স্বরচিত কবিতা - আমি পারি সব
দিনটা মনে হয় অনেক ছোট, কিভাবে যে সকাল থেকে বিকাল আর বিকাল থেকে রাত হয়ে যাচ্ছে কিছুই টের পাচ্ছি না। সারাদিন বাবুকে নিয়ে খেলা করতে করতে কখন যে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারিনা। জীবনের কিছু চাওয়ার পূর্ণতা পেলে আবার কিছু পাওয়া হারিয়ে যায়। তাই সবসময় সবকিছুতেই আশাবাদী হওয়াটা একরকম বোকামি। জীবনে প্রতিটি জায়গায় কিছু পেতে হলে কিছু ত্যাগ করতেই হয়। জীবনের চাওয়া, পাওয়া আর হারিয়ে যাওয়ার মাঝেও সুন্দর একটা অনুভূতি আছে সেটাকে নিজ থেকেই অনুভব করতে হয়। আর সেই অনুভুটি থেকে কবিতার কিছু লাইন।
সময় অসময় বদলে যায় আমি, বদলে যায় আমার চারপাশের সব। তবুও আমার পারতে হয় সবকিছু, নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, টিকিটে রাখতে হয়, জীবনকে বাজি রেখে সামনে আগাতে হয়। অজানা কিছু স্বপ্ন যার থাকেনা কোনো মানে, থাকেনা কোনো কারণ, তবুও সেই স্বপ্নকে নিয়ে আগাতে হয় জীবনের প্রতিটাক্ষন। আমি আমার আশপাশে যা দেখি তাই যেন নিজের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করি । নিজেকে সবার মতো করে ঘুচিয়ে নিতে চাই জীবনকে।
যাইহোক, আজকে আমি এমনি কিছু বিষয় বস্তু নিয়ে আমি পারি সব নামে একটি কবিতার কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......
আমি পারি সব |
---|
হঠাৎ দুমড়ে মুচড়ে গিয়েও
সাজিয়ে নেই নিজেকে
মাঝে থেকে কলরব।
মরে গিয়েও বেচে আছি
এক অজানা স্বপ্নের টানে
হয়ে আমি নিরলস।
গুছিয়ে রাখি নিজেকে,
আসে পাশে যাদের দেখি
তাদের মতো।
তবু রাখি কষ্ট মনে আসে যত,
নিষ্পাপ হয়েও পাপে আমি ভরপুর
পাপি মানুষের মত।
সময়ে সময়ে রুপ ধরতে,
তবু কেন হেরে যায়
এই প্রশ্নর উত্তর নাহি আছে কারো।
বিপদে পাইনা কারো দেখা,
আমার জীবনে কি নেই সুখ রেখা
কেন আমি এতো একা।
পৃথিবীর মানুষের সাথে,
দেখিনা আর কাউকে আর
জেগে থাকতে দুঃখ ভরা অন্ধকার রাতে।
সমাপ্ত
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
_
আপু ঠিকই বলেছেন জীবনে সব চাওয়া একসাথে পাওয়ার আশা করাটা বোকামি।আপনার সারা দিন কেটে যাচ্ছে বাবুর পিছনেই তাই রাত দিন খুব ছোট মনে হচ্ছে।আজকের কবিতাটি বেশ ভালো লাগলো।কবিতার লাইনগুলো বাস্তবিক ছিল।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আসলেই জীবনে কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়। অনেক সময় আমরা কিছু কিছু সুখের জন্য, অনেক বড় ধরনের ত্যাগও করে থাকি। তবে যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারাটাই বুদ্ধিমান কিংবা বুদ্ধিমতীর কাজ। আমাদেরকে আসলে সবকিছুই পারতে হয় এবং কষ্ট হলেও সবকিছু করতে হয়। যাইহোক কবিতার প্রতিটি লাইন জাস্ট অসাধারণ হয়েছে আপু। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। বরাবরের মতো এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কবিতা সব সময় আমার খুব ভালো লাগে আপু। খুব চমৎকার করে কবিতাগুলো আপনি আমাদের মাঝে উপস্থাপন করেন।সেই ধারাবাহিকতায় আজকেও খুব চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে ।
বাহ্ ! অসাধারণ লিখেছেন আপু ৷ আপনার লেখা কবিতা গুলো বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আজকেও বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন ৷ কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ৷ কবিতার প্রত্যেকটা লাইন অসম্ভব সুন্দর হয়েছে ৷ ধন্যবাদ আপু
জীবনটা এমনই আপু যখন ব্যস্ত সময় যায় তখন বুঝতেই পারবেন না সময় গুলো কিভাবে চলে যায়। আমার তো সকালে এমন একটা দৌড়ান দিয়ে শুরু হয় অনেক রাত অবধি আমি টের পাই না। বিশেষ করে বাচ্চাদের পিছনে অনেক বেশি সময় চলে যায়। এই ব্যস্ত সময়ের মধ্যে অনেক কিছু চাওয়া পাওয়ার পূর্ণতা পায়। আবার অনেক কিছু অপূর্ণ থেকে যায়। কিন্তু সবকিছুই পূর্ণতা পাবে এমন কথা নেই। আবার অনেক কিছু না পাওয়ার মাঝেও পাওয়া যায়। আপনার লেখা কবিতাটি অনেক ভালো লেগেছে পড়ে।
আমি পারি সব এই কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। আসলে আপনার কবিতার ভাষাগুলো অসাধারণ। ছন্দ অনেক মিল রয়েছে। আসলে দিন অনেক ছোট হয়েছে। সকাল আর বিকেল কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না।
আমিও জানি আপু যে, সবসময় আমাদের সব জিনিসের জন্যে আশা বাদী হওয়াটা বোকামি,কিন্তু কিছু কিছু বিষয় আছে এমন ভাবে জীবন থেকে চলে যায় যেটা মেনে নেওয়ার মত নয়।আসলেই কিছু কিছু জিনিস আছে যেগুলো হারালে অদ্ভুত রকমের অনুভূতি থাকে।যেটা মেনে নেওয়ার মত নয় আপু😓।তবুও জীবন কে নতুন করে সাজিয়ে তুলতে হয়।যত কষ্টই হোক।আপনার লেখা কবিতার দ্বিতীয় অংশে,আসলেই মোরে গিয়েও আমরা বেঁচে থাকি কিছু শুধু মিথ্যা সপ্নের আসায়। সব মিলিয়ে বলতে চাই আপনি অসাধারণ কবিতা লিখতে পারেন কিন্তু আপু।