ক্যাত্যান পুজা(১০% পে আউট লাজুক খ্যাকের জন্য)🦊🦊🦊

in আমার বাংলা ব্লগlast year

হেলো বন্ধুরা


IMG20221104202758.jpg

সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভাল আছেন আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি।আমি @ashik333 বাংলাদেশ থেকে চলে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন ব্লগ নিয়ে।বন্ধুরা আমার আজকের ব্লগে থাকছে গ্রামিণ এক উৎসব মূখর পরিবেশ এর চিত্র তাহলে চলুন শুরু করি আমার আজকের ব্লগ।


আমাদের পাশের গ্রামে নাকি মেলা হচ্ছে ছোট পরিসরে আমি ঠিক জানিনা আমার এক ভাগনা আমাকে ফোন করে বলছে মামা আমাদের এখানে মেলা হচ্ছে চলে এসো আসলে কিসের মেলা কি উপলক্ষে সেটা বলেনি।শুধু চলে যেতে বলছে তো আমি এবং আরো দুইজন গাড়ি নিয়ে বের হলাম সেই মেলা দেখার উপলক্ষে শশান ঘাটে।কারণ মেলা টা ওখানেই হচ্ছে।

IMG20221104202815.jpg

IMG20221104202024.jpg

IMG20221104202923.jpg

IMG20221104202058.jpg

IMG20221104202940.jpg

IMG20221104202114.jpg

IMG20221104202222.jpg


যায়ে দেখি ওখানে গান বাজনা হচ্ছে সনাতন ধর্মালম্বিদের অনুষ্টান ক্যাত্যান পুজা বলে এটাকে যতো সম্ভব সেই উপলক্ষে সেখানে মেলার আয়োজন করা হয়েছে।কয়েকটি দোকান পাট হয়েছে সেখানে।তেলে ভাজা সহ অনেক খেলনার দোকান ছিল।আমরা প্রথমে গেলাম গান এর ওখানে অনেক মানুষ বিভোর হয়ে গান শুনছে আমি আগে কখুনো এই ধরনের অনুষ্টান দেখিনি।অনেক মানুষ ছিল।

IMG20221105170602.jpg

IMG20221105171322.jpg

IMG20221105171326.jpg

IMG20221105171333.jpg


গানের ওখান থেকে আমরা নদীর পারের দিকে গেলাম নেমে সেখানে ভোগ খাওয়ার আয়োজন করা হয়েছে তবে আমরা খেলাম না।এদিক সেদিক ঘুরছিলাম নতুন একটা অভিজ্ঞতা হলো।নাগর দোলনা আসে নি খারাপ লাগলো তবে সেখানে তার রিপ্লেস হিসাবে এসেছে ঘুরন খাওয়ার যন্ত্র বেশ ভাল মজা করলাম গরম গরম।পাপর ভাজা খেয়েছিলাম এদিকে সন্ধ্যা হয়ে গেছে আমরাও বাড়ির দিকে চলে এলাম।


কুষ্টিয়া বাংলাদেশ

ডিভাইস :-oppo a5s

Sort:  
 last year 

এই পুজোর নাম আমি যদিও শুনিনি তবে আপনার দেওয়া ছবি দেখে যতদূর বুঝলাম এটা কোথাও কীর্তন বা সংকীর্তন হচ্ছে। যেখানে খোল করতাল বাজিয়ে হরিনাম হয়। তবে উপলক্ষ্য যা ই হোক, মেলা মানে তো ঘুরতে হবেই। ভালোই উপভোগ করেছেন মনে হচ্ছে।😊

 last year 

হ্যা আপু আমার টা ভুল ছিল আপনি ঠিকি বলেছেন আসলে আমি সনাতন ধর্মের কিছু জানিনা।মেলা মানেই আনন্দ ধন্যবাদ দিদি।

 last year 

ক্যাত্যান পুজা উপলক্ষে ছোট্ট একটি মেলার আয়োজন করা হয়েছে দেখে ভালো লাগলো। গ্রামীন ছোট মেলাগুলো আসলেই অনেক সুন্দর হয়। হয়তো খুব একটা সাজসজ্জা থাকে না। হয়তো খুব একটা দোকানপাট নেই। তবে আনন্দ মিশে আছে অনেক বেশি। গরম গরম পাপড় খেয়েছেন জেনে ভালো লাগলো। আর নাগরদোলা যেহেতু আসেনি তাই হয়তো কিছুটা আফসোস হচ্ছে আপনার। যাই হোক সব মিলিয়ে মনে হচ্ছে ভালোই সময় কাটিয়েছেন।

 last year 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মতামত এর জন্য।

 last year 

মেলা মানেই আনন্দ মেলা মানেই উৎসব। গ্রামের মেলাগুলো অনেক সুন্দর হয়। ছোট্ট পরিসরে মেলাটি কীর্তন উপলক্ষে তবে শ্মশানঘাটের মেলা প্রথম দেখছি। বলদ এর সঙ্গে অনেক ভালো একটি সময় কাটিয়েছেন আশা করছি ধন্যবাদ আপনাকে আনন্দময় কিছু সময় শেয়ার করার জন্য।

 last year 

ধন্যবাদ বানান এর ব্যাপারে একটু নজর দিবেন।

 last year 

ভাইয়া,ক্যাত্যান পুজা উপলক্ষে আপনি আপনার ভাগ্নের কথা শুনে ঘুরতে গিয়েছেন।ভাইয়া,এই পূজা সম্বন্ধে আমিও তেমন একটা জানিনা।তবে দেখে মনে হচ্ছে এই পূজোটা সনাতন ধর্মের ভক্তি পূজো।যাইহোক ভাইয়া,ক্যাত্যান পুজোতে যাওয়ার কারণে গ্রামের মেলা দেখতে পেরেছেন, আর গ্রামের মেলাগুলো সত্যিই আমার খুব ভালো লাগে।গ্রামের মেলাগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার পোস্টটা পড়ে।ধন্যবাদ।।

 last year 

ধন্যবাদ আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.032
BTC 63134.74
ETH 3052.94
USDT 1.00
SBD 3.81