দিনাজপুর শিশু পার্ক।
স্টিম ব্যবহারকারী সকল ভাই, ব্রাদার, বন্ধুগণকে জানাই ভালবাসা এবং আন্তরিক মোবারকবাদ । আমার পক্ষ থেকে সকলকে সালাম যানাই, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন ? আমি জানি এই গরমে আল্লাহ-তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে দিনাজপুরের শিশু পার্ক নিয়ে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। ইনশাআল্লাহ।
দিনাজপুর শিশু পার্ক। প্রচন্ড রোদ গরমের মধ্যে চলে আসলাম দিনাজপুর শিশু পার্কে। আর এটা হচ্ছে শিশু পার্কের প্রধান গেইট। এই গেইট ছাড়া আরো দুইটি নোকাল গেইট আছে। এই পার্কটি অনেক পুরাতন একটি পার্ক। এই জন্য পার্কের তেমন একটা গুরুত্ব নাই। আমি শুনেছি যে,আগে নাকি এই পার্কে প্রবেশ করার জন্য ১০ টাকা করে নিত। কিন্তু এখন বর্তমানে প্রবেশ করার জন্য কোনো টাকা নেয় না। তাহলে বুঝতে পারছেন এই পার্কের বর্তমান অবস্থা কি রকম।
পার্কের প্রবেশ করতেই শিশুদের জন্য এই খেলার দোকানটি। দোকানে লেখা আছে, ভাই ভাই বেলুন সুট। এর মানে হচ্ছে বন্ধুক দিয়ে বেলুন ফাটাতে হবে। এই দোকানের সাথেই একটি ওজন মাপার দোকান আছে। অনেকে তার নিজের ওজন মাপে। একজন ওজন মাপলে ৫ টাকা করে নেয়।
এই পার্কে ছোটদের অনেক রকমের খেলার জিনিস আছে। এই পার্কে ছোট শিশুরা অনেক মজা করে। প্রতিদিন বিকাল বেলায় এই শিশু পার্কে অনেক শিশুরা আসে। ছোট ছোট শিশুরা এই পার্কে তাদের মা, বাবার সাথে ঘুরতে আসে। শিশু পার্কে এসে তারা নৌকায়, চারচরক, চর্কিপার্কে এগুলা চড়ে। আর এগুলা চড়তে মাত্র ২০ টাকা টিকিট লাগে।
শিশু পার্কের পূর্ব পাশে অনেক কয়েকটা ছোট বাচ্চা খেলা করতেছে। তাদের খেলা দেখে অনেক ভালোই লাগলো।বেশ কয়েক মিনিট তাদের খেলা দেখলাম। পার্কের ভিতরে স্কেটিং শিখানো হয়। পার্কের অনেক গাছ আছে। পার্কে বসে অনেকে গল্প করে। এই পার্কে একটা শাপলা আছে। এই শাপলার চারদিকে অনেকে বসে থাকে। পার্কে অনেক লোক হয়েছে। পার্কের ভিতরে অনেক খাবারের দোকান আছে। বর্তমানে পার্কের অবস্থা খুব নোংরা। এই শিশু পার্কটি কিছু যুবক-যুবতী বেশি নোংরা করতেছে। কেই তাদের কিছু বলে না। এই দিক বাদ দিয়ে এমনিতে পার্কটির পরিবেশ ভালো আছে। আমি আমার বন্ধুদের সাথে অনেক কয়েকবার গেছি। এই ছিল আজকের শিশু পার্ক নিয়ে আলোচনা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভুল হয়ে থাকলে হ্মমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।
ডিভাইস | itel |
---|---|
ফটোগ্রাফার | @as-arfat435 |
লোকেশন | দিনাজপুর |
দিনাজপুর বড় মাঠ সংলগ্ন এই শিশু পার্কটি অবস্থিত। আমি দিনাজপুরে থাকা অবস্থায় প্রায় প্রতিদিন বড় মাঠ ও শিশু পার্কে যেতাম। এই শিশু পার্কটি বিনোদনের জন্য বিশেষ দিক পালন করে।
ধন্যবাদ
দিনাজপুর শিশু পার্কটি বেশ সুন্দর। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। আপনি ছবি গুলো বেশ চমৎকার তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন।
ধন্যবাদ দাদা
দিনাজপুরের শিশু পার্ক নিয়ে সুন্দর লেখছেন ভাই।আমি যখন দিনাজপুরে পড়া লেখা করতাম তখন অনেক কয়বার দিনাজপুরের শিশু পার্কে গেছিলাম, এই শিশু পার্ক কম বেশি সবার পরিচিত জায়গা। আপনি দারুণ ফটোগ্রাফি করছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।
ধন্যবাদ
দিনাজপুর শিশু পার্ক নিয়ে আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার প্রতিটা ছবি অত্যন্ত চমৎকার হয়েছে। মাঝে মাঝে আমাদের ভালো সময় কাটানোর জন্য এই ধরনের পার্কে ভ্রমণ করা উচিত। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ
https://twitter.com/EasinArafa48734/status/1667148076660973569?t=O5gOp4GDawTf_Ps3aScN5Q&s=19
দিনাজপুর শিশু পার্কে শিশুরা থাকে না, বাবুসোনারা থাকে। 😁আমি এখানে দুইদিন গিয়েছিলাম। একটাও শিশু দেখেনি। রোলার স্কেটিং শেখার ব্যবস্থা আছে । আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কেটিং করা দেখতাম। অনেক ধন্যবাদ।
জোড়ায় জোড়ায় কবুতর বসে আছে 😂🤭🙈
দিনাজপুর শিশু পার্ক নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।আমি অনেকদিন আগে এই পার্কে গেছিলাম।সুন্দর একটি পোস্ট আমাদের কাছে সেয়ার করেছেন।ধন্যবাদ।
ধন্যবাদ
দিনাজপুর শিশু পার্ক নিয়ে অসাধারণ একটি পোস্ট করেছেন। শিশু পার্কে সাধারণত শিশুদের সংখ্যা খুব কমই থাকে। দেশের বেশির ভাগ শিশু পার্কের একই অবস্থা। এই শিশু পার্কে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম। ভালো লিখেছেন,শুভকামনা রইল।
ধন্যবাদ
একবার গিয়েছিলাম মাত্র। সেটা হলো অনেকদিন আগে। শিশু পার্ক সম্পর্কে অনেক সুন্দর কিছু তথ্য শেয়ার করেছেন। সময় পেলে আরেকবার ঘুরে আসবো অবশ্যই। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই