"আমার ফটোগ্রাফি পর্ব - ১০ || ৫ টি ছবি নিয়ে একটি অ্যালবাম ||১০% লাজুক খ্যাকের জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।

আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।


IMG_20211208_035651.jpg


২৩অগ্রাহায়ন, ১৪২৮ বঙ্গাব্দ
০৮ডিসেম্বর , ২০২১ খ্রিস্টাব্দ
০২জমাদিউল আউয়াল, , ১৪৪৩ হিজরী
বুধবার।
হেমন্তকাল।


আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম।


তাহলে চলুন শুরু করা যাক


20211120150742_IMG_0226.jpg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • শুভ্রতার প্রতীক এই সাদা পায়রা। আজও কোন জায়গায় কোন শুদ্ধ কাজের পূর্বে পায়রা ওড়ানো হয়। তবে সেগুলো থাকে খাঁচায় বন্দী করা কবুতর। খোলা আকাশের নিচে সাদা পায়রা উড়ার দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা।

20211015170307_IMG_8347.jpg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • আমাদের মধ্যে যাদের বাসা গ্রামে তারা হয়তো বা এই ছবিটির সাথে পরিচিত। বর্ষাকালে মাছ ধরার জন্য এটি ব্যবহার করা হয় আঞ্চলিক ভাষায় যার নাম খড়া। বাংলাদেশের জেলেরা প্রাচীনকাল থেকেই পদ্ধতি অবলম্বন করে মাছ ধরে। এখন বর্ষাকাল না তবুও গ্রামের খালে বিলে মাঝেমধ্যে মাছ ধরা পদ্ধতি অবলম্বন করতে দেখা যায়।

IMG_20211208_040225.jpg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • আহা! এই ছবিটি দেখে অনেকের ছোটবেলার কথা মনে পড়ে যেতে পারে। আমাদের মধ্যে অনেকেই অনেক ছোটবেলায় এরকম বড়শি হাতে নিয়ে গ্রামের পুকুর বা খালে বসে যেতাম মাছ ধরার জন্য। ছেলেবেলাটা কতই না সুন্দর ছিল! গ্রামের রাস্তায় হাঁটতে হঠাৎ এই দৃশ্যটি চোখে পড়ল, একটা ছোট্ট বালক বড়শি হাতে মাছ ধরে তার না আছে কোন ব্যস্ততা না আছে কোন তাড়া। সে একমনে কোন এক খালের পাড়ে বসে বড়শি ফেলে বসে আছে কখন তার বড়শিতে একটি মাছ ধরা দিবে।

20211120143924_IMG_0182.jpg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • গ্রামের কোন ধান ক্ষেতে ধান কাটার দৃশ্য তো সবার চোখে পড়ে এবং ধান কাটা শেষে কৃষক তার খাবারের আয়োজন করে। কিন্তু ধান কাটা শেষে সে ধানক্ষেতে পড়ে থাকা কিছু ধান যেরকম পাখিদের খাবারের আয়োজন করে, এটা কয়জনের বা চোখে পড়ে। এখানে পাখিরা কত খুশি তারা ধানক্ষেতে পড়ে থাকা সেই কয়েকটি ধান নিয়ে আনন্দে মেতেছে। কেউ পাশে ধানক্ষেতে পড়ে থাকা ধান খাচ্ছে এবং কেউ বা উড়ে যাচ্ছে পাখনা মেলে।

20211120151207_IMG_0235.jpg


Device : canon 200d
What's 3 Word Location: https://w3w.co/boomerang.flatter.tugged

  • মা তো মা ই হয়! সে যা কিছুর মা হোক সব মা ই তার সন্তানদের আগলে রাখে সব রকম বিপদ থেকে।
    এখানে একটি মুরগী তার সন্তানদের নিয়ে বের হয়েছে খাবারের খোঁজে যেখানে সে আগে আগে চলছে এবং তাকে অনুসরণ করছে তার বাচ্চারা।

আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।


20201128165947_IMG_0479.jpg

আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফি করেছেন। দেখে অনেক ভাল লাগলো, বিশেষ করে পাখি উড়ের ফটোগ্রাফি ও মাছ ধরার ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে

 3 years ago 
  • ফটোগ্রাফি গুলো মন ছুয়ে যাওয়ার মত হয়েছে। আমার ব্যক্তিগত ভাবে শালিক পাখি উড়ে যাওয়ার ছবিটা এবং পায়রার উড়ে যাওয়ার ছবিটা একদম সেইরকম লেগেছে। একদম প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি করেছেন সেই সাথে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাই আমার পোস্ট টি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

অসাধারণ কিছু আলোক চিত্র সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যি মনছুয়ে গেল। বিশেষ করে বালকের মাছ শিকারের দৃশ্য বেশ ভালো লেগেছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে

 3 years ago 

আপনার ফটোগ্রাফিগুলো সত্যি অনেক অনেক সুন্দর হয়েছে। সবগুলো ফটোগ্রাফি এবং সেই সাথে তার ব্যাখ্যাও দারুণ ছিল। সাদা পায়রার ছবিটি আমার কাছে একটু বেশি পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে । আপনি গ্রাম বাংলার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। বিশেষ করে দুই নম্বর ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে। এই জিনিসটি এর আগে বেশ কয়েকবার দেখেছি কিন্তু নাম যে খড়া তা জানতাম না। আজকে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে গ্রামের এত সুন্দর সুন্দর ছবি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 

আপনার প্রতিটি ছবি খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ছবি আমার খুবই ভালো লেগেছে। আপনি যে খুব ভালো ফটোগ্রাফি করতে পারেন তা ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে। ছবিগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

খুব সুন্দর ফটোগ্রাফী শেয়ার করেছেন ভাইয়া। প্রাকৃতিক দৃশ্য গুলো দেখে অনেক ভালো লাগছে। সাদা পায়রার ফটোগ্রাফী খুব সুন্দর ভাবে ক্যাপচার করেছেন। দেখতে অনেক সুন্দর লাগছে। দ্বিতীয় ফটোগ্রাফী তো অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার পোস্টটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ আপনি তো দারুণ ফটোগ্রাফি করেন ভাই। প্রত‍্যেকটা ছবি অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রথম পায়রা এর ছবিটির টাইমিংটা দারুণ ছিল। এবং ধানক্ষেতে শালিকের উপস্থিতি ঐ ছবিটি অসাধারণ ছিল। সবমিলিয়ে বেশ ভালো একটা পোস্ট ছিল। ধন্যবাদ ভাই আমাদের সাথে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপনাকে

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনার ফটোগ্রাফি গুলো বরাবরই আমার কাছে খুব সুন্দর লাগে ।আপনি একদম মনোযোগ দিয়ে ফটোগ্রাফি গুলো করে থাকেন। আবার ফটোগ্রাফির বর্ণনাও সুন্দরভাবে দিয়ে থাকেন যা আমার কাছে অসাধারণ লাগে। শুভকামনা রইল ভাইয়া।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার পোস্টটি পড়ে এত সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য

 3 years ago 
আপনি মারাত্মক ফটোগ্রাফি করেছেন ভাইয়া।আমার অনেক ভাল লাগল প্রথম ছবিটা দেখে সাদা পায়রা টি খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। দ্বিতীয়তঃ আপনি বর্ষাকালের মাছ ধরার জন্য আঞ্চলিক ভাষায় যার নাম খড়া বলা হয়। সুন্দরভাবে ফুটে উঠেছে। ছেলেটি মাছ ধরছে এবং শালিক পাখির দেখা পেলাম এক কথায় অপূর্ব।
 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68245.80
ETH 2509.65
USDT 1.00
SBD 2.52