The Diary Game Better Life (24 December 2021) || By @arjinarahman || 30% for @hive-138339

in Steem Bangladesh2 years ago (edited)

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন সবাই?আশা করছি মহান আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি

Polish_20211224_205927255.jpg


সকাল


প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠতে চাইলেও কেনো যেনো লেইট হয়ে যায়।আজকেও তার ব্যাতিক্রম হয়নি।চোখ মেলে দেখি ৮ টা বাজে।যা সত্যিকার অর্থেই ব্যাড হ্যাবিট।আই সুড চেইঞ্জ দিস ব্যাড হ্যাবিট।এনিওয়ে,ঘুম থেকে উঠে কিছুক্ষণ নেট কানেক্ট দিয়ে স্টিমে স্ক্রল করছিলাম।দেন বেড ত্যাগ করে সুন্দর করে রুমটি গুছিয়ে নিলাম এবং ফ্রেশ হয়ে দু গ্লাস ঠান্ডা পানি পান করলাম।করে নিচে কিচেনে গিয়ে সকালের খাবার রেডি করলাম।খাবার রেডি হয়ে গেলে রুমে এসে নাস্তা করে নিলাম।নাস্তা করে পড়তে বসলাম।কিছুক্ষণ স্ট্যাডি করে হাল্কা কিছু কাপড় ছিলো তা ডিটারজেন্ট দিয়ে ভিজিয়ে দিলাম।


দুপুর


Screenshot_2021-12-24-21-09-49-48_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg

কিছু নিজের কাজ সেরে নিয়ে শাওয়ার নিতে গেলাম ওয়াশরুমে।প্রথমে কাপড়গুলো ওয়াশ করে শুকাতে দিলাম দেন শাওয়ার কম্প্লিট করলাম। অন্যান্য দিনের থেকে আজকে একটু বেশি টাইম কিল হয়েছে আজকে।রুমে এসে দেখি একটা পাঁচ মিনিট।আজকে পবিত্র জুম্মার দিন।অন্যান্য দিনের থেকে আজকের দিনটিতে কেনো যেনো একটা আনন্দ কাজ করে।এনিওয়ে, আমি কিছুক্ষণ কুরআন তিলাওয়াত করলাম এবং নামায আদায় করে নিলাম।দেন,দুপুরের খাবার খেয়ে নিলাম।খাবার খেয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করে পড়তে বসলাম।পড়তে ইচ্ছে না করলে আমি কার্টুন দেখি।আজকেও সেটাই করলাম।কিছুক্ষণ কার্টুন দেখে অন্য কাজে হাত দিলাম।


রাত


B612_20211224_211610_879.jpg

বিকেলে কিছুক্ষণ পড়ে বাদাম খেলাম কয়েকটা।একটু কাজ ছিলো তাই বাসার নিচে গিয়েছিলাম সন্ধ্যার দিকে।কাজ শেষ করে রুমে এসে ফ্রেস হই।দেন চা তৈরি করে খাই।চা আর বিস্কিট খেয়ে স্টিমে কিছু সময় কাটালাম।দেন বই নিয়ে পড়তে বসি।খাবার খাওয়ার সময় হয়ে এসেছে।তাই রাতের খাবার নিয়ে এলাম।খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে আমার আজকের ডাইরি লিখা শেষ করলাম।

আল্লাহ্‌ হাফেজ


Sort:  
 2 years ago 

খুব সু্ন্দর একটা দিন কাটিয়েছেন।

 2 years ago 

A very good day with some amazing activities

 2 years ago 

its my pleasure..

 2 years ago 

its my pleasure.

 2 years ago 

অনেক অনেক সুন্দর একটি দিন কাটিয়েছেন।ধন্যবাদ।

 2 years ago 

its my pleasure...

 2 years ago 

আমার ও সকালের অবস্থা একই লেট লতিফ হয়ে যাই। সুন্দর একটি দিন কাটিয়েছেন আপনি।

 2 years ago 

হা হা হা।
ভাইয়া,আমরা সবাই লেইট লতিফের দলে।

 2 years ago 

Have a wonderful day.

 2 years ago 

Thank you so much dear..

 2 years ago 

খুব সু্ন্দর হয়েছে

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.12
JST 0.028
BTC 66369.39
ETH 3585.92
USDT 1.00
SBD 2.59