প্রচুর পরিমাণে ভিটামিন এবং শর্করায় ভরপুর একটি ফল হলো রাম্বুটান।।

in #blog12 days ago
আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন।আলহামদুলিল্লাহ্ আমিও ভালো আছি।আজকে আমরা রাম্বুটান ফল নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

ভীষণই জনপ্রিয় একটি ফল হলো রাম্বুটান।তবে এই ফলটি আমাদের দেশে খুব বেশিদিন যাবৎ পরিচিত নয়।অনেকে আবার এই ফলটিকে বিদেশি ফলও বলে থাকে।এই ফলটি দেখতে লিচুর মতোই দেখায়।তবে এই ফলটি উপরের অংশটা লিচুর মতো হয় না।এই ফলটির উপরের অংশগুলো কিছুটা দাড়ি সদৃশ্য হয়ে থাকে।তবে এই ফলটিকে আমাদের দেশে খুবই হাস্যকর একটি নামেও অনেকের কাছে পরিচিত।

IMG20231216185753.jpg

এই রাম্বুটান ফলটিকে অনেকে চুল ওয়ালা লিচু অথবা দাড়িওয়ালা লিচু বলে থাকে।এই রাম্বুটান ফলগুলো সাদা এবং খুবই সচ্ছ হয়ে থাকে।এই ফলগুলো ভীষণই মিষ্টি হয়ে থাকে।এই রাম্বুটান ফল গুলোর খুবই সুঘ্রাণ রয়েছে।প্রচুর পরিমাণে প্রোটিন সমৃদ্ধ একটি ফল হলো রাম্বুটান।আমাদের দেশের রাঙামাটি অঞ্চলে রাম্বুটান ফলগুলো সব থেকে ভালো জন্মাতে পারে।

IMG20231216185750.jpg

For work I use:


মোবাইল
Oppo A17
ফটোগ্রাফার
@ayeshasiddika10
লোকেশন
মিরপুর-১, ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

রাম্বুটান ফলগাছ গুলোকে গ্রীষ্মমন্ডলীয় গাছও বলা হয়ে থাকে।এই গাছগুলো খুব বেশি পরিমানে বড় হয় না। এই রাম্বুটান ফলের গাছ গুলো উচ্চতায় মাঝারি আকারের হয়ে থাকে।রাম্বুটান গাছগুলোকে খুবই যত্ন সহকারে রোপন করতে হয়।এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে।যা আমাদের সকলের জন্য খুবই উপকার।রাম্বুটান ফলটি সামুদ্রিক দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি খুবই জনপ্রিয় ফল হিসেবে পরিচিত।

ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।সবাই ভালো থাকবেন।আল্লাহ্ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.18
JST 0.033
BTC 88099.99
ETH 3066.40
USDT 1.00
SBD 2.73