনে করি মানুষ হিসেবে এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ।

সত্যি কথা বলতে পৃথিবীতে ভালো মানুষের এখনো অভাব নেই। ভালো খারাপ মিলিয়েই আমাদের এই পৃথিবী। আমরা যদি শুধু খারাপ নিয়েই আলোচনা করি তাহলে ভালোটা চাপা পরে যাবে। যাই হোক , এমন ভালো মানুষের উদাহরণ যদি আমি দিতে যাই , তাহলে দাদার নামটা সবার আগে আসবে। কেননা , উনার মতো এতো উদার মনের মানুষ আমি খুবই কম দেখেছি। দাদার কাছে থেকে আমি অনেক ভাবেই সাহায্য পেয়েছি এবং উনি খুবই সাদামাটা মনে আমাকে সাহায্য করেছেন । আমি এইসবের জন্য সত্যিই দাদার কাছে কৃতজ্ঞ। উনিই সমাজের আদর্শ , আমাদের উনার কাছ থেকেই শিক্ষা নেয়া উচিত।

আবার অনেক মানুষ আছে যারা কিনা একদমই মনুষত্বহীন। তারা মানুষের বিপদে সাহায্যতো দূরের কথা তারা উল্টো সেই বিপদে পড়া ব্যক্তির সাথে মজা নিতে থাকে। কিছুদিন আগে আমাদের এখানে একজন বৃদ্ধ লোক মারা যায় , তখন লাশ দেখার জন্য অনেক মানুষই ভিড় করে তাদের বাড়িতে তখন সুযোগ বুঝে তাদের ঘর থেকে একটা ফোন সহ প্রায় ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। তাহলে একবার ভেবে দেখুন একটা মানুষ কতটা লোভী এবং কতটা মনুষত্বহীন হতে পারলে এই এইরকম পরিস্থিতে থাকা সত্ত্বেও তাদের ঘর থেকে টাকা এবং মোবাইল ফোন চুরি করে।

আমরা সব সময় চেষ্টা করবো আমাদের সবটা দিয়ে সকলকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। এতে করে আমাদের সকলে ভালোবাসবে , সম্মান করবে এবং আমাদের মারা যাওয়ার পরও সকলে আমাদের মনে রাখবে। আর এটাই তো অনেক বড় একটা পাওয়া। আর একে অপরের সাথে সুসম্পর্ক হওয়ার মধ্যেই প্রকৃত সুখ নিহিত। যাই হোক , আজ এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ এতক্ষন অব্দি আমার সাথে থাকার জন্য।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last month 

ভালো খারাপ নিশ্চয়ই তো মানুষ। ব্লগটি পরে ভালো লাগলো। মানুষের খারাপ ভালোর তুল্য মূল্য বিচার যেভাবে করেছেন তা প্রশংসার দাবি রাখে। মনুষ্যত্বহীন মানুষদের চিনে নিয়ে দূরত্ব বজায় রাখাই ভালো। ভালো মানুষদের সাহচর্য জীবন তৈরি করে দেয়। যে মানুষের ভালো গুণ খারাপ দিকগুলোকে চাপা দিয়ে রাখে সেই যথার্থ মানুষ।

 last month 

এমন ঘটনাগুলো শুনলে আসলেই মানুষের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। একজন মানুষ মারা গিয়েছে আর সেই বাড়িতে গিয়ে অন্য আরেকজন মানুষ নিজের সুবিধা হাসিল করছে। কি বলবো আপু আসলে আমরা মানুষ হিসেবে মনুষ্যত্বহীন।

 last month 

জীব মানুষের সাহায্য সহযোগিতা ছাড়া চলতে পারেনা।তাইতো মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে। আমরা সবাই একে অন্যের সাহায্য নিয়ে চলি।আপনি খুব সুন্দর ভাবে উদাহরন দিয়ে এই বিষয়টিকে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর এই বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

মানুষ হিসেবে একে অপরকে সাহায্য সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। কিন্তু বর্তমানে এমন মানুষের সংখ্যা খুবই কম। কেউ বিপদে পরলে মানুষ এখন সাহায্য না করে,উল্টো ক্ষতি করার চেষ্টা করে থাকে। যাইহোক আমাদের দাদার মতো মানুষ পৃথিবীতে একেবারেই কম রয়েছে। উনি আমাদেরকে সবসময়ই বিভিন্নভাবে যেভাবে সাপোর্ট দিয়ে থাকেন, সেটা আসলে অকল্পনীয়। যাইহোক দারুণ লিখেছেন আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56095.11
ETH 2533.38
USDT 1.00
SBD 2.23