কাজের ফাঁকে হালকা ঘোরাঘুরি
দিনটি শুরু হলো সেলফি তোলার মাধ্যমে। কারণ নিজের প্রতিচ্ছবি দেখার একটি উপায় হলো নিজের ছবি তোলা ।
সারারাত কাজ করার পর যখন হালকা রিফ্রেশমেন্টের জন্য ছোটভাইয়ের কথা মতো কোল্ড ড্রিংকস দিয়েই দিনটি শুরু হলো ।
কোল্ড ড্রিংকস খেতে খেতে হাঁটতে হাঁটতে যখন একটু পাগলামি করতে ইচ্ছা হলো তখন নিজের ছায়ার ছবি তুলে ফেললাম। এরপর যাত্রাপালা শুরু হলো ।
গন্তব্যে পৌঁছানো মাত্রই শুরু করলাম নিজের পাগলামির কাজগুলো। যেমম ধরুন বাচ্চাদের খেপানো। না চাইতেও তাদের ছবি তোলা ।
এরপর গন্তব্যে পৌছে ক্ষুধার্ত আমি খাবার নিয়ে বসে গেলাম খেতে। মাছটার স্বাদ অসাধারণ ছিলো এবং লোভে পড়ে ২/৩ টি একসাথে খেয়ে নিলাম।
এরপর ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, ঘোরাঘুরি করি। ঘুরতে ঘুরতেই এই পেয়ারা গাছটি চোখে বাঁধলো। আমি পেয়ারা গাছটি দেখে প্রথমত খুবই অবাক হলাম। কারণ আমি কখনোই দেখিনি এতো ছোট গাছে পেয়ারার ফুল ধরতে।
এরপর পাশে থাকা মনোরম ধান গাছের দৃশ্য আমাকে মুগ্ধ করলো। তাই তার কিছু ছবি তুলে নিলাম। এরপর বিকালের প্রাকৃতিক দৃশ্য যেটা খুবই মনোমুগ্ধকর তার ছবি না তুললে কি হয়। তাই নিজের মন মতো করে ছবিগুলো তুলে নিলাম।
এরপর ঘুরতে ঘুরতে দেখি কলাগাছে কলা ধরেছে তাই কলার ছবিটা তুলে নিলাম ।
এরপর শুরু হলো খাওয়ার পালা। ঘুরতে গেছি কিন্তু হাসের মাংস খাবো না এটা কেমন করে হয়। তাই হাসের মাংস খাওয়া শুরু করলাম। মাংসের স্বাদ এতোটাই সুস্বাদু ছিলো যে এখনো জিভে জল চলে আসে।
দুইটা হাসের মাংস নিয়ে বসে গেলাম।
তারপর ইচ্ছামত খেলাম। এরপর ভাবলাম খাওয়া যখন এতোই বিন্দাস হয়েছে তখম একটু ঘোরাঘুরি করা উচিত। কারণ এতো খেয়ে তো এখনই বের হওয়া সম্বভ না ।
তারপর প্রাকৃতিক দৃশ্য দেখতে বের হলাম। কিছু ছবি তুললাম। এরপর তরমুজ খেত দেখতে চলে গেলাম ।
তরমুজ খেতে কেবল প্রস্ততি চলছে।
তাই তরমুজ খেতের কিছু ছবি তুলে নিলাম।।এরপর বাসায় আসার পালা।বাসায় রওনা দেওয়ার পথেই দেখি আমার এক প্রাণপ্রিয় ভাই ধানগাছে ওষুধ দিচ্ছিলো। তাই তারও কিছু ছবি তুলে নিলাম।
আজকের পোস্ট এটুকুই। সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। পরবর্তী পোস্টে সবার সাথে আবার কথা হবে।
কাজের ফাঁকে তো দেখছি বেশ ভালোই ঘোরাঘুরি করেছেন আপনি। ভীষণ ভালো লেগেছে আপনার ঘোরাঘুরি করার পোস্ট এবং ফটোগ্রাফি গুলো আমার কাছে। আমাদের সাথে খুবই সুন্দর ভাবে আপনার ঘুরাঘুরি করার পোস্ট এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আমার কাছে। এরকম একটি পোস্ট ভাগ করে নিয়েছেন দেখে ভালো লেগেছে।