প্রণয় !! নাটকের রিভিউ

in আমার বাংলা ব্লগlast year

প্রণয় নাটকের রিভিউ

হ্যালো বন্ধুরা।
সবাই কেমন আছেন ? আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আবারো একটি বাংলা নাটককে রিভিও করার চেষ্টা করেছি ও আপনাদের সাথে নাটকের সম্পূর্ণ কাহিনী সুন্দর ভাবে তুলে ধরার চেষ্টা করেছি।

Screenshot_2023-07-03-18-09-15-41.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

প্রণয় নাটকটি অসাধারণ একটি প্রেমের গল্প নিয়ে তৈরি করা হয়েছে। প্রেম কাহিনী, প্রেমের কবিতা, প্রেমের গল্প কিংবা প্রেমের নাটক যেটাই বলেন না কেন দেখতে অত্যন্ত অত্যন্ত ভালো লাগে আমার কাছে। আমি সবসময় প্রেমময়ী সবকিছুকেই একটু বেশি প্রাধান্য দেই ও আমার কাছে অনেক বেশি ভালো লাগে ও অনেক আগ্রহ দিয়ে দেখি। আজকের এই নাটকটি আমার পোস্টের মাধ্যমে আমি আমার নিজের মতো করে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।


নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামপ্রণয়
প্লাটফর্মইউটিউব
পরিচালকনাসির খান
অভিনয়েযশ রোহান, তানজিম সাইয়ারা তটিনী, সমাপ্তি মাসুক ও আরো অনেকেই।
প্রকাশিত২ জুলাই ২০২৩
সময়৪৬:৩৮ মিনিট
নাটকের মূল কাহিনী শুরু
নাটকের শুরুতেই একটি স্টেশনে চলন্ত ট্রেনের দৃশ্য দেখা যায়। তারপরেই দেখা যায় একটি ছেলে হাতে পানির বোতল নিয়ে আরেকটি ট্রেনের জন্য অপেক্ষা করছে ও কেমন জানি অস্থিরতা অনুভব করছে। আর এই অস্থিরতা দেখেই স্টেশনে থাকা অপরিচিত একজন ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করে তুমি এমন অস্থিরতা কেন করছ ? ছেলেটা অপরিচিত লোকটির কথা শুনে কিছুটা বিরক্তি হলেও আস্তে আস্তে অপরিচিত থেকে পরিচিত হয়ে লোকটার সাথে নিজের সকল সমস্যার কথা শেয়ার করতে থাকে আপন ভেবে।

Screenshot_2023-07-03-18-09-40-26.jpg

Screenshot_2023-07-03-18-10-09-49.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

এরপর সে স্টেশনে হাটতে হাটতে অপরিচিত ছেলেটির কাছেই মনের সকল কথা বলতে থাকে। সে তার প্রেমিকাকে নিয়ে বাসা থেকে পালিয়ে এসেছে। সে এখন কোথায় যাবে কি করবে কিছুই জানেনা। শুধু অপেক্ষায় আছে একটি ট্রেনের। তারপর কল্পনাতে তাদের প্রেমের কাহিনী শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু বলে। শেষ পর্যায়ে পালিয়ে যাওয়ার কারণ হলো, মেয়েটির পরিবার থেকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল তাই তারা বাধ্য হয়ে পালিয়ে যায়। আর এই ছেলেটির প্রেমের কাহিনী শুনে অপরিচিত লোকটি নিজের জীবনের প্রেমের কাহিনী বলতে শুরু করে এবং পুরো নাটক জুড়ে তাদের দুজনের প্রেমের কাহিনী বলতে থাকে।

IMG_20230703_181649.jpg

অনেক আপন হয়ে যায় একজন আরেকজনের সাথে প্রেমের কাহিনী বলতে বলতে। একজন আরেকজনকে অনেক বেশি বিশ্বাস করতে শুরু করে। এরই মধ্যে সেই অপরিচিত লোকটির নাম্বারে একটা কল আসে। লোকটির মা কল দিয়ে বলে তার বোন বাসা থেকে পালিয়ে গেছে। আর তখনি সে সাথে থাকা সেই ছেলেটিকে সন্দেহ করে। এরপর কল কেটে দিয়ে সে ছেলেটির প্রেমিকাকে দেখতে চাই।

Screenshot_2023-07-03-18-13-23-82.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

সেই সময়ে প্রেমিকা স্টেশনে একটা ওয়েটিং রুমে বসে ছিল। তখনি সে রুম থেকে বের হয়ে তার প্রেমিককে খুঁজতে থাকে কারণ সে তাকে বসিয়ে রেখে অনেকক্ষণ হয়ে গেছে আর আসছে না। বের হওয়ার সাথে সাথে একটা ছিনতাইকারী তার ব্যাগ ছিনতাই করে নিয়ে যায় আর ঠিক তখনি তার প্রেমিক ও সেই অপরিচিত লোকটির সাথে দেখা হয়। প্রেমিকা তো সে তার নিজের ভাইকে দেখে ভয়ে চুপ হয়ে গেছে কোনো কথায় যেন মুখ দিয়ে আসছে না। আর সেই ছেলেটি মানে তার ভাইও আর কিছু না বলে অপরিচিত লোকদের মতোই তাদের সাথে আচরণ করতে থাকে। তারপর তারা দুজন সেই অপরিচিত লোকের সাথে রওনা হয় কারণ তারা তাকে বিশ্বাস করে ও সেও আশ্বাস দেই যে তোমরা আমার সাথেই যাবে তোমাদের সকল ব্যবস্থা আমি করে দিব।

Screenshot_2023-07-03-18-11-26-93.jpg

Screenshot_2023-07-03-18-12-10-73.jpg

Screenshot_2023-07-03-18-12-39-59.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

সেই অপরিচিত লোকটির বাড়িতে যাই ও বাড়ি থেকে একজন মহিলা বেরিয়ে এসে বলে আরে ওকে কোথায় পেলি। তখনই বুঝতে পারি যে সেই অপরিচিত ছেলেটি হল সে পালিয়ে যাওয়া মেয়েটির ভাই। এতক্ষণ তার বোনকে ও বোন তার ভাইকে চিনেছে ঠিকই কিন্তু প্রেমিক ছেলেটিকে বুঝতে দেয়নি। আর মেয়েটিও কিছু বলার সাহস পাইনি। এদিকে সেই প্রেমিক ছেলেটাও বেশ অবাক হয়ে যায় যে নিজের প্রেমিকার আপন ভাইয়ের কাছে নিজের প্রেম কাহিনী এতক্ষণ বললাম।

Screenshot_2023-07-03-18-13-00-87.jpg

Screenshot_2023-07-03-18-13-46-02.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

তারপর সেই অপরিচিত ছেলেটি মানে প্রেমিকার ভাই মেয়ের মাকে ও মেয়ের পরিবারের সবাইকে রাজি করায় এবং তাদের বিয়ে করিয়ে দেয়। আর এখানে শেষ হয় প্রেমের সুন্দর একটি গল্প। গল্পটি আমার কাছে অসাধারণ লেগেছে। এমন প্রেমের গল্প আমার অনেক বেশি ভালো লাগে। আর অনেক আগ্রহ দিয়ে আমি দেখতে থাকি। আপনারাও নাটকটি দেখতে বুঝ করবে না।

IMG_20230703_181649.jpg

ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া

ব্যক্তিগত মতামত
পুরো নাটকটি জুড়ে ছিল প্রেমের নতুন অনুভূতি ও সুন্দর কিছু দৃশ্য। কিন্তু মেয়েটির বিয়ে ঠিক হয়ে গিয়েছিলো অন্য একটি ছেলের সাথে। কিন্তু এদিকে একজন আরেকজনকে কথা দিয়েছে কখনো তারা দুইজন আলাদা হবে না। একজন আরেকজনকে ছাড়া পৃথিবীতে থাকবেনা। আর তাই তাদের কথা রাখতে গিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। আমাদের সমাজে এমন অনেক হচ্ছে যাদেরকে জোর করে নিজের পছন্দের বাহিরেও অন্য কোন ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় আর এতে করে আমি মনে করি তিনটি জীবন নষ্ট হয়ে যায়। আর ভালবাসার মানুষকে পাওয়ার জন্য মানুষ কতই না কষ্ট করে। নিজের জীবনটাও দিয়ে দিতে দ্বিধাবোধ করেনা। এই নাটকের শেষদিকে হ্যাপি এন্ডিং দেখে আমার কাছে খুবই ভালো লাগলো। যদি হ্যাপি ইন্ডিং না হতো তাহলে হয়তো এই নাটকটির এত সুন্দর হতোনা। আপনারা চাইলে নিচে আমার দেয়া লিঙ্ক থেকে নাটকটি দেখে নিতে পারেন।
নাটকটির ইউটিউব লিংক

ব্যক্তিগত রেটিং
10/10

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

অনেক চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন আপু। যদিও নাটকটি দেখা হয়নি তবে দেখার ইচ্ছে পোষণ করছি। কারণ সময় স্বল্পতার কারণে এখন তেমন একটা নাটক মুভি কিছুই দেখা হয় না। তবে এই নাটকটি দেখার খুব ইচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন।

 last year 

আপনার নাটকের রিভিউ দেখলেই বোঝা যায় আপু প্রেম কাহিনীর নাটকগুলো দেখতে আপনি অনেক বেশি পছন্দ করেন। আমার কাছেও এরকম নাটক গুলো দেখতে খুব ভালো লাগে তবে সময়ের কারণে দেখা হয় না। তবে যখন সময় পাই তখন দেখার চেষ্টা করি। আসলে আমাদের সমাজে সবাই ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে থাকে অন্যদের। আমিও মনে করি এর ফলে তিনটা মানুষের জীবন একসাথে নষ্ট হয়ে যায়। তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেওয়া একেবারেই ঠিক না। শেষে তাদের মিল হয়েছে এটা দেখে খুব ভালো লেগেছে। শেষ পর্যন্ত তারা পালিয়ে অনেক হ্যাপি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 86273.50
ETH 3305.14
USDT 1.00
SBD 2.81