স্বরচিত কবিতা - হঠাৎ একদিন

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আরেকটি কবিতা লিখেছি ও আপনাদের মাঝে শেয়ার করেছি ।

image.png

image source

কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেলেন আপনি এই পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে। আর নিস্তেজ হয়ে পড়ে রইলো আপনার দেহ। হেরে গেলেন আপনি মৃত্যু গেল জিতে। কখন কার মৃত্যু আসে সেটা আমরা কেউ কখনো বলতে পারি না, প্রতিদিনের মতোই আসা-যাওয়া রাস্তায় হয়তো আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। সময়ের তাগিদে আমরা কতই না ছোটাছুটি করিয়ে এদিকে সেদিকে। কিন্তু কি কখনো ভেবেছি, যে আজ হয়তো আমাদের শেষ দিন।

মৃত্যু এমন একটা জিনিস কাউকে বলে করে আসে না, আর সেই কঠিন সময় হয়তো কাছে থাকবে না আপনার প্রিয় মানুষগুলো। আপনার নিথর দেহ পড়ে থাকবে এম্বুলেন্স এর বেডে। হাজার চেষ্টা করেও বাঁচাতে পারবে না আপনাকে। আর আপনার পরিবার আপনার আপনজন গুলো ভেঙ্গে পড়বে আপনার মৃত্যু সুকে। কেমন হবে তখন এর পরিস্থিতি! এভাবে হয়তো একদিন চলে যেতে হবে আমাদেরও।

এমনি কিছু বিষয়বস্তু নিয়ে আমার আজকের লেখা কবিতা। আজকে আমি হঠাৎ একদিন নামে একটি কবিতা কিছু লাইন লিখেছি ও মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা কবিতার লাইন গুলো ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক.......

হঠাৎ একদিন

লেখা - আইরিন ইসলাম

বাড়ির পাশের খুব চিরচেনা রাস্তা,
প্রতিদিন কয়েকবার হয় আসা-যাওয়া।
দিনের পর দিন কেটে যাচ্ছে পূরণ হয়নি পাওয়া,
আছে আরো অনেক কিছুই চাওয়া।

হঠাৎ একদিন প্রতিদিনের মতোই
প্রয়োজনে রাস্তায় বাড়ালেন পা।
আর দ্রুতগতিতে একটি গাড়ি এসে ছিটকে
ফেলে দিল আপনার গাঁ।

আপনার শরীর রাস্তার এক পাশে পড়ে,
আঘাতের যন্ত্রণায় কাটরাতে লাগলো।
আপনার পুরো দেহ অবশ হয়ে শুধু ব্রেন টা
লাল বাতির মত জাগলো।

চারিদিকে মানুষজন ছোটাছুটি করছে,
এই মুহূর্তে আপনার প্রিয় মানুষগুলোর কথা
আপনার খুব মনে পড়ছে,
চোখ থেকে বিনা স্বরে পানি ঝরছে।

কেউ এসে আপনার গালে হালকা
চড় দিয়ে বলছে এই ছেলে কথা বল,
কথা বলার সামর্থ্য নেই আপনার
শুধু আপনার দুটি চোখ করছে ঝলঝল।

আপনি সবকিছু শুনতে পাচ্ছেন,
শরীরের ক্ষতবিক্ষত হওয়ার কষ্ট থেকে
বাঁচার আকুতি জানাচ্ছেন।
কিন্তু কেউ শুনতে পারছে না আপনার কথা।

হঠাৎ কানে ভেসে আসলো এম্বুলেন্সের শব্দ
এম্বুলেন্সের বেডে আপনাকে শুয়ে,
বাঁচানোর জন্য লাগানো হচ্ছে
কয়েক রকমের যন্ত্র।

আপনি দেখছেন আপনার চোখ
আস্তে আস্তে ঝাপসা হয়ে আসছে।
আর সামনে কেমন যেন একটা আলোকিত
ছবি চোখে ভাসছে।

আপনি চলে যাচ্ছেন সকলকে ছেড়ে
সে অচিন পথের দিকে,
পৃথিবীর এই আলোকিত রঙ হয়ে আসলো
আপনার কাছে ফিকে।

কিছুক্ষণের মধ্যেই হারিয়ে গেলেন আপনি,
এই পৃথিবী ছেড়ে অন্য পৃথিবীতে।
আর নিস্তেজ হয়ে পড়ে রইলো আপনার দেহ,
হেরে গেলেন আপনি মৃত্যু গেল জিতে।

সমাপ্ত

1.png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

_

Heroism_3rd.png

Sort:  
 last year 

ও আসলে ই পৃথিবীতে মানুষ জন্মানোর পরেই তার মৃত্যু অবধারিত হয়ে গেছে। একটি ভিতর দেহ পড়ে থাকবে সবারই। আপনার প্রতিটি প্রতিটি লাইক করে মনে হচ্ছে যেন আমি নিজেকে কল্পনা করছি এমন পরিস্থিতিতে। সে কখন যে কার ডাক পড়ে যাবে এই মৃত্যুর দিকে কেউ জানে না। সেদিন সেই মৃত দেহ কেউ চাইলে আর ফিরে আসবেনা পৃথিবীতে। খুবই ভালো লেগেছে আপু আপনার কবিতাটি।

 last year 

প্রতিনিয়ত রাস্তাঘাটে ঘটে যাওয়া কিছু ঘটনার সাথে মিল রেখে আপনি আজকে আপনার কবিতাটি পরিবেশন করেছেন আপু।যখন আমরা বিপদগ্রস্ত বা নিরুপায় হয়ে যায় তখন শুধু আপনজনদের কথাই মনে ওঠে। অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপ।

 last year 

মানুষ মরণশীল আর মৃত্যু অনিবার্য। আজ না হয় কাল মৃত্যু বরণ করতেই হবে। কিন্তু আমরা বাঁচার জন্য লড়াই করছি প্রতিনিয়ত।অথচ এইটা আমাদের আসল ঠিকানা নয় এইটা আমাদের ক্ষণস্থায়ী জীবন। আসলেই আপু মনের অনুভূতি দিয়ে মনের কথা গুলো প্রকাশ করেছেন আপনি। আপনার কবিতা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।আপনার জন্য অনেক শুভকামনা ও দুআ রইলো।

 last year 

ওয়াও আপু আপনার কবিতা প্রতিটি চরণ অসাধারণ ছিল,কবিতাটি পড়ে আমি মুগ্ধ হয়েছি, কবিতার নাম দিয়েছেন হঠাৎ একদিন। আসলে আপনি ঠিকই বলেছেন আপু বাড়ির পাশ দিয়ে রাস্তা হলে প্রতিদিন কয়েকবার যাওয়া হয়। কবিতাটি পড়ে আমার বেশ ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য আরো সুন্দর সুন্দর কবিতার আশায় রইলাম আপু।

 last year 

হঠাৎ করে হয়তো আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। হয়তো কোনো একদিন সময় ফুরিয়ে আসবে। আর সেদিন সবাইকে চলে যেতে হবে। যাইহোক আপু আপনার লেখা কবিতা পড়ে অনেক ভালো লাগলো। দারুন লিখেছেন আপনি।

 last year 

আপু আপনার কবিতাগুলো যতো পরিচিত ততই মুগ্ধ হচ্ছি। মৃত্যু নিমন্ত্রণ বিহীন অতিথি। যার জীবন আছে তার মৃত্যু অবধারিত। আমরা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা কিছু কিছু সময় এই মৃত্যুর কথাটা ভুলে যাই। আর এই মৃত্যুর কথাটা আমাদেরকে ভুলে যাওয়া চলবে না, একে সব সময় স্মরণ রাখতে হবে আমাদের একদিন মৃত্যু হবে। আর তাহলে আমরা অনেক পাপ কাজ থেকে দূরে থাকবো এবং সদা সর্বদা সত্যের পথে থাকবো। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44