লেভেল ২ হতে আমার অর্জন, লেখনীতে - @asifanwar1

in আমার বাংলা ব্লগ2 months ago

তারিখ : ২৩.০৬.২০২৪ খ্রিস্টাব্দ , রবিবার।

সুপ্রিয় পাঠক ও বন্ধুগণ,

আসসালামু আলাইকম, আদাব। সবাই কেমন আছেন?

আশা করি ভালো আছেন আর বেশ দারুণভাবে নিজেদের সময় কাটছে। সকলের জন্য একরাশ শুভকামনা রইলো। সর্বোপরি আপনাদের সবাইকে আমার এই বাংলা ভাষায় নিবেদিত বিশেষ ব্লগটিতে স্বাগতম জানাই। সবাই সুস্থ, সুন্দর ও ভালো আছেন এই প্রত্যাশা ব্যক্ত করি।

আজকের যে পোস্টটি লিখবো তা হলো এবিবি স্কুল সম্বন্ধীয় একটি বেসিক ব্লগ যেটি স্টিমিট ও ব্লকচেইন সম্বন্ধীয় কিছু প্রাথমিক কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনামূলক লেখা নিয়ে। বেশ কয়েকদিন আগে আমি লেভেল-২ এর ক্লাস করেছি এবং নির্দিষ্ট লেভেলের পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে মৌলিক জ্ঞান রপ্ত করেছি।

উক্ত লেভেলের ক্লাস বেশ তথ্যবহুল ও সময় নিয়ে শেষ করা হয়েছে আর ক্লাস থেকে যেসব বিষয় শিখেছি তা আজ আপনাদের সামনে তুলে ধরবো। তবে একটি বিষয় লিখিত পরীক্ষাটি শুরু করার আগে বলতে চাই তা হলো, এবিবি স্কুলের এমন নান্দনিক ও উত্তম উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। কারণ, লেভেলগুলোতে যে বিষয় সম্পর্কে পাঠদান হয় তা সত্যিই একটি নির্দিষ্ট ইউজারের জন্য স্টিমিটে খুবই সহায়ক ভূমিকা রাখে।

তাই, এবিবি স্কুলে সব লেভেলের যারা ক্লাস ও পরীক্ষা নিয়ে থাকেন সকল প্রফেসর ও লেকচারারগণকে ধন্যবাদ জানাই যার মাধ্যমে আজকের আমার বাংলা ব্লগের বর্তমান অবস্থান তৈরি করা সম্ভব হয়েছে স্টিমিটের বুকে।

আশা করি বিভিন্ন সময়ের পরম্পরায় কমিউনিটিটি নিজের স্থান ধরে রাখবে সামনের দিনগুলোতে আর ক্রমশ উন্নতির দিকে ধাবিত হবে।

IMG_20240623_175559_583.jpg

ভূমিকাপর্ব শেষে উক্ত লেভেলের জন্য নির্ধারিত প্রশ্নপত্রের আলোকে আমি আমার উত্তরপত্র সাজিয়ে লিখিত পরীক্ষা শুরু করছি। কোন নির্দিষ্ট বিষয় উল্লেখ না করা হলে, কিংবা আলোচনার বাইরে চলে গেলে অনুগ্রহ করে তা সংশোধন করে নিবেন আর সময় নিয়ে পোষ্টটি পড়ার জন্য অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই।

প্রশ্ন-১ :পোস্টিং কী (Posting Key) এর কাজ কি ?

উত্তর : নতুন একটি স্টিমিট একাউন্ট খোলার সাথে সাথে একজন ইউজারকে কিছু নিউমেরিক, এলফ্যাবেটিকাল, ক্যারেক্টার সমৃদ্ধ চাবি দেওয়া হয় যা মোটাদাগে দুভাগে ভাগ করা হয়। যথা -

  • পাবলিক কী এবং,
  • প্রাইভেট কী।
    দুটো ক্ষেত্রেই চার রকমের কী দেওয়া হয় যা ক্রমানুসারে কোড করা থাকে পোস্টিং, একটিভ, উনার ও মেমো কি নামে। পাবলিক কী গুলো সংরক্ষণ করার দরকার হয় না, অন্যদিকে প্রাইভেট কী অবধারিতভাবে সংরক্ষণের দরকার পড়ে।

প্রাইভেট পোস্টিং কী হলো সবচেয়ে কম সংবেদনশীল কী বা চাবি যেটি অন্যান্য প্রাইভেট চাবিগুলোর থেকে (মেমো কী বাদে) নিরাপত্তার স্তরের দিক থেকে গুরুত্বপূর্ণ । এই কী শুধুমাত্র সোশ্যাল একটিভিটিজ এর জন্য ব্যবহার করা যায়, তবে ওয়ালেটের ট্র্যানজেকশন কার্যক্রমে তার কোন ব্যবহার হয় না।
পোস্টিং কী দিয়ে মূলত যেসব কাজ সম্পন্ন করা যায় স্টিমিট প্লাটফর্মে তা হলো -

ক। পোস্ট ও কমেন্ট করার জন্য,
খ। পোস্ট আর কমেন্ট এডিট বা পুনরায় পরিবর্তনসাধন করার ক্ষেত্রে,
গ| ভোটিং কার্যক্রম ( আপভোট, ডাউনভোট) ,
ঘ| পোস্ট রিস্টিম করা নিজ ব্লগে এড হওয়ার জন্য,
ঙ। কাউকে ফলো/ আনফলো করা।
চ | এছাড়া যদি কাউকে মিউট করতে হয় তখন এ কী এর ব্যবহার হয়।

pexels-photo-55781.jpeg
Src

প্রশ্ন-২ : এক্টিভ কী (Active Key) এর কাজ কি ?

উত্তর : প্রাইভেট কী গুলোর মধ্যে এটি দ্বিতীয় কম সংবেদনশীল চাবি যার ব্যবহারবিধি অবশ্যই তুলনামূলক বেশি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই কী এর ব্যবহার একাউন্টের ওয়ালেটকে ঘিরে অর্থাৎ ওয়ালেটের যেকোন লেনদেন, অর্থনৈতিক কার্যক্রম, টোকেন ট্রান্সফার করা, এক্সচেঞ্জ মার্কেটে লেনদেন ইত্যাদির জন্য বিশেষায়িত চাবি এটি।
ব্লকচেইন বিশেষজ্ঞরা বলে থাকেন, ট্রাস্টেড ও নিরাপদ কোন ওয়েবসাইট ছাড়া এ চাবি কোথাও না ব্যবহারের জন্য, কারণ যদি অন্য কোন ব্যক্তি এ চাবি হাতে পেয়ে যায় তাহলে মিনিটের মধ্যে লিকুইড এমাউন্ট খালি করে দেওয়া সম্ভব।

যেসব কাজ এই চাবি দিয়ে হয় তা হলো -

ক। টোকেনসমুহ যেমন (স্টিম,এসবিডি, এসপি ইত্যাদি) ট্রান্সফারের কাজ,
খ। পাওয়ার আপ -ডাউন,
গ। এসবিডি-স্টিম কনভার্শন,
ঘ | কোন একাউন্টকে উইটনেস ভোট দেওয়া,
ঙ| এক্সচেঞ্জে ক্রয় বিক্রয়ের অর্ডার প্লেস করা ( ইন্টারনাল ও এক্সটার্নাল দুই মার্কেটেই হতে পারে এটি)
চ | এছাড়া গৌণ কিছু কাজ যেমন প্রোফাইলের তথ্য পরিবর্তন ও নতুন ব্যবহারকারী তৈরি করা।

প্রশ্ন -৩ : উনার কী (Owner Key) এর কাজ কি ?

উত্তর : উনার কি দিয়ে যা বোঝায় শাব্দিক অর্থে তা হলো মালিক যিনি মালিকানা দাবি করেন। এক্ষেত্রে এই চাবিটি ইউজারের নিজ একাউন্টের মালিকানা দাবি করতে পারেন এ চাবির মাধ্যমে। এ কী এর মূলত প্রায় সব ব্যবহার বা কাজ মূলত একাউন্ট রিকভারি কিংবা পুনরুদ্ধারকে কেন্দ্র করে।

এটি অত্যন্ত সংবেদনশীল চাবি, যার ব্যবহারিক মানে দাঁড়ায়, চাবিটি যার কাছে থাকবে সংশ্লিষ্ট একাউন্টটি তারই নিয়মানুসারে, যেহেতু কোন কেন্দ্রীয় কর্তৃপক্ষ নেই স্টিমিটে এবং সম্পূর্ণ বিকেন্দ্রীকৃত প্লাটফর্ম এটি।

এই কী এর যেসব মৌলিক কাজ রয়েছে তা হলো -

ক। নিজ উনার কী, এক্টিভ কী ও পোস্টিং কি রিসেট করতে ; (যদি কোন ইউজার শঙ্কিত বোধ করেন যে তার একাউন্ট হ্যাক হয়েছে অথবা চাবি পরিবর্তন করতে হবে তখন)
খ। একাউন্ট যদি রিকভারি করার দরকার পড়ে তখন এ চাবিটি ভূমিকা রাখে,
গ| ভোটিং অধিকার যদি প্রত্যাখ্যান করতে হয় তাহলে এটি কাজটি করতে পারে।

pexels-photo-114741.jpeg
Src

প্রশ্ন-৪ : মেমো কী (Memo Key) এর কাজ কি ?

উত্তর : মেমো কি মেমোরেন্ডাম বা স্মারকের মতো কাজ করে, বিশেষ করে যখন কাউকে কোন প্রাইভেট মেসেজ পাঠাতে হয় এবং কোন নির্দিষ্ট বার্তাকে ঢেকে সংকেতবদ্ধ করে বা পরিবর্তন করে পাঠানোর প্রয়োজন পড়ে তখন এ চাবির ভূমিকা প্রাসঙ্গিক হয়। এছাড়া আরো দুটি নির্দিষ্ট কাজ আছে তা হলো -

ক। এনক্রিপ্ট করা মেসেজ দেখতে, এবং
খ। এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।

প্রশ্ন-৫ : মাস্টার পাসওয়ার্ড ( Master Password) এর কাজ কি ?

উত্তর : এটি সবচেয়ে সংবেদনশীল চাবি আর আলাদাভাবে বলতে গেলে এটি বিশেষভাবেই পাসওয়ার্ড অর্থাৎ মূল একাউন্ট এক্সেস করার মূল বা প্রধান চাবি। আরেক ভাষায় এটিকে বলা হয় সিড চাবি অর্থাৎ অন্যান্য যেসব চাবি যেমন পোস্টিং, একটিভ ও উনার কী এ চাবি দিয়েই তৈরি করা হয় যা অটো জেনারেট হয় একাউন্ট খোলার সময় বা নতুনভাবে পাসওয়ার্ড রিকভারি করার সময়।
এই চাবি দিয়ে অন্যান্য কী গুলো বদলে ফেলা যায় এবং একাউন্টকে সুরক্ষা দেওয়ার সর্বোচ্চ স্তর সম্পন্ন করা যায়।
এটি মূলত একাউন্টের লাইফ সাপোর্ট বা ( আইসিইউ ) তারপর অন্য কোন ব্যবস্থা নেয়া যায় না।

প্রশ্ন -৬ : মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার আপনার প্ল্যান কি ?

উত্তর : যেহেতু এটি অত্যন্ত সংবেদনশীল চাবি তাই এটিকে সফ্ট কপিহার্ড কপি হিসেবে আলাদাভাবে সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। এটিকে গুগল ড্রাইভে দ্বিস্তরী অথেনটিকেশন মোড দিয়ে সংরক্ষণ করে তারপর একটি কপি প্রিন্ট করে ভালোভাবে নিরাপদে সংরক্ষণ করার ব্যবস্থা নেয়ার প্ল্যান করি।

প্রশ্ন-৭: পাওয়ার আপ কেন জরুরি ?

উত্তর : লিকুইড স্টিমকে স্টিম পাওয়ার হিসেবে পাওয়ার আপ করা জরুরি কারণ এর মাধ্যমে একাউন্টের শক্তি বাড়ে। যত বেশি স্টিম পাওয়ার তত বেশি ইকোসিস্টেমে ইন্ফ্লুয়েন্স বা প্রভাব বাড়বে। পোস্ট পে আউটের বেলায় অধিক স্টিম পাওয়ার ধারী ইউজার তুলনামূলক বেশি রিওয়ার্ড পাবেন, ভোট ভ্যালু বাড়বে এবং এভাবে কিউরেশন রিওয়ার্ডও বাড়তে থাকবে।
তাই দীর্ঘ সময়ব্যাপী এপ্রোচের জন্য পাওয়ার আপ অতি জরুরি ।

প্রশ্ন- ৮ : পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন ?

উত্তর : এটি একটি প্রাথমিক ওয়ালেট অ্যাকশন। প্রথমে স্টিমিট ওয়ালেটে যেতে হবে। তারপর লিকুইড স্টিম এর বারে ডাউন এরো চিহ্ন দেখা যাবে যেটায় ক্লিক করলে একটি ড্রপডাউন মেনু আসবে আর সেখান থেকে পাওয়ার আপ অপশনে যেতে হবে। তারপর একটি পেজ ওপেন হবে যেখানে দেখা যাবে কনভার্ট টু স্টিম পাওয়ার হেডলাইন আর নিচের দুটো ঘরে একাউন্টের নাম আর এমাউন্ট দেখতে পাওয়া যাবে।

এভেইলেবল স্টিম এর পরিমানের মধ্যে থেকে যেকোন পছন্দমত পরিমাণ বসিয়ে তারপর কনফার্ম করলে তিন সেকেন্ড সময়ের মধ্যে লিকুইড স্টিম পাওয়ার আপ হয়ে "স্টিম পাওয়ারে" চলে আসবে। এভাবে প্রক্রিয়াটি শেষ হবে।

Screenshot_20240623-021834_1.jpg
[স্ক্রিনশট ফটো]

প্রশ্ন -৯: সেভিংস এ থাকা স্টিম অথবা এসবিডি উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তর : ৩ দিন সময়।

প্রশ্ন-১০ : মেমো ফিল্ড এর কাজ কি ?

উত্তর : মেমো ফিল্ড মূলত একটি মেমো কোড বা সংকেত বা এনক্রিপ্টেড বার্তা বা মেসেজ যেটি ইন্টারনাল বা এক্সটারনাল এক্সচেঞ্জ সাইটে এসেট ট্র্যাক করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে ব্যবহৃত হয়। যে ঘরে সংকেতটা বা মেমো এড্রেস কোড করে বসানোর জন্য ব্যবহার করা হয় সেটাই মেমো ফিল্ড । এটি একটি ফাঁকা জায়গা যেটা মার্ক আপ ল্যাঙ্গুয়েজের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রাসঙ্গিক বিষয়।

প্রশ্ন -১১ : ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এসপি নিজের একাউন্টে ফেরত আসে ?

উত্তর : ৫ দিন সময়।

প্রশ্ন -১২ : ধরুন, আপনি প্রজেক্ট heroism এ ২০০ এসপি ডেলিগেশন করেছেন। কিছুদিন পর আরো ১০০ এসপি ডেলিগেশন করতে চান এখন ডেলিগেশনের পরিমাণ লেখার সময় আপনাকে কত এসপি লিখতে হবে ?

উত্তর : ৩০০ এসপি লিখতে হবে। আগের ডেলিগেশনের পরিমাণ যা ই থাকুক, নতুন ডেলিগেশনের সময় বর্তমান এমাউন্টের পরিমাণ লিখতে হবে, এক্ষেত্রে ডেলিগেশন বেড়ে ৩০০ হওয়াতে সে সংখ্যাটাই এডিট ডেলিগেশনে বসাতে হবে। এভাবে প্রক্রিয়াটি শেষ হবে।

ধৈর্য্য ধরে বড় পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন আর আমার বাংলা ব্লগের সাথেই থাকুন।

নিজের সম্পর্কে কিছু কথা

Blue Abstract Watercolor Blank Template Instagram Story_20240623_004143_0000.png

RNFetchBlobTmp_iqtv8dwo8xujj9pozk3gl.jpg

RNFetchBlobTmp_l04u1ckwp1snpab7qa8oth.jpg

Sort:  
 2 months ago 

আপনি দেখছি আজকে লেভেল দুই এর লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার লিখিত পরীক্ষা দেখে বুঝতে পারলাম আপনি লেভেল দুই এর বিষয় গুলো ভালো ভাবে বুঝতে পেরেছেন।আর আপনি লেভেল দুই এর বিষয় গুলো মনে রাখতে পারলে আপনার একাউন্ট হ্যাক হ ওয়ার সম্ভাবনা একদম কম থাকবে। যাইহোক, আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

 2 months ago 

ধন্যবাদ আপনাকে ভাই।
লেভেল-২ এর বিষয়গুলো অতি গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে কিভাবে স্টিমিটে একাউন্টটা নিরাপদে রাখা যায় আর তার পাশাপাশি ডেলিগেশন ও পাওয়ার আপ করার পদ্ধতি সম্পর্কে ও ভালো ধারণা পেয়েছি।
আশা করি সামনের দিনগুলোর পথচলা সুন্দর হবে।
আপনার জন্যও শুভকামনা রইলো, 💐

 2 months ago 

বেশ ভালো পরীক্ষা দিয়েছেন। গঠনমূলক উত্তর

 2 months ago 

ধন্যবাদ, দাদা।
যতটুকু সম্ভব নিজের অভিজ্ঞতা ও ক্লাসের লেকচার শিট আর লেভেল-২ এর ক্লাস এর টপিকগুলোর সমন্বয় করে উত্তরপত্র সাজিয়েছি।
আশা করি এ জ্ঞান ভবিষ্যতে কাজে আসবে।
প্রশংসার জন্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.033
BTC 64258.81
ETH 2772.25
USDT 1.00
SBD 2.65