🫶Better Life With Steemit || The Diary game | 11 sept 2023🫶Today is my full day job

in Steem For Bangladeshlast year
"বিসমিল্লাহির রহমানির রহিম"

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।


সবাই কেমন আছেন। আমি আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আল্লাহ তাহালার অশেষ রহমতে।

20230911_093608.jpg

সকাল পাঁচটা বাজে আমি ঘুম থেকে উঠি। তারপরে দাঁত ব্রাশ করে ফ্রেশ হই। আজকে সকাল বেলা একটু কাজ হালকা আছে। এইজন্য ফার্স্টে আমি কিচেন এর ভিতরে যায় নাস্তা করার জন্য। দেখি যে কিচেনের ভিতরে নাস্তা করার জন্য কিছুই নাই সকালবেলা। তারপরে ফ্রিজ থেকে আমি ডিম বের করা হয়। এদিক দিয়া আরেকজনকে দিয়ে প্যাঁচ কাটার জন্য। তারপরে আমি হিটার টা গরম করে। তারপরে ডিমকে পেঁয়াজের সাথে একসাথে করে গরম হিটার উপরে ঢেলে দি। তারপরে ডিম ভাজা হয়ে গেলে আমরা সবাই একসাথে নাস্তা করতে যাই।


আমরা নাস্তা শেষ করে কিচেন থেকে বাইরে চলে আসি রুমে। তারপরে রুমে এসে কাজের জন্য তৈরি হয় তখন বাজে সাড়ে সাতটা। কিছুক্ষণ যায় আমরা স্টোর এ বসে থাকি আমাদের কোন কমপ্লেইনে ছিল না। হঠাৎ করে দিনের নয়টা বাজে একটাও কমপ্লেন আসে আমাদের।

20230910_163341.jpg

আমাদের কমপ্লেন তো আসছিল একটা রুমের এসি নষ্ট হয়ে গেছে। তারপর আমরা গিয়ে দেখলাম যে এসিতে কি সমস্যা হয়েছিল। তারপরে আমরা রুমের ভিতর গিয়ে এসে দেখলাম যে এসির ভিতরে ঠান্ডা হাওয়া দিচ্ছে না। গ্যাস চেক আর দিয়ে গ্যাস চেক করলাম যে এসির গ্যাস ফুল আছে। তারপর আমরা এসির আউটডোর খুলে নিলাম খুলে নিয়ে কিছুক্ষণ পানি মেরে দিলাম এসির আউটডোরের ভিতর। তারপরে এসে চালু করে দেখলাম যে এসি ঠান্ডা হওয়া দিতেছে।


এই কাজটা শেষ করতে আমাদের ১১ টা বেজে গেছিল। তারপরে আমরা কিছুক্ষণ যাই স্টোর আবার বসে রইলাম। যখন ১১:৪০ বাজলো আমরা কিচেনের ভিতরে চলে আসলাম খাওয়ার জন্য। আমাদের খাওয়ার আর্টেন ছিল মুরগির মাংস। আজকে দুপুরে আর খাওয়ার ছবি তুলতে আমার মনে ছিল না। তারপর রুমে চলে আসি আমরা রেস্ট করি। আবার কাজে যায় দিনে তিনটা বাজে।

20230907_094149.jpg

রাত্রেবেলা আমাদের ক্যাম্পের পিছনে অন্ধকার দেখা যাইতেছিল। জন্য দিনে তিনটা বাজে আমাদের কেন বস বলেছিল একটা লাইট লাগায় দাও এই জায়গায়। তারপর আমরা ওয়াশরুমের উপরে উঠে একটা ৪০০ ভোল্টের লাইট লাগায় দিলাম এই জায়গার উপরে। আমাদের কাজ শেষ হয়ে যায়। বিকাল পাঁচটা বাজে কাজ শেষ করে আমরা রুমে চলে আসি। কিছুক্ষণ রেস্ট করে গোসল করে নিয়ে আমি। তারপর রুমের বাইরে কিছুক্ষণ বসে রইলাম।

20230911_182012.jpg

আমরা এক রুমে দুইজন থাকি একজন বাঙালি আর একজন ইন্ডিয়ান। ও আমাকে বলল চল আমরা ঐ দিকের থেকে ঘুরে আসি। আমি বললাম এখন সন্ধ্যা সাড়ে ৬টা বাজে। বলল চল ওই ক্যাম্পের ওই দোকানে নাকি সিঙ্গারা বিক্রি করে। তারপরে আমরা চলে গেলাম সিঙ্গারা খাওয়ার জন্য। তারপরের রাইতের নয়টা বাজে আমরা খাওয়ার খেয়ে নিলাম। কিছুক্ষণ মোবাইল থেকে তারপরে শুয়ে পড়লাম আমি কেন সকাল বেলা আমার কাজ আছে আবার কালকে।


অবশেষে এটাই বলব। ভুল মানুষেরই হতে পারে। আমিও একজন মানুষ। তাই আমার যদি কোন ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আশা করি সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন আল্লাহ তায়ালার রহমতে।

আল্লাহ হাফেজ
Sort:  
Loading...
 last year 

আপনি আপনার একটা দিনের কার্যাবলী খুব সুন্দর ভাবেই উপস্থাপন করেছেন। যারা প্রবাসে থাকে তাদের প্রতিদিনের কার্যাবলী এক রকমের হয়ে থাকে। আপনি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেন এ গিয়েছেন,, নাস্তা খাওয়ার জন্য। কিন্তু ওখানে কিছুই ছিল না,,, এরপর ডিম ভেজে নাস্তা করে নিয়েছেন।

এরপর আপনি কাজের জন্য চলে যান,, এবং আপনাদের রুমের এসি নষ্ট হয়ে গেছে। সেটা ঠিক করেন এবং আপনাদের রুমের বাহিরে একটা লাইট লাগানোর কথা ছিল। সেটাও আপনারা লাগিয়ে নিয়েছেন।

কাজ শেষ হবার পর আপনি আপনার বন্ধুর সাথে একটু ঘুরতে বের হয়েছেন। এবং একটা দোকানে সিঙ্গারা বিক্রি করা হয় সেখানে গিয়ে আপনারা সিঙ্গারা খেয়েছেন। রাত 9 টায় খাবার খেয়ে কিছুক্ষণ মোবাইল দেখে তারপর ঘুমিয়ে পড়েছেন। এভাবেই আপনার একটা দিন কেটে গেল। অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, আপনার একটা দিনের কার্যাবলী এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার সহায় হবেন।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনি আমার পোস্টে পুরা দেখে এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য। আসলে আপু প্রবাসীদের কথা বললে শেষ হওয়ার মতো না। ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন দয়া করে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 67059.35
ETH 2672.35
USDT 1.00
SBD 2.72