আধুনিক প্রযুক্তির মাধ্যমে বের হয়েছে ধান কাটার যন্ত্র হারভেস্টার।
আসসালামু আলাইকুম
প্রিয় ভাই ও বোনেরা,আপনারা সকলে কেমন আছেন?আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন।আমিও আলহামদুলিল্লাহ্ আল্লাহ তায়ালার নিয়ামতে ভালোই আছি।স্টিম ফর ট্রাডিশন আজ আমি সবার সাথে ধান কাটার মিশিন বা যন্ত্র হারভেস্টার নিয়ে একটি পোস্ট শেয়ার করব।আশা করি সকলেই পোস্টটি পড়বেন। অনেক ভালো লাগবে। ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক,
আধুনিক প্রযুক্তি এখন আমাদের হাতের মুঠোই। দিন ও সময় যতোই বেড়ে চলেছে ততই প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে। প্রযুক্তি উন্নতি দিন দিন বেড়েই চলেছে। আর প্রযুক্তি উন্নতির মেন দেশ হচ্ছে চীন। এই চীন দেশের লোকেরাই প্রযুক্তিকে হাতের মুঠোই করতেছে। তাদের মাথায় সব সময় প্রযুক্তির চিন্তা। আল্লাহ তায়া’লা তাদের মাথায় প্রচুর পরিমাণে বুদ্ধি শক্তি দান করেছেন। তাই তারা বুদ্ধি শক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তি দিয়ে পুরো দেশ চালিয়ে যাচ্ছেন। প্রযুক্তির মাধ্যমে বের করেছে ধান কাটার যন্ত্র হারভেস্টার।
আর এই ধান কাটার যন্ত্র হারভেস্টার দুই তিন বছর থেকে বাংলাদেশেও দেখা যাচ্ছে। বাংলাদেশের বড় বড় কোম্পানি এই ধান কাটার যন্ত্র হারভেস্টার গুলাকে ক্রয় করতেছে। আর এগুলার দাম হচ্ছে ২৮ লাখ টাকা। যদি কোনো কোম্পানি ক্রয় করতেছে তাহলে সরকার থেকে অর্ধেক টাকা র্ভতুকি বাবদ দেয়া হচ্ছে। এই ধান কাটার যন্ত্র হারভেস্টার অনেক বড় আকারের হয়। এই যন্ত্রটি তেল দিয়ে চলে। এই যন্ত্র চালানোর জন্য দুই জন চালক থাকে
এই হারভেস্টার বাংলাদেশের আসার পরে জমি আবাদি কৃষকদের অনেক সুবিধা হচ্ছে। এই হারভেস্টর ৩ হাজার টাকা বিঘা কাটতেছে। আর শ্রমিকরা ৫ হাজার টাকা বিঘা কাটতেছে। হারভেস্টার দিয়ে ধান কাটলে কৃষরা ২ হাজার ছাড় পাচ্ছে। এই জন্য জমি আবাদি কৃষকরা ধান কাটা যন্ত্রে বর্তমানে বেশি আগ্রহী।এই হচ্ছে উপকারীতা নিয়ে আলোচনা
গ্রামের গরীব শ্রমিকরা ইরি ধান প্রতি বছর অনেক টাকা ইনকাম করে। তারা ধান সারাদিন ধান কেটে অর্থ উপার্জন করে। তারা এক বিঘা জমি ৫ হাজার টাকা দরদাম করে। প্রতি বছর ইরি ধানের মৌসমে এক একজন শ্রমিক ১২ থেকে ১৫ হাজার টাকা ইনকাম করে। বর্তমানে ধান কাটার যন্ত্র হারভেস্টার আসার পরে এই দিন মজুর শ্রমিকদের ইনকাম সোর্স কমে যাচ্ছে। কারণ ধান কাটার যন্ত্র হারভেস্টার কম টাকাতে ধান কেটে দিচ্ছে। এই ধান কেটে দিন মজুর শ্রমিকরা অনেক বাবদ দূর করে। বর্তমানে যেভাবে ধান কাটার যন্ত্র বৃদ্ধি পাচ্ছে, তবে আমার মনে হয় আগামী কয়েক বছর মধ্যে দিন মজুর শ্রমিকদের ইরি ধান কাটার ইনকাম একদম বন্ধ হয়ে যাবে। দিন মজুর শ্রমিকরা অর্থের অভাব দেখা দিবে।
ধান কাটার যন্ত্র হারভেস্টার দিয়ে কিছু লাভ আছে,তাই বলে কী আমরা শ্রমিকদের কথা ভুলে যাবো। তাই আমরা দিন মজুর ও শ্রমিকদের কথা ভেবে এই ধান কাটার যন্ত্র হারভেস্টার দিয়ে ধান না কাটবো। আমাদের সকলের দাবি হওয়া উচিৎ যে ধান কাটার যন্ত্র হারভেস্টারকে না বলি, এবং দিন মজুর,শ্রমিকদের হা বলি। আপনাদের এইটুকু দাবিতে শ্রমিকদের জীবন পাল্টে যেতে পারে। এই ছিল আজকের আলোচনা। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।
ডিভাইস | itel |
---|---|
ফটোগ্রাফার | @as-arfat435 |
লোকেশন | পার্বতীপুর |
You can also vote for @bangla.witness witnesses |
দিন দিন পৃথিবী আরো উন্নত হচ্ছে কার সাথে উন্নত হচ্ছে বিভিন্ন ধরনের প্রযুক্তির। এসব প্রযুক্তির যেমন উপকারিতা রয়েছে তেমন অপকারিতাও রয়েছে। আমি সুন্দরভাবে ধান কাটার মেশিন সম্পর্কে আলোচনা করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাই সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ ভাই
এই যন্ত্র দিয়ে খুব সহজেই ধান কাটা যায়। যেসব অঞ্চলে শ্রমিক সংকট রয়েছে সেখানে এই যন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে এই যন্ত্রের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। ভালো লিখেছেন শুভকামনা রইল
ধন্যবাদ ভাই
টুইটার শেয়ার
https://twitter.com/EasinArafa48734?t=aWjk7g-7NpcjgdGTaGIvHw&s=09
ধান কাটার যন্ত্র হারভেস্টর নিয়ে অনেক সুন্দর একটি পোস্ট করেছেন।এটি বিঘা প্রতি ৩০০০-৩৫০০ টাকা দামে ধান কেটে থাকে।অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে সেয়ার করেছেন।ধন্যবাদ ভাই।
ধন্যবাদ ভাই
ধান কাটার হারভেস্টর নিয়ে সুন্দর লেখছেন ভাই, আধুনিক যুগে আরো নিত্য নতুন মেশিন বের হবে মনে হয় এই হারভেস্টর দিয়ে তারাতাড়ি ধান কাটা যায় এটার ব্যবহার এখন খুব চলতেছে।আপনি দারুণ ফটোগ্রাফি করছেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা পোস্ট করার জন্য।
ধন্যবাদ ভাই
দেশ এখন অনেক উন্নত হয়েছে, আধুনিকতার ছোঁয়ায় জীবনযাত্রার মান অনেক সহজ হয়েছে। কৃষকের কষ্ট অনেক কমেছে। অসাধারণ একটি পোস্ট করেছেন ভাই, অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই
ধন্যবাদ
প্রযুক্তির এমন উন্নয়ন আমাদের সবাইকে অনেক বেশি অবাক করে দিয়েছিল, দিচ্ছে এবং আশা করি ভবিষ্যতেও দেবে। ধান কাটার মেশিন, ধান মাড়ায়ের মেশিন প্রতিটি কৃষকদের জন্য আশীর্বাদ স্বরূপ। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই
এসব মেশিন দিয়ে খুব সহজেই অল্প সময়ে অধিক পরিমাণ জমির ধান কাটা যায়। তাই সময় সাশ্রয় হয়। পাশাপাশি এর অনেক সুবিধা রয়েছে যেমন সরাসরি বস্তা বন্দি করা যায়। কিন্তু এগুলোর আসার ফলে এলাকার দিনমজুরদের কাজ বন্ধ হয়ে গেছে। তাদের বসে থাকতে হচ্ছে। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই
বাংলাদেশে চীন থেকে আমদানিকৃত ধান কাটা হারভেস্টার। তবে দিনাজপুর জেলার এই প্রথম এই হারভেস্টার নেমেছে। তবে এতে গৃহস্থালির জন্য একদিক থেকে ভাল আর দিক থেকে দিনমজুরের জন্য ক্ষতিকর দিক।চিন বানান ভূল আছে চীন হবে।হারভেস্টর হবে না হারভেস্টার হবে। আপনার পোস্টে কিছু জায়গায় বানান ভূল আছে সংশোধন করবেন।
ভুল ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ ভাই
এই মেশিনটি হল বাংলাদেশে এক অন্যতম আধুনিকতার ছোঁয়া। এই মেশিনটি দিয়ে খুব সহজে ধান কাটাযায় এবং পরে ধান খুব সহজভাবে সংরক্ষণ করা হয়। খুব সুন্দর একটি পোস্ট আপনি উপস্থাপন করেছেন ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ভাই