শুভ নববর্ষ ১৪৩০

in আমার বাংলা ব্লগlast year

শুভ নববর্ষ

1.jpg

শুভ নববর্ষ ১৪৩০ নিয়ে আমার একটি আর্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম । বছর ঘুরেই চলে আসলো বাংলার নতুন বছরের নতুন একটি দিন আর এই দিনকে কেন্দ্র করে বাংলার প্রতিটি স্কুল কলেজ অনুষ্ঠিত হয় নববর্ষের পান্তা-ইলিশ খাওয়ার এক জমজমাট আয়োজন। নববর্ষের শাড়ি পড়ে হাতে চুরি আর কপালে টিপ দিয়ে নিজেকে সাজিয়ে তুলতে বেশ ভালো লাগে। যাইহোক আজকে আমি শুভ নববর্ষকে কেন্দ্র করে সুন্দর একটি গোলাকার ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছি ও সেই সাথে আপনাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি।

আমি সবসময় আমার নিজের হাতে বিভিন্ন রকমের দৃশ্য অঙ্কন করি ও আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে সেই অঙ্কনের মাধ্যমে আমি আমার বাংলা ব্লগ পরিবারের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা সকলের প্রতি। আসলে আমরা চাইলে আমাদের সকলের প্রতি ভালোবাসা অনেক ভাবে প্রকাশ করতে পারি। আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যা দ্বারা আমাদের নিজেদের নিজস্ব দক্ষতা, নিজের প্রতিভা , নিজের ধারণা ও সকলের প্রতি ভালোবাসা নিজের মনের ভাষায় প্রাণ খুলে নিজের মতো করে প্রকাশ করতে পারি যা আর অন্য কোনো কমিউনিটিতে সম্ভব না।

শুভ নববর্ষ এটি বাংলার মানুষের জন্য একটি অন্যরকম আনন্দের উৎসব। এই উৎসবটির মধ্যদিয়ে আমরা বরণ করে নেই নতুন বছরের নতুন দিনকে। শুভ নববর্ষ উপলক্ষ্যে আমি আশা করি আপনার আমার জীবনে নতুন আনন্দ এবং উৎসাহ আরো বেড়ে যাক। আমাদের সকলের জীবনে সুখ, শান্তি ও আনন্দময় হয়ে থাকুক সবসময়।

আজকে আমি আমার এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো কি ভাবে শুভ নববর্ষের অঙ্কনটি করেছি। এই অঙ্কনটি করার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ আমি একে একে শেয়ার করেছি। আপনারা আমার পোস্টটি দেখলেই বুঝতে পারবেন কি ভাবে শুভ নববর্ষের অঙ্কনটি সম্পূর্ণ করা হয়েছে। আশাকরি আপনাদের কাছে আমার আজকের শুভ নববর্ষের অঙ্কনটি ভালো লাগবে।
ধাপ-1.

2.jpg

ধাপ-2.

3.jpg

ধাপ-3.

4.jpg

ধাপ-4.

5.jpg

ধাপ-5.

6.jpg

ধাপ-6.

7.jpg

ধাপ-7.

8.jpg

ধাপ-8.

9.jpg

ধাপ-9.

10.jpg

ধাপ-10.

11.jpg

ধাপ-11.

12.jpg

ধাপ-12.

13.jpg

ফাইনাল ধাপ

14.jpg

15.jpg1.jpg

আপনাদের কাছে আমার আজকের শুভ নববর্ষ ১৪৩০ অঙ্কনটি কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

আপু আপনাকে নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই প্রথমেই।বরাবর আপনি খুব ইউনিক এবং সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন।আজকের পোস্টটি ও আমার অনেক ভালো লেগেছে।পুরোপুরি ইউনিক একটি আর্ট দেখতে পেলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য ।

 last year 

সবই ঠিক আছে আপু তবে এ বছর রমজান মাসের আমেজে পহেলা বৈশাখের আমেজ ঢেকে গিয়েছে। তবে আপনার শেয়ার করা মেন্ডেলা আর্ট যেন সেই স্মৃতিগুলো আবার ফিরিয়ে এনেছে। দারুন লাগছে আপু এক কথায় অসাধারণ।

 last year 

আপু আপনাকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে নববর্ষের আমেজ বাঙালির মনে আনন্দের সৃষ্টি করে। হয়তো এখন আর শাড়ি কিংবা চুড়ি পরা হয় না। তবে সেই স্মৃতিগুলো এখনো মনে পরে। আপু আপনার অংকন চিত্রটি দেখে আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোন পিকচার হবে। আসলে আপনার প্রতিভা দেখে সবসময় মুগ্ধ হই। আপনার প্রতিভার প্রশংসা করার ভাষা আমার নেই। অসাধারণ হয়েছে আপু।

 last year (edited)

প্রথমেই আমি আপনার এই কথাগুলোর সাথে একমত পোষণ করি যে-

আমার বাংলা ব্লগ এমন একটি কমিউনিটি যা দ্বারা আমাদের নিজেদের নিজস্ব দক্ষতা, নিজের প্রতিভা , নিজের ধারণা ও সকলের প্রতি ভালোবাসা নিজের মনের ভাষায় প্রাণ খুলে নিজের মতো করে প্রকাশ করতে পারি যা আর অন্য কোনো কমিউনিটিতে সম্ভব না।

তারপর আসা যাক আপনার আটটির বিষয়ে। বেশ সুন্দর করে দক্ষতার সাথে বাংলা নববর্ষ কে সামনে রেখে সুন্দর আর্ট উপহার দিলেন আপু।

 last year 

আপু নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাকে।আপনি নববর্ষ কে সামনে রেখে খুব সুন্দর একটি আর্ট আজ শেয়ার করলেন, দারুন হয়েছে। আপনি সব সময়ই খুব সুন্দর আর্ট করেন। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 last year 

নববর্ষের অসাধারণ চিত্র অংকন করেছেন। আপনার চিত্র অংকন দেখে মুগ্ধ হলাম। দেখে খুবি ভালো লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 57864.88
ETH 2274.11
USDT 1.00
SBD 2.54