Steem Bangladesh Contest : Mytownin10pics || 02.06.2022
Assalamualaikum.
Hope all of you are well and enjoying the great platform of steemit.
Earth is a small town. (Bernard)
Picture -1
ছবিতে জে জায়গাটা দেখা যাচ্ছে সেটি সপ্নপুরীতে অবস্থিত। এই জাগাটিতে বিভিন্ন রকম মাছের সমাহার রয়েছে। স্পনপুরিতে বেড়াতে আসা মানুষ প্রায় অনেকেই এখানে আসে। এই জায়গায় খুব কছ থেকে মাছ দেখা জায় এবং মাছকে খাওয়ানো জায়। এই জায়গায় ঢোকার জন্য ৫০ টাকা দিয়ে টিকেত কেটে নিতে হবে। এছাড়াও এই ইয়গার ভিতরে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে।
Picture -2
ছবিতে একটি গেমিং রূম দেখা যাচ্ছে। গেম প্রিয় মানুশদের খুবই পছন্দের একটা জায়গা। কিছুদিন আগে আমি আর আমার বন্ধু মিলে এই গেম হাউসে গেম খেলতে গিয়েছিলাম। বাসায় গেম খেলা আর এখানে গেম খেলা অনেক তফাৎ। আমি আর আমার বন্ধু ২ ঘন্টা গেম খেলি। এই রেম হাউস্টি ঢাকায় অবস্থিত।
picture -3
বাংলাদেশের অন্যতম একটি ইপিজেড হলো মংলা। সাগরের তীর ঘেঁষা এই ইপিজেডে হাজার হাজার মানুষ কাজ করে থাকেন। মুলত এটি পশুর নদীর পাড়ে। কিছুদিন আগে আমরা এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। মোংলা ইপিজেড, মোংলা সমুদ্রবন্দর, সুন্দরবন এই সব কিছুই এখানে পাশা পাশি অবস্থিত।
Picture -4
ঢাকার ব্যাস্ত রাস্তার পাশে মুজিববর্ষ উপলক্ষে সাজানো হয়েছিল। এই জায়গাটি হল ঢাকা বিজয়সরনী। ঢাকার প্রায় সব মোড়ে মোড়ে এরকম বিভিন্ন রকম বর্ণিল সাজে সাজানো হয়েছিল। ঢাকা শহরকে তখন এক ভিন্ন নগরী মনে হতো।
Picture - 5
এই ছবিটি আমি আমাদের মাছ বাজার থেকে তুলেছি। আমাদের এই বাজারে সব রকম দেশী মাছ পাওয়া জায়। দেশী মাছ কেনার জন্য অনেক দূর থেকে এখানে মানুষ আশে। এখানে যেসব মাছ পাওয়া জায় তার বেশীর ভাগই নদী ও বিলের থেকে ধরা হয়।
Picture -6
বিয়ে, জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে সাজানোর জন্য বিভিন্ন ধরনের প্লাস্তিকের ফুল, কাপড়, ফিতা বা বাহারী ধরনের জিনিস্পত্র পাওয়া জায় এই দোকান্টিতে । শুক্রবার বা বন্ধের দিন গুলোয় এই দোকানে অনেক ভীড় থাকে। এই ধরনের দোকান সাধারনত শাহাবাগে দেখা জায়।
Picture -7
রাস্তার পাশে ফলেরে আড়ত দেখাজাচ্ছে। এই জায়গাটি ঢাকার বাদামতলীতে অবস্থিত। সারা বছর বিভিন দ্গরনের ফলের সমারোহে ভরপুর থাকে এই বাজার। ঢাকার সবচেয়ে বড় ফলের আড়ত এটি। এখান থেকে পাইকারি কিনে নিয়ে সারা ঢাকায় খুচরা বিক্রি হয়।
Picture- 8
রাস্তার পাশে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল নিয়ে একজন বিক্রেতা বসে আছেন। এই ধরনের ফুল দিয়ে অনেকেই বাসা সাজিয়ে থাকেন। এই ধরনের ফুলের টবগুলো দামে অনেক সস্তা হয়। বিশেষ করে কোথাও মেলা বা অনুষ্ঠান হলেীই ধরনের দোকান গুলো দেখতে পাওয়া জায়।
Picture -9
বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য খুব সুন্দর একটা রাইড দেখা যাচ্ছে ছবিটিতে। এই রাইড গুলো দেখতে ব্যং্যের মত যা দেখে বাচ্চারা আরো বেশী খুসি হয়। এই পার্কটি ধাকার আশুলিয়ায় অবস্থিত।
Picture -10
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এটি। বিজয় দিবস, জাতীয় দিবসে এই জায়গাটি খুবই সুন্দর করে সাজানো হয়ে থাকে। এছাড়াও সারাবছর এখানে মানুষের ভিড় লেগেই থাকে। এই জায়গাটি অনেক বড় এবং এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ফুলের গাছ রয়েছে।
I would like to mention with invite
@cryptogecko,@monz122,@imohmitch,@jacorv and @Walictr
Thanks For reading.
ছবিতে জে জায়গাটা দেখা যাচ্ছে সেটি সপ্নপুরীতে অবস্থিত। এই জাগাটিতে বিভিন্ন রকম মাছের সমাহার রয়েছে। স্পনপুরিতে বেড়াতে আসা মানুষ প্রায় অনেকেই এখানে আসে। এই জায়গায় খুব কছ থেকে মাছ দেখা জায় এবং মাছকে খাওয়ানো জায়। এই জায়গায় ঢোকার জন্য ৫০ টাকা দিয়ে টিকেত কেটে নিতে হবে। এছাড়াও এই ইয়গার ভিতরে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে।
Picture -2
ছবিতে একটি গেমিং রূম দেখা যাচ্ছে। গেম প্রিয় মানুশদের খুবই পছন্দের একটা জায়গা। কিছুদিন আগে আমি আর আমার বন্ধু মিলে এই গেম হাউসে গেম খেলতে গিয়েছিলাম। বাসায় গেম খেলা আর এখানে গেম খেলা অনেক তফাৎ। আমি আর আমার বন্ধু ২ ঘন্টা গেম খেলি। এই রেম হাউস্টি ঢাকায় অবস্থিত।
picture -3
বাংলাদেশের অন্যতম একটি ইপিজেড হলো মংলা। সাগরের তীর ঘেঁষা এই ইপিজেডে হাজার হাজার মানুষ কাজ করে থাকেন। মুলত এটি পশুর নদীর পাড়ে। কিছুদিন আগে আমরা এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। মোংলা ইপিজেড, মোংলা সমুদ্রবন্দর, সুন্দরবন এই সব কিছুই এখানে পাশা পাশি অবস্থিত।
Picture -4
ঢাকার ব্যাস্ত রাস্তার পাশে মুজিববর্ষ উপলক্ষে সাজানো হয়েছিল। এই জায়গাটি হল ঢাকা বিজয়সরনী। ঢাকার প্রায় সব মোড়ে মোড়ে এরকম বিভিন্ন রকম বর্ণিল সাজে সাজানো হয়েছিল। ঢাকা শহরকে তখন এক ভিন্ন নগরী মনে হতো।
Picture - 5
এই ছবিটি আমি আমাদের মাছ বাজার থেকে তুলেছি। আমাদের এই বাজারে সব রকম দেশী মাছ পাওয়া জায়। দেশী মাছ কেনার জন্য অনেক দূর থেকে এখানে মানুষ আশে। এখানে যেসব মাছ পাওয়া জায় তার বেশীর ভাগই নদী ও বিলের থেকে ধরা হয়।
Picture -6
বিয়ে, জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে সাজানোর জন্য বিভিন্ন ধরনের প্লাস্তিকের ফুল, কাপড়, ফিতা বা বাহারী ধরনের জিনিস্পত্র পাওয়া জায় এই দোকান্টিতে । শুক্রবার বা বন্ধের দিন গুলোয় এই দোকানে অনেক ভীড় থাকে। এই ধরনের দোকান সাধারনত শাহাবাগে দেখা জায়।
Picture -7
রাস্তার পাশে ফলেরে আড়ত দেখাজাচ্ছে। এই জায়গাটি ঢাকার বাদামতলীতে অবস্থিত। সারা বছর বিভিন দ্গরনের ফলের সমারোহে ভরপুর থাকে এই বাজার। ঢাকার সবচেয়ে বড় ফলের আড়ত এটি। এখান থেকে পাইকারি কিনে নিয়ে সারা ঢাকায় খুচরা বিক্রি হয়।
Picture- 8
রাস্তার পাশে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল নিয়ে একজন বিক্রেতা বসে আছেন। এই ধরনের ফুল দিয়ে অনেকেই বাসা সাজিয়ে থাকেন। এই ধরনের ফুলের টবগুলো দামে অনেক সস্তা হয়। বিশেষ করে কোথাও মেলা বা অনুষ্ঠান হলেীই ধরনের দোকান গুলো দেখতে পাওয়া জায়।
Picture -9
বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য খুব সুন্দর একটা রাইড দেখা যাচ্ছে ছবিটিতে। এই রাইড গুলো দেখতে ব্যং্যের মত যা দেখে বাচ্চারা আরো বেশী খুসি হয়। এই পার্কটি ধাকার আশুলিয়ায় অবস্থিত।
Picture -10
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এটি। বিজয় দিবস, জাতীয় দিবসে এই জায়গাটি খুবই সুন্দর করে সাজানো হয়ে থাকে। এছাড়াও সারাবছর এখানে মানুষের ভিড় লেগেই থাকে। এই জায়গাটি অনেক বড় এবং এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ফুলের গাছ রয়েছে।
I would like to mention with invite
@cryptogecko,@monz122,@imohmitch,@jacorv and @Walictr
Thanks For reading.
Picture -2
ছবিতে একটি গেমিং রূম দেখা যাচ্ছে। গেম প্রিয় মানুশদের খুবই পছন্দের একটা জায়গা। কিছুদিন আগে আমি আর আমার বন্ধু মিলে এই গেম হাউসে গেম খেলতে গিয়েছিলাম। বাসায় গেম খেলা আর এখানে গেম খেলা অনেক তফাৎ। আমি আর আমার বন্ধু ২ ঘন্টা গেম খেলি। এই রেম হাউস্টি ঢাকায় অবস্থিত।
picture -3
বাংলাদেশের অন্যতম একটি ইপিজেড হলো মংলা। সাগরের তীর ঘেঁষা এই ইপিজেডে হাজার হাজার মানুষ কাজ করে থাকেন। মুলত এটি পশুর নদীর পাড়ে। কিছুদিন আগে আমরা এই জায়গায় ঘুরতে গিয়েছিলাম। মোংলা ইপিজেড, মোংলা সমুদ্রবন্দর, সুন্দরবন এই সব কিছুই এখানে পাশা পাশি অবস্থিত।
Picture -4
ঢাকার ব্যাস্ত রাস্তার পাশে মুজিববর্ষ উপলক্ষে সাজানো হয়েছিল। এই জায়গাটি হল ঢাকা বিজয়সরনী। ঢাকার প্রায় সব মোড়ে মোড়ে এরকম বিভিন্ন রকম বর্ণিল সাজে সাজানো হয়েছিল। ঢাকা শহরকে তখন এক ভিন্ন নগরী মনে হতো।
Picture - 5
এই ছবিটি আমি আমাদের মাছ বাজার থেকে তুলেছি। আমাদের এই বাজারে সব রকম দেশী মাছ পাওয়া জায়। দেশী মাছ কেনার জন্য অনেক দূর থেকে এখানে মানুষ আশে। এখানে যেসব মাছ পাওয়া জায় তার বেশীর ভাগই নদী ও বিলের থেকে ধরা হয়।
Picture -6
বিয়ে, জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানে সাজানোর জন্য বিভিন্ন ধরনের প্লাস্তিকের ফুল, কাপড়, ফিতা বা বাহারী ধরনের জিনিস্পত্র পাওয়া জায় এই দোকান্টিতে । শুক্রবার বা বন্ধের দিন গুলোয় এই দোকানে অনেক ভীড় থাকে। এই ধরনের দোকান সাধারনত শাহাবাগে দেখা জায়।
Picture -7
রাস্তার পাশে ফলেরে আড়ত দেখাজাচ্ছে। এই জায়গাটি ঢাকার বাদামতলীতে অবস্থিত। সারা বছর বিভিন দ্গরনের ফলের সমারোহে ভরপুর থাকে এই বাজার। ঢাকার সবচেয়ে বড় ফলের আড়ত এটি। এখান থেকে পাইকারি কিনে নিয়ে সারা ঢাকায় খুচরা বিক্রি হয়।
রাস্তার পাশে বিভিন্ন ধরনের প্লাস্টিকের ফুল নিয়ে একজন বিক্রেতা বসে আছেন। এই ধরনের ফুল দিয়ে অনেকেই বাসা সাজিয়ে থাকেন। এই ধরনের ফুলের টবগুলো দামে অনেক সস্তা হয়। বিশেষ করে কোথাও মেলা বা অনুষ্ঠান হলেীই ধরনের দোকান গুলো দেখতে পাওয়া জায়।
Picture -9
বাচ্চাদের আনন্দ দেয়ার জন্য খুব সুন্দর একটা রাইড দেখা যাচ্ছে ছবিটিতে। এই রাইড গুলো দেখতে ব্যং্যের মত যা দেখে বাচ্চারা আরো বেশী খুসি হয়। এই পার্কটি ধাকার আশুলিয়ায় অবস্থিত।
Picture -10
সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ এটি। বিজয় দিবস, জাতীয় দিবসে এই জায়গাটি খুবই সুন্দর করে সাজানো হয়ে থাকে। এছাড়াও সারাবছর এখানে মানুষের ভিড় লেগেই থাকে। এই জায়গাটি অনেক বড় এবং এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ এবং ফুলের গাছ রয়েছে।
I would like to mention with invite
@cryptogecko,@monz122,@imohmitch,@jacorv and @Walictr
Thank you for sharing such an interesting content with us. Stay active – write posts, comment, interact with others and enjoy .
JOIN WITH US ON DISCORD SERVER:
বাহ ভাই আপনার ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে ১নং ছবিটি অতুলনীয় হয়েছে।