🦊🦊😍😍DIY -এসো নিজে করি "রঙিন কাগজ দিয়ে পাখি"(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ2 years ago
  • ১৩ বৈশাখ
  • ১৪২৯বঙ্গাব্দ।
  • মোঙ্গলবার
  • ডাই প্রজেক্ট

IMG_20220426_215226.jpg

হেলো বন্ধুরা

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি @ashik333 বাংলাদেশ থেকে বলছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমার আজকের ব্লগে থাকছে রঙিন কাগজ দিয়ে পাখি বানানো তাহলে চলুন শুরু করা যাক।


উপকরন:

  • রঙিন কাগজ
  • পেন্সিল
  • কাটা কম্পাস
  • ক্রাফট আঠা
  • স্কেল

ধাপ-১

IMG20220426210522.jpg

IMG20220426210531.jpg

IMG20220426210506.jpg

IMG20220426210514.jpg

প্রথমে আমরা আমাদের যে সমস্থ উপকরন ব্যবহার করবো সেগুলো মাপ দিয়ে কেটে নিব প্রথমে ৯ গুন ৯ সে.মি এরপরে ৩ গুন ৬ সে.মি এরপরে আরো নিজের ইচ্ছা মতো কাগজ কেটে নিব।


ধাপ-২

IMG20220426210715.jpg

IMG20220426211122.jpg

IMG20220426210646.jpg

এরপরে আমরা সব গুলো কাগজ দিয়ে সঠিক ব্যবহার শুরু করবো প্রথমে ৯ গুন ৯ কাগজটি একটা ভাজ দিব মাঝ থেকে একটু বাড়িয়ে এরপরে সেটা কেচি দিয়ে কাটবো ফারা ফারা করে


ধাপ-৩

IMG20220426211618.jpg

IMG20220426211747.jpg

IMG20220426211916.jpg

IMG20220426211406.jpg

এরপরে আমরা ছোট গোল করা কাগজটির মাঝে দুটো সাদা চোখ লাগিয়ে দিব এরপরে দুটো ঠোট লাগিয়ে দিব এবং সেগুলো চিত্রে দেখানো উপায়ে বড় কাগজে মেরে দিব


ধাপ-৪

IMG20220426212259.jpg

IMG20220426212130.jpg

IMG20220426212138.jpg

এরপরে সেগুলোকে রেখে আরেকটি ৩৬ সে.মি কাগজটি কেটে নিব।কাটা হলে এটা দিয়ে লেজ বানাবো এবার চিত্রে দেখানো উপায়ে লাগিয়ে দিব*


ধাপ-৫

IMG20220426212540.jpg

IMG20220426212529.jpg

এরপরে নিচে ছোট রঙিন কাগজ কেটে আঠা মেরে লাগিয়ে দিব এবং হয়ে যাবে সিম্পল একটি পাখি আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে


সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আবারো দেখা হবে অন্য কোনো পোস্টে সবাই ভালো থাকবেন

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি পাখি তৈরি করেছেন ভাইয়া। আমি আবার কাগজ দিয়ে কোন কিছু বানানোর কাজে খুবই কাঁচা। তাই এই ধরনের কাজ গুলো দেখতে খুব ভালো লাগে এবং আমি বুঝি যে এগুলো করতে কতটা সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি পোষ্ট এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন সবসময় এবং অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ওরে বাবা দারুন তো 😍
আপনার তৈরি করা রঙ্গিন কাগজের পাখিটি দেখতে সত্যি অসাধারণ লাগছে। খুবই নিখুঁত হাতের কাজ দেখালেন আপনি। বেশ ভালই লাগে এরকম সৃজনশীল কাজ গুলো দেখলে। এগিয়ে চলুন দোয়া রইল আপনার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পাখি তৈরি খুব সুন্দর হয়েছে। যেটা করতে অনেক সময়ের প্রয়োজন ধৈর্যসহকারে এত সুন্দর একটি পাখি তৈরি করে সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে পাখি বানিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন দেখে খুবই ভালো লাগল,আপনার পাখি বানানো অনেক সুন্দর হয়েছে। সাথে প্রতিটা ধাপ সুন্দর উপস্থাপনা ছিল।ধন্যবাদ আপনাকে

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি পাখির অরিগামি প্রস্তুত করেছেন খুবই ভালো লাগছে দেখতে আসলে সৃজনশীল বুদ্ধি থাকলে যা হয় সুন্দর উপস্থাপনা করেছেন শুভকামনা রইল আপনার জন্য

 2 years ago 

রঙিন কাগজে খুব সুন্দর একটি পাখি বানিয়েছেন। আপনার পাখিটি খুব ইউনিক ছিল। ধন্যবাদ আপনাকে সুন্দর উপস্থাপনার মাধ্যমে পাখি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

খুব সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে একটি পাখি তৈরি করলেন আপনার ধাপগুলো বেশ চমৎকার সুন্দর ছিল, এটা কিছুটা কবুতরের মতো মনে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি পোস্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি Diy পোস্ট গুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে। আপনি অনেক সুন্দর রঙিন কাগজের পাখি তৈরি করেছেন ভাইয়া। নিখুঁত ভাবে পুরো পাখি তৈরি সম্পূর্ণ করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি পাখি তৈরি করেছিলেন। পাখিটি দেখতে অনেক বেশি কিউট লাগছে। তাছাড়া আপনি খুব সহজ এবং সুন্দর ভাবে পাখি তৈরির ধাপ উপস্থাপন করেছেন। যা দেখে খুব সহজেই বানিয়ে ফেলা যাবে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পাখি তৈরি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজের প্রজেক্ট গুলো সত্যি অনেক সুন্দর হয়ে থাকে, আপনি চমকে দেওয়ার মত একটি পাখি তৈরি করেছেন, পাখিটি দেখতে খুবই কিউট হয়েছে, উপস্থাপনা বেশ চমৎকার ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 60684.92
ETH 2911.45
USDT 1.00
SBD 2.30