ওয়ালমেট !! রঙিন কাগজের তৈরি ঝুলন্ত রঙিন ফুলের ওয়ালমেট !! @shy-fox 10% beneficiary

in আমার বাংলা ব্লগ3 years ago

ওয়ালমেট !! রঙিন কাগজের তৈরি ঝুলন্ত রঙিন ফুলের ওয়ালমেট

হ্যালো বন্ধুরা।
আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আমার বাংলা ব্লগ কমিউনিটির ইভেন্টে DIY( Do It Yourself) এসো নিজে করি। এখানে আমি দ্বিতীয় পোস্ট করে অংশগ্রহণ করেছি। আমি কমিউনিটির সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি ইভেন্ট দেয়ার জন্য। আজকে আমি আরো একটি পোস্ট করতে পেরে সত্যি অনেক আনন্দিত। আমি চেষ্টা করেছি আমার নিজের দক্ষতা দিয়ে নিজের মতো করে কিছু তৈরি করার।

CollageMaker_20211011_215710031.jpg

এটি একটি ওয়ালমেট। যা রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। আমি ভিবিন্ন কালারের রঙ্গিন কাগজ দিয়ে এই ঝুলন্ত ফুলের ওয়ালমেটটি তৈরি করেছি। এই কাজটি করতে বেশ সময় লেগেছে আমার। আমার ঘরের সকল কাজ শেষ করে সেই অবসর সময় গুলোতে বসে এই ওয়ালমেটটি তৈরির কাজ করেছি। একবারে বসে এই কাজটি করা সম্ভব না আমার জন্য। আর আমি একা একা এই কাজটি করার কারণে বেশ সময় লেগেছে। তবুও আমি প্রতিটা কাজ প্রতিটা ধাপ খুব মনোযোগ দিয়ে করেছি ও আনন্দের সাথে সম্পূর্ণ কাজ শেষ করেছি। এই পুরো ওয়ালমেটটি তৈরি করতে আমার তিন দিন লেগেছে। কারণ একসাথে বসে পুরো কাজ শেষ করা সম্ভব হয়নি। আমি চেষ্টা করেছি সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর ভাবে এই ওয়ালমেটটি তৈরি করার ও আপনাদের সাথে সুন্দর ভাবে উপস্থাপন করার।

আমি আশাকরি আমার এই ঝুলন্ত রঙ্গিন ফুলের ওয়ালমেটটি আপনাদের কাছে ভালো লাগবে ও পছন্দনীয় একটি ওয়ালমেট হবে।

IMG-20211011-WA0069.jpgIMG-20211011-WA0061.jpg

এই ওয়ালমেট গুলো ঘরের সৌন্দর্য বাড়াতে সাহায্য করে। ও দেয়ালে ঝুলানো অবস্থায় দেখা গেলে খুব ভালো লাগে ও সুন্দর লাগে। আমি আমার ঘরের হলুদ দেয়ালে এটিকে ঝুলিয়েছি। দূর থেকে দেখতে খুবই আকর্ষণীয় লাগছে ও কালারফুল দেখা যাচ্ছে।

IMG-20211011-WA0061.jpg

আমি এই ঝুলন্ত রঙিন ওয়ালমেটটি তৈরি করতে ব্যবহার করেছি- কয়েক কালারের রঙ্গিন কাগজ। গ্লুগান , আইকা (আঠা ) , টিস্যুর ভিতরে থাকা রোল এক টি , কাটার জন্য একটি কেচি।

1.jpg

নীল কাগজটিকে কেটে ফুল তৈরি করবো। ফুলটি তৈরি করার ধাপ গুলো দেখিয়ে দিয়েছি।

2.jpg3.jpg
4.jpg5.jpg6.jpg
7.jpg8.jpg9.jpg

এরপর কমলা কালার কাগজ দিয়ে তারা ডিজাইনের ফুল তৈরি করেছি। কয়েকটি ধাপে আমি দেখানোর চেষ্টা করেছি।

10.jpg

11.jpg12.jpg13.jpg
14.jpg15.jpg16.jpg

এভাবে করেই আরো তিন রকমের অনেক গুলো করে ফুল তৈরি করেছি।

17.jpg18.jpg19.jpg

এবার সবুজ কাগজ দিয়ে বেশ কিছু পাতা তৈরি করবো। পাতা তৈরি করার ধাপ গুলো আমি দেখানোর চেষ্টা করেছি।

20.jpg

21.jpg22.jpg23.jpg
24.jpg25.jpg26.jpg

একই ভাবে দুই কালারের পাতা বানিয়েছি।

26.jpg27.jpg

এবার সবুজ কাগজ কেটে আমি বেশ কিছু লতা তৈরি করে নিবো। লম্বা ভাবে কেটে নিলেই লতার মতো হয়ে যাবে।

28.jpg29.jpg

এখন আমি একটি হলুদ কাগজ কেচি দিয়ে গুঁড়ো করে কেটে নিয়েছি ও ফুলের মাঝখানে আইকা আঠা দিয়ে সেই গুঁড়ো গুলো আঠার উপরে দিয়ে ফুলের ডিজাইন করেছি। আর কিছু ফুলের লাল মার্কার দিয়ে মাজখানে লাল করে নিয়েছি।

30.jpg31.jpg32.jpg

33.jpg

এবার লতা গুলোর মধ্যে একে একে আইকা আঠা দিয়ে পাতা ও ফুল লাগাতে থাকবো।

34.jpg35.jpg36.jpg

বিভিন্ন লতাই বিভিন্ন কালারের ফুল ও পাতা ব্যবহার করেছি এতে দেখতে সুন্দর লাগবে।

37.jpg

লতা গুলোর মধ্যে ফুল লাগানো শেষ করে এবার সেই লতা গুলো টিস্যুর রোলের মধ্যে আইকা আঠা লাগিয়ে সুন্দর ভাবে একের পর এক লাগিয়ে দিবো।

38.jpg39.jpg

40.jpg

এখন কালো কাগজের সাহায্যে দশ টি স্টিক তৈরি করে নিয়েছি। ও সেই স্টিক গুলো দিয়ে গ্লু গানের সাহায্যে একটি ফ্রেম তৈরি করে নিয়েছি। ফ্রেম টি একটু কুনকোনি ভাবে তৈরি করেছি এতে দেখতে ভালো লাগে। আর ওই ফ্রেমের মধ্যে গ্লু গান দিয়ে টিস্যুর রোলটি লাগিয়ে নিয়েছি।

41.jpg42.jpg43.jpg
44.jpg45.jpg46.jpg

লাগানো শেষ হওয়ার পর আমি আমার ঘরের দেয়ালে ঝুলিয়ে দিয়েছি।

48.jpg49.jpg

IMG-20211011-WA0070.jpg

বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার বানানো ঝুলন্ত ফুলের ওয়ালমেট টি দেখতে খুব সুন্দর লাগছে। আমি আশাকরি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

আপু!!! এক কথায় যদি বলি, তাহলে অসাধারণ হয়েছে আপনার রঙিন কাগজের ওয়ালমেটটি। দেয়ালের সৌন্দর্য যেন আরও কয়েকগুণ বেড়ে গেলো। সুন্দর হয়েছে অনেক আপু।

 3 years ago 

সত্যি বলেছেন ভাইয়া , আসলেই এটি আমার দেয়ালের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে । অনেক সুন্দরভাবে মানিয়েছে বলে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যিই অসাধারণ সুন্দর ভাবে তুমি ঝুলন্ত ওয়ালমেড তৈরি করেছ। সত্যিই খুব দক্ষতার সাথে এবং মনোযোগ দিয়ে তুমি এই ওয়ালমেড তৈরি করেছ দেখেই বুঝা যাচ্ছে। একটা অসাধারণ সুন্দর একটি ঝুলন্ত ওয়ালমেড আমাদের মাঝে শেয়ার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।❤

 3 years ago 

অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এটা সত্যিই প্রশংসার দাবিদার, এত্তো সুন্দর হয়েছে আপু বলে বুঝাতে পারবো না। আমার কাছে অনেক ভালো লেগেছে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

হা ভাইয়া,,,, অনেক চেষ্টার পর এত সুন্দর ভাবে তৈরি করতে পেরেছি। অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আপনার ওয়ালমেটটি তৈরি টা অসাধারণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে আপনার তৈরি ওয়ালমেটটি।বিশেষ করে দেওয়াল সৈন্দর্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর কথা বলেছেন আপনি, অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

ওয়ালমার্ট অসাধারণ হয়েছে। সত্যি দেখতে যত ইজি মনে হয় এত ইজিতে হয়ে যায় না। অনেক সময় ধৈর্য্য ধরতে হয়েছে আপনাকে আপনার জন্য দোয়া রইল সামনে দিকে এগিয়ে যান 🥰🥰🥰

 3 years ago 

হা ভাইয়া,,,,, সত্যি কথা বলেছেন, আসলে আমরা দূর থেকে একটা জিনিস যতটা সহজ মনে করি, ততটা সহজ না ।
এই জিনিসটি তৈরি করতে আমার তিন দিন সময় লেগেছে। অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আমি মাঝেমধ্যেই কাগজ দিয়ে অনেক কিছু বানিয়ে থাকি এবং আমি বিষয়টা বুঝতে পারি কত তা ধৈর্য এবং দক্ষতার সাথে এ বিষয়গুলো করতে হয়। আপনার এই ওয়ালমেট টি দেখে সত্যিই আমি অবাক হয়েছি। আপনি কতটি সময় দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন তা বুঝার বাকি থাকে না।। আপনার জন্য শুভকামনা রইল।।।

 3 years ago 

হা ভাইয়া,,, যেহেতু আপনি মাঝেমধ্যে কাগজ দিয়ে ফুল তৈরি করে থাকেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন যে ফুল তৈরি করতে কতটা কষ্ট কতটা পরিশ্রম।
অনেক সুন্দর কথা বলেছেন আপনি।

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আইরিন আপু,,দেখেই বুঝা যাচ্ছে যে অনেক সময় ও ধৈর্য ধরে করতে হয়েছে

ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপু 😊😊

 3 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেক সুন্দর হয়ছে আপনার কাগজ দিয়ে বানানো ওয়ালমেটটি। অনেক ধৈর্য ও দক্ষতার সাথে বানাতে হয়ছে ওয়ালমেটটি। অনেক ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কাগজ দিয়ে কিভাবে একটি ওয়ালমেট তৈরি করতে হয় সেটি আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক ভালো লেগেছে।এটার মধ্যে দিয়ে আপনি সৃজনশীলতার পরিচয় দিয়েছেন।শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু এক কথায় জাস্ট অসাধারণ মনে হচ্ছে।
আপনার ওয়ালমেটটি দেখে মনে হচ্ছে দোকান থেকে কেনা কোনো ওয়ালমেট বুঝি।
অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ এত সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63547.08
ETH 3070.13
USDT 1.00
SBD 3.83