😍😍ব্যাস্তময় পহেলা ফাল্গুন(১০%পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊😍😍

in আমার বাংলা ব্লগ3 years ago
  • ১ লা ফাল্গুন
  • ১৪২৮ বঙ্গাব্দ।
  • সোমবার
  • ব্যাস্তময় পহেলা ফাল্গুন

হেলো বন্ধুরা


সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে।বন্ধুরা প্রথমে জানায় পহেলা ফাল্গুনের শুভেচ্ছা।ফুল ফুটুক বা নাই ফুটুক আজই বসন্ত হ্যা বন্ধুরা আজ বসন্ত বসন্তের দিনে আমাদের কতো প্লানিং থাকে কেউ প্রিয় মানুষ কে নিয়ে ঘুরাঘুরি সুন্দর সময় কাটায় কেউবা পরিবারের সাথে ঘুরাঘুরি করে।


দুটোর একটিও আমি আজ করতে পারি নাই ব্যাস্তার কারণে। পহেলা বসন্তেও এতো ব্যস্ত থাকবো ভাবিও নাই।আসলে খুবই গুরুত্বপূর্ন বিধায় সব ফেলে আগে কাজ টি করেছি।ছোট বোন টা এবার জেএসসি পাস করে সবে মাত্র নাইনে উঠেছে স্কুলে রেজিস্ট্রেশন এর জন্য ডিজিটাল জন্মনিবন্ধন দরকার কিন্তু ওটা করা ছিল না।হাতে মাত্র কয়েকদিন সময় আছে।


IMG20220213143944.jpg

IMG20220213142425.jpg

IMG20220213143113.jpg

উপজেলায় যাবার সময়ের ছবি

এক মাত্র ভাই হিসাবে বোনের সব কিছুর দায়িত্ব আমার।ঘুম থেকে উঠে সকালের নাস্তা সেরে ৯ টার দিকে আমি আমাদের উপজেলাতে যায়।বোনের দুটো কাগজ সত্যায়িত করার জন্য।অফিস ৯ টার মধ্যে খোলা হয়।আমাকে নদী পার দিয়ে যেতে একটু দেরি হয়ে যায় যাই হোক।অফিসে গিয়ে দেখলাম লোক নেই অর্থাৎ যাকে দিয়ে সত্যায়িত করাবো তিনি নেই।একটু অপেক্ষার পরে তিনি আসলেন।এরপরে আমি বললাম স্যার আসবো ভেতরে তিনি অনুমতি দিলেন এরপরে আমি দুটো কাগজ বের করে দিলাম।


IMG20220213113031.jpg

IMG20220213112638.jpg

IMG20220213113253.jpg

IMG20220213113238.jpg

IMG20220213113121.jpg

উপজেলা থেকে ছবি

তিনি সব কিছু চেক করে কাগজ পত্র দুটি সত্যায়িত করে দিলেন।সত্যায়িত হবার পরে আমার দেহে প্রান আসলো কারণ অনেক বড় দায়িত্ব ছিল এটা।আমি উপজেলা থেকে বিদায় হলাম।এরপরে আমাদের কুমারখালিতে ৩০ মিনিট এর একটু কাজ ছিল কাজটি শেষ করে দ্রুত বাসার দিকে রওনা হলাম।কারণ এখন যায়ে আমাদের ইউনিয়ন পরিষদে এগুলো জমা দিতে হবে হাতে ১ ঘন্টা সময়।


IMG20220214110900.jpg

IMG20220214110626.jpg

IMG20220214110616.jpg

IMG20220214110138.jpg

IMG20220214110135.jpg

ইউনিয়ন পরিষদ থেকে ছবি

রাস্তায় মানুষ ফাল্গুনি সাজে ঘুরে বেরাচ্ছিলো আমার মনটা পরে আছে ঘুরাঘুরির মধ্যে।যাইহোক দায়িত্ব আগে দিন শেষে অনেক ঘুরাঘুরি করা যাবে।আমি সোজা ইউনিয়ন পরিষদে চলে গেলাম গিয়ে দেখি অফিস খোলা আছে।আমি ভেতরে যেতেই অফিসের একজন বললো আপনি কাগজ পত্র এবার ঠিক করে এনেছেন তো আসলে কয়েকবার আশা যাওয়ার কারনে চেনা হয়ে গেছে।তাকে সব কাগজ পত্র দেখালাম এবার সব ঠিক আছে বাবা হাফ ছেড়ে বাচলাম। টাকা জমা দিয়ে নাম্বার দিয়ে আমাকে জানানো হলো মোবাইলে মেসেজিং এর মাধ্যমে জানানো হবে আগামি ৫ দিনের মধ্যে।


সব ব্যাস্ততা শেষ করে বাসায় এলাম এরপরে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলে একটু ঘুরবো সেটা আপনাদের অন্য পোস্টে দেখাবো।আমার এবারের পহেলা ফাল্গুন ব্যাস্তার মধ্যেই গেলো।যাইহোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো পোস্টে।ধন্যবাদ সবাইকে।



সমস্ত ছবিরতথ্য
লোকেশনবাংলাদেশ
ক্যামেরাঅপু এ৫এস
ক্যামেরাম্যান@ashik333
w3wordshttps://w3w.co/regulated.plods.airborne
Sort:  
 3 years ago 

ছোটদের প্রতি বড়দের দায়িত্ব সবসময় লেগেই থাকে।ভালো লাগলো আপনার ভাইয়ের কথা শুনে।শুভকামনা রইলো আপনার ভাইয়ের জন্য।

 3 years ago 

জী আপু একদম ঠিক বলেছেন ধন্যবাদ মন্তব্যর জন্য

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60164.54
ETH 2420.67
USDT 1.00
SBD 2.43