THE DIARY GAME : 16-08-2020 /SUNDAY

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ আমি এটা আমার THE DIARY GAME এর ১৪ তম পোস্ট লিখতেছি। আজকের দিনটি আমার ছোট ছোট কাজ আর অনুশীলনের মধ্য দিয়ে গেছে । আজকের দিনটি মোটামুটি স্বাভাবিকই কেটেছে বলা যায় । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।
steemittemplate.jpg


সকাল

আজকে আমি ভোর ৪ টা ৪০ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে অজু ফজরের সালাত আদায় করি । তারপর স্টিমিটে ঢুকি । স্টিমিটে ঢুকে নোটিফিকেশন চেক করি এবং কিছু পোস্ট পড়ে সেগুলোতে ভোট দেই ও কমেন্ট করি । এরপর ইন্সটাগ্রামে কিছুক্ষণ ঘুরাফের করি । তারপর ফেসবুক ও ইউটিউব ব্রাউস করতে থাকি । এরপর ইউটিউবে কিছু ভিডিও দেখি । আমি সাধারণত টেকনোলজি বিষয়ের আর শিক্ষামুলক ভিডিও বেশি দেখি । যেমন, বিভিন্ন টিউটোরিয়াল । তারপর আমি সকালের খাবার খেয়ে নেই । সকালের খাবারে আজ খুদের ভাত ছিল । সাথে আরো ছিলো শুটকির ভর্তা । এটা আমার কাছে অনেক মজা লাগে । তারপর আমি আবার ঘুমিয়ে যাই । গতরাতেও ঘুমটা খুব কম হয়েছে । রাতে ঘুম আসে না তারাতারি আর । রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে ।

তারপর আমি ঘুম থেকে উঠি আমি সকাল ৯ টা ৩৫ মিনিটের দিকে । ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আমি আবার কিছুক্ষণ ইউটিউবে টিউটোরিয়াল ভিডিও দেখি । তারপর আমি একটা আইপিএস এর সার্কিট তৈরি করি । এরপর একটা রিলে চেঞ্জওভার সুইচ তৈরি করি । এটা দিয়ে জেনারেটর এবং লাইনের বিদ্যুৎ স্বয়ংক্রিয় চেঞ্জ হয় । অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের লাইন চালু হবে আর বিদ্যুৎ আসলে জেনারেটরের লাইন বন্ধ হয়ে লাইনের বিদ্যুতে চলবে । সার্কিট তৈরির কাজ শেষ করে আমি আবার স্টিমিটে ঢুকে কিছু পোস্টে ভোট দেই আর কমেন্ট করি ।

তারপর গোসলের জন্য যাই এবং গোসল শেষ করি ।


দুপুর

গোসল শেষে জোহরের সালাত আদায় করে নেই । সালাত শেষে আমি দুপুরের খাবার খেয়ে নেই । আজকের দুপুরের খিচুরি রান্না করেছিলো আম্মু । কারণ হালকা বৃষ্টি ছিলো বাইরে । সব মিলিয়ে পরিবেশের সাথে মিলে গেছে স্বাদ টা । খিচুরি রান্না হয়েছিলো গরুর মাংস দিয়ে । খাওয়া শেষে আমি শুয়ে কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাটিং করি । তারপর অনেক্ষণ ইউটিউবে টিউটোরিয়ালের ভিডিও দেখি । তারপর আমি কম্পিউটার চালু করে ওয়েব ডিজাইনের কাজ অনুশীলন করি এবং আমার প্রোটফলীয় তৈরি করি ।

Screenshot 43.png

Screenshot 44.png
এসব করতে করতে আসরের আজান দিয়ে দেয় । আজান দিলে অযু করে সালাত আদায় করে নেই । সালাত শেষ করে আমি আবারো ওয়েব ডিজাইনের কাজ করতে থাকি । কাজ শেষ করে আমি আম্মুর বানানো আমের আচার খাই । আমের আচার আমার কাছে অনেক মজা লাগে ।

খাওয়া শেষে আমি বাজারে চলে যাই এবং সেখানে মাগরিবের সালাত আদায় করে নেই । সালাত শেষে আমি একটা দোকান থেকে কিছু সোল্ডারিং লিড ক্রয় করি । কারণ আমার লিড শেষ হয়ে গেছিলো । তারপর আপুকে ডায়াগনস্টিক সেন্টার থেকে নিয়ে বাসায় চলে আসি ।


রাত

বাসায় এসে আমি শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং ফেসবুকে চ্যাটিং করি ও আবার স্টিমিটে ঢুকে কমেন্টের রিপ্লাই দেই । তারপর কিছুক্ষণ স্টিমিটে ঘুরাফেরা করি । তারপর অনেক্ষণ গেম খেলি কম্পিউটারে । অনলাইন গেম হওয়ার কারণে বার বার নেটওয়ার্ক সমস্যা করতেছিলো ।এক বন্ধুর সাথে অনেক্ষণ মাল্টিপ্লেয়ার খেলার পর কম্পিউটার বন্ধ করি এবং রাতের খাবার খেয়ে নেই । রাতের খাবারে ভাত, শুটকির তরকারি ও দুধ ছিলো । খাওয়া শেষে আমি আবার ওয়েব ডিজাইনের কাজ করতে বসি এবং কাজ করতে থাকি । আমি মুলত আগের একটি ওয়েব সাইট কে নতুন করে বুস্ট্রাপ ব্যবহার করে তৈরি করি । তারপর রাতে সাইটটিকে রেস্পন্সিভ করি । যাতে এটি যে কোন ডিভাইজের স্ক্রিন সাইজ অনুযায়ী সেট হয়ে কোন কন্টেন না ভেঙ্গে গিয়ে ।

Screenshot 45.png

ওয়েব সাইটের কাজ শেষ করে ঘুমানোর জন্য আগেই বিছানা গুছিয়ে মশারি টানিয়ে রাখি । এরপর কম্পিউটার চালু করে পোস্ট টা লিখতে বসলাম । পোস্ট লিখা শেষ হলে পাবলিশ করে আমি ঘুমিয়ে যাবো । সবার সু-স্বাস্থ কামনা করে আমার লিখা শেষ করলাম ।


তো এভাবেই বিভিন্ন কিছুর ভিতরে কেটেছে আমার আজকের দিন । এই ছিলো আমার আজকের দিনের কার্যাবলি ।
সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।

© All Of These Pictures Are Originally Taken By Myself.


About Me

Name:Ashik
Age:20
Occupation:Student
Location:Bangladesh

Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.

received_272254737387979.png

Thank You

ASHIK

Sort:  
 4 years ago 

Great diary post, Keep posting every day.

nice to see your work. be patient and continue your woke .

Thanks for being with us and #thediarygame

Set your Blog 100% Power and Get More Reward

Love from Steem Bangladesh Community

 4 years ago 

You are doing very well. It's good to see the progress you have made in web-design.
#onepercent

#bangladesh

greeting from @tarpan

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 62946.22
ETH 3453.83
USDT 1.00
SBD 2.50