THE DIARY GAME : 15-08-2020 /SATURDAY

in Steem Bangladesh4 years ago

আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন । আজ এটা আমার THE DIARY GAME এর ১৩ তম পোস্ট লিখতে বসছি । আজকের দিনটি আমার অনেকটা আলসতা আর ব্যস্ততা মিলিয়ে কেটেছে । মোটামুটি স্বাভাবিকই কেটেছে বলা যায় । আসুন তাহলে আমার আজকের দিন কেমন হলো তা সম্পর্কে বিস্তারিত বলা যাক ।

steemittemplate.jpg


সকাল

আজকে আমি ভোর ৪ টা ২০ মিনিটে ঘুম থেকে উঠেছি । ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে অজু ফজরের সালাত আদায় করি । তারপর স্টিমিটে ঢুকি । স্টিমিটে ঢুকে নোটিফিকেশন চেক করি এবং কিছু পোস্ট পড়ে সেগুলোতে ভোট দেই ও কমেন্ট করি । এটি এখন আমার একটা রুটিন হয়ে গেছে । তারপর ফেসবুক ও ইউটিউব ব্রাউস করতে থাকি । ইউটিউবে কিছু ভিডিও দেখে আমি আবার ঘুমিয়ে যাই । ইদানিং ঘুমটা খুব কম হচ্ছে । রাতে দেরি করে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে । ঘুম থেকে উঠি আমি সকাল ৯ টা ২৫ মিনিটে । ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে আমি সকালের খাবার খেয়ে নেই । সকালের খাবারে আজ আমি ভাত ও খাসির মাংস খেয়েছি । সাথে ছিলো দই । খাওয়া শেষে আমি কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাটিং করি । চ্যাটিং শেষে আমি কম্পিউটার চালু করে কিছু ছবি এডিট করে পোস্ট করি স্টিমিট এ । তারপর একটা লগো ডিজাইনের কাজ করি ফটোশপে ।

3D Rendering

2T SAMPLE 1.jpg

তারপর গোসলের জন্য যাই এবং গোসল শেষ করি ।


দুপুর

গোসল শেষে জোহরের সালাত আদায় করে নেই । সালাত শেষে আমি দুপুরের খাবার খেয়ে নেই । আজকের দুপুরের খাবারে ভাত ও ভুরি ভাজা ছিলো । এটাও অনেক মজার খাবার । খাওয়া শেষে আমি শুয়ে কিছুক্ষণ বন্ধুদের সাথে চ্যাটিং করি । তারপর অনেক্ষণ ইউটিউবে ভিডিও দেখি । এরপর কিছুক্ষণ গেম খেলি ।

Screenshot 41.png

এরপর ভাগিনা এসে মোবাইল চায় । দেইনি বলে আমার ইয়ারফোন টেনেটুনে ছিরে নিয়ে যায় । তারপর আর কি করার মোবাইল দিয়ে আমি অযু করে আসরের সালাত আদায় করে নেই । সালাত শেষে গিয়ে দেখি ভাগিনা আমার ইন্টারনেট ব্যালেন্স ০০ করে মোবাইল রেখে গেছে । তারপর আমি দোকানে গিয়ে হাবিজাবি কিছু জিনিস খাই । খাওয়া শেষে আমি অযু করে মাগরিবের সালাত আদায় করে নেই । সালাত শেষে বাজারে গিয়ে প্রথমে রিচার্জ দিয়ে ইন্টারনেট কিনি এবং ডায়াগনেস্টিক সেন্টার থেকে আপুকে নিয়ে বাসায় চলে আসি ।


রাত

বাসায় এসে আমি শুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেই এবং ফেসবুকে চ্যাটিং করি ও আবার স্টিমিটে ঢুকে কমেন্টের রিপ্লাই দেই । তারপর কিছুক্ষণ স্টিমিটে ঘুরাফেরা করি । তারপর কম্পিউটার চালু করে ভাগিনাকে কিছু কার্টুন ডাউনলোড করে ওর মোবাইলে দেই । তারপর রাতের খাবার খেয়ে নেই । রাতের খাবারে দুপুরের মতোই ভাত ও ভুরি ভাজি ছিলো । খাওয়া শেষে গেম খেলার জন্য গেমে ঢুকি তখনই বিদ্যুৎ চলে যায় । তখন আমি ডিসকোর্ডে চ্যাটিং করি এবং বিদ্যুতের অপেক্ষা করি । বিদ্যুৎ আসলে আবার গেমে ঢুকি আবারো বিদ্যুৎ চলে যায় রাগে আর গেম খেলতেই ইচ্ছা করতেছিলো না । গেম খেলার চিন্তা বাত দিয়ে কিছুক্ষণ ইন্সটাগ্রামে গিয়ে সময় কাটাই এবং একটু টুইটারে ঢুকি । তারপর ঘুমানোর জন্য আগেই বিছানা গুছিয়ে রাখি । একটু পর বিদ্যুৎ আসলে কম্পিউটার চালু করে পোস্ট টা লিখতে বসলাম । পোস্ট লিখা শেষ হলে পাবলিশ করে আমি ঘুমিয়ে যাবো । সবার সু-স্বাস্থ কামনা করে আমার লিখা শেষ করলাম ।


তো এভাবেই বিভিন্ন কিছুর ভিতরে কেটেছে আমার আজকের দিন । এই ছিলো আমার আজকের দিনের কার্যাবলি ।
সবাই কে ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য ।

© All Of These Pictures Are Originally Taken By Myself.


About Me

Name:Ashik
Age:20
Occupation:Student
Location:Bangladesh

Hello everyone. I am Ashik. I live in Bangladesh. Currently, I'm a student. Besides study, I do blogging on steemit. I also like to learn from peoples, So I am learning from everywhere where I can Gain knowledge. I always like to share many things on hive through writing articles here. I will be sharing more in the future. To see my future blogs follow me and stay tuned with me.

received_272254737387979.png

Thank You

ASHIK

Sort:  

nice activity i see today your activity is not much . but you are explain this better . thanks for being with steem Bangladesh. community ..

try to make your blog 100% power up and get more upvote .
Thank you

 4 years ago 

Great post bro, carry on

 4 years ago 

That 3D design was pro level class type.
#onepercent

#bangladesh

greeting from @tarpan

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 67271.13
ETH 3515.41
USDT 1.00
SBD 2.70