কিছু মানুষের আচরণ
কিছু মানুষের আচরণ
মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয়ে থাকে। পৃথিবীতে কত হাজার কোটি জীবের সংখ্যা রয়েছে পুরোপুরি ভাবে তার কোনো হিসাব আছে বলে আমার মনে হয় না। আর এর মধ্যে আমরা মানুষ জাতিরাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ট ও সেরা। সত্যি এটা আমাদের মানব জাতির জন্য অনেক সম্মানজনক একটা বিষয়। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু বিষয়ে আমরা মানুষ হয়ে এমন কিছু অমানুষত্বের প্রকাশ করি যা আমাদের মোটেও কাম্য নোই। মানুষ হয়েও পশুর মতো আচরণ কিংবা এমন কিছু কাজ কর্মের সাথে জড়িত হয়ে যায় যা কোনো মানুষের পক্ষে করা সম্ভব না।
ব্যবহারে বংশের পরিচয়, তবে এখন কি সেই বংশের পরিচয় সবাই ঠিক ভাবে দিতে পারছে ? কিছু কিছু ক্ষেত্রে বংশ ভালো হলেও সেই ব্যাক্তিটি এমন ব্যবহার করছে যেন তার কোনো বংশ এই নেই। মাঝে মাঝে আমরা নিজেরাই নিজেদের অজান্তে এমন কিছু কথা কিংবা এমন কিছু আচরণ করে বসি যা আমার চারপাশের আপন মানুষ গুলো খুবই কষ্ট পায় যা আমাদের বুঝতে বেশ সময় লেগে যায়। মানুষকে আঘাত দিয়ে কথা বলাটা কিছু মানুষের স্বভাবেও পরিণত হয়ে গেছে। কাকে কখন কি ভাবে কথার জবাব কিংবা উত্তর দিতে হয় সেটাও যেন বংশের শিক্ষার বাইরে চলে গেছে। তাই এখন বংশকে দোষ দিয়েও যেন কোনো লাভ নেই।
আমাদের চারপাশে এমন অনেকেই আছে যারা মুখের উপর কিছু বলে দিতে পারলেই নিজেকে অনেক বড় কিছু ভাবতে শুরু করে। কথায় সবার উপরে থাকতে পারাটাকেও অনেক কিছু মনে করে। কিন্তু এটা কখনো ভাবেনা যে তার কথা কিংবা তার ব্যবহারের কারণে ওপর মানুষটি কতটা কষ্ট কিংবা আঘাত পেয়েছে। কথার দিকে হয়তো সেই মানুষটি সবার উপরে চলে যায় নিজের অহংকারের তাড়নায় তবে চারপাশের মানুষের কাছে পরিচিত হয়ে যায় একজন ঘৃণিত মানুষ হিসেবে। সরাসরি হয়তো সেই মানুষটাকে কেউ কিছু না বললেও মনে মনে একজন ভালোবাসাহীন মানুষ হিসেবেই পরিচিত হয়ে থাকে।
কিছু কিছু বিষয় আমরা কখনোই প্রকাশ করিনা। আমাদের পরিবারের মানুষের সাথে কিংবা আমাদের সমাজের মানুষের সাথে একসাথে চলাচলের সময় হাজারো কথা, হাজারো খারাপ লাগা, হাজারো আঘাতপূর্ণ কথা কিংবা কাজ হয়ে থাকে যা মনকে অনেক বেশি হার্ড করে ও কষ্ট দিয়ে থাকে। তবুও কেন জানি সেই বিষয়টাকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয় প্রতিনিয়ত। কারণ এটা নিয়ে কথা বললে নিজের পরিবার কিংবা সমাজের মানুষ যেই হোক না কেন তাদের মধ্যে একটা দুরুত্ব সৃষ্টি হবে ও দ্বন্দ্ব বাড়বে। তাই কিছু মানুষকে আমরা নিজেরাই বুঝতে দেয়না তার দেয়া আঘাতের কথা কিংবা তার দেয়া কষ্টের কথা। আর আমি মনে করি সব কিছুকে সহ্য করে সবার সাথে সব জায়গাতে নিজেকে মানিয়ে চলাটাই সত্যিকারের আসল মানুষের পরিচয়।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
বর্তমানে বেশিরভাগ মানুষের মধ্যে এমন একটা প্রবণতার সৃষ্টি হয়েছে, কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় দিতে চায় না। কথায় কেউ হারতে চায় না। যেকোনো মূল্যে কথায় জিততে হবেই। এতে করে আশেপাশে থাকা মানুষজনেরা কষ্ট পাচ্ছে, সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সবাই যেন একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আসলেই নিজের কথার মধ্যে সব সময় লাগাম দেওয়া উচিত যেন সেটা অন্যকে কষ্ট না দেয়। শুধু নিজের কথাই না নিজের ব্যবহার আচারও এমনটাই করা উচিত। আপনি ঠিক বলেছেন কিছু কিছু মানুষ আছে যারা কথা দিয়েই সবকিছু করে ফেলে। মুখের উপর কথা বলতে পারলেই মনে হয় যেন তাদের ভালো হয়। কিন্তু একবারও ভাবে না যে এতে সে কষ্ট পেতে পারে নয়তোবা আমার ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতে পারে। আর হ্যাঁ কিছু কিছু বিষয়ে আমাদের মানিয়ে নেওয়াটাই ভালো। যাইহোক ধন্যবাদ আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।