বিকেলের নাস্তা মানেই মুখরোচক খাবার।।

in #blog5 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।

আমরা সকল মানুষই বিকেলে হালকা খাবার খেতে পছন্দ করে থাকি।বিকেলের নাস্তায় অনেকে অনেক রকম খাবার খেয়ে থাকে।তার মধ্যে চা একটি।আমি চা খেতে ভীষণ পছন্দ করি।আজকে আমি বিকেলের নাস্তায় খেয়ে ছিলাম নুডুলস,ডিমের পিঠা এবং তার সাথে ছিল আমার পছন্দের চা।নুডুলস খেতে আমার খুবই ভালো লাগে। আমি মাঝে মাঝেই নুডুলস বানিয়ে খেয়ে থাকি।

IMG20240905110409.jpg

IMG20240816191929.jpg

IMG20240816191925.jpg

IMG20240816191833.jpg

আমার ভীষণ পছন্দের খাবারের তালিকার মধ্যে ডিমের পিঠাও একটি।আমার মায়ের হাতের তৈরি সকল পিঠাই আমার খুব পছন্দের।আমার মা নানান রকমের পিঠা তৈরি করতে পারে।মাঝে মধ্যেই আমার মা দারুন দারুন পিঠা তৈরি করে আমাদেরকে খাইয়ে থাকে।বিকেলে পরিবারের সকলে একসাথে বসে গল্প করতে করতে নাস্তা করার মজাটাই আলাদা।আমি আমার পরিবারের সাথে সময় কাটাতে খুবই পছন্দ করি।

IMG_20241026_112731.jpg

IMG20240905110343.jpg

IMG20240816191805.jpg

IMG20240816191800.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
জীবননগর, চুয়াডাঙ্গা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

বিকেলের নাস্তায় এই মুখরোচক খাবার গুলো আমি সবসময়ই খেয়ে থাকি। আমার মা মাঝে মাঝেই এই পিঠা তৈরি করে দেয় আমাকে বিকেলের নাস্তায় খাওয়ার জন্য।ডিমের পিঠা তৈরি করা খুবই সহজ একটি পদ্ধতি।চাইলে সবাই এই পিঠাটি তৈরি করে খেতে পারে।এই পিঠাগুলো তৈরি করতে শুধু ময়দা এবং ডিমের প্রয়োজন হয়ে থাকে। আর কোন কিছুরই প্রয়োজন হয় না পিঠা তৈরি করতে।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.17
JST 0.030
BTC 72245.78
ETH 2645.78
USDT 1.00
SBD 2.59