প্রকৃতির সৌন্দর্য

received_158348756480657.jpeg

received_590176338682973.jpeg

received_378083340577398.jpeg

বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। এদেশের সৌন্দর্য এ রয়েছে প্রকৃতির অগ্রাধিকার। উন্নত দেশগুলোর সৌন্দর্য কৃতিমতায় ভরপুর। প্রকৃতি এদেশের সৌন্দর্য্যে বর দান করেছে। বাংলার প্রকৃতির সাথে তুলনা হয় না অন্য কোন দেশের প্রকৃতির।

এদেশের প্রকৃতির নেই কোন ধ্রুবকতা। প্রকৃতি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। প্রকৃতির এই ভিন্ন ভিন্ন রূপ ধারণ নির্ভর করে বাংলার ঋতু বৈচিত্রের উপর। ঋতু বৈচিত্র অনুযায়ী প্রকৃতি কখনো সৌন্দর্যে ভরপুর থাকে, কখনোবা প্রকৃতি নিথর হয়ে যায়, আবার কখনো বা নিজের প্রতি সতেজতা ও স্নিগ্ধতায় ভরপুর হয়ে ওঠে। বাংলার প্রকৃতির সৌন্দর্য মূলত গ্রামের প্রকৃতি কাঠামো। শহরের সৌন্দর্যগুলো তো কৃত্রিমতায় ভরপুর। বাংলার প্রকৃতির রূপ সবুজ। সবুজের সমারোহে ভরপুর এদেশের গাছপালা, ফসলের ক্ষেত, বনাঞ্চল ইত্যাদি। গ্রীষ্মের কাঠফাটা রোদে এদেশের প্রকৃতি মলিন হয়ে পড়ে। গ্রীষ্মের এই মলিনতা দূর করতে প্রকৃতিতে আগমন ঘটে বৃষ্টিময় বর্ষা ঋতুর। শরতের সৌন্দর্য আবার অতুলনীয়। কাশফুল, সাদা মেঘের ভেলা মুগ্ধ করে যে কাউকেই। হেমন্তের হালকা ঠান্ডা আবহাওয়াতে যে কারো প্রাণ জুড়ে যায়। শীতকালে এদেশের প্রকৃতির সবুজ রূপ নষ্ট হয়ে যায়। গাছের পাতা সব ঝরে যায়। আর বসন্ত হলো ঋতুরাজ। চারদিকে লাল ফুলের সমারোহ। বাংলার এই বৈচিত্র্যময় প্রকৃতি মুগ্ধ করে নি এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া দুষ্কর। প্রকৃতির প্রেমে মুগ্ধ হয়ে লেখক এবং কবি সাহিত্যিকগণ তাদের লেখনীতে প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন।

বাংলাদেশ বৈচিত্র্যময় প্রকৃতির সঙ্গে তুলনা হয়না বিশ্বের অন্য কোন দেশের প্রকৃতির। বৈচিত্র্যময় এই প্রকৃতি সব সময় মুগ্ধ করেছে এদেশের প্রকৃতি প্রেমীদের।

received_2889529168029451.jpeg

received_255394739826880.jpeg

Sort:  
 3 years ago 

সুন্দর বর্ণনার সাথে ফটোগ্রাফি করেছেন আরো সুন্দর শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আপনি পোস্ট এর সৌন্দর্য বাড়াতে কিছু মার্কডাউন ব্যবহার করতে পারেন। পিকচারের নিচে লোকেশন ব্যবহার করতে পারেন। পোস্টটি আরো সুন্দর হবে আসলে প্রকৃতির সৌন্দর্য তা আপনি তুলে ধরেছেন। যা দেখে তো ভালো লাগলো বর্ণনা অনেক সুন্দর ছিল।

 3 years ago 

আপনি যে ছবিগুলো ব্যবহার করছেন সেগুলো কোন ডিভাইস থেকে তোলা এবং ছবিগুলোর লোকেশন ব্যবহার করেননি। আপনি চাইলে আরও কিছু মার্কডাউন ব্যবহান করে পোস্টটিকে কোয়ালিটিফুল পোস্ট পরিণত করতে পারতেন। আপনি মার্কডাউন সম্পর্কে জানতে আমাদের কমিউনিটির টিউটোরিয়াল সেকশনে ভিজিট করতে পারেন, ধন্যবাদ।

প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে খুব ভালো লাগে আমার কাছে।খুব সুন্দর লিখেছেন। সেই সাথে ফটোগ্রাফি খুব সুন্দর লাগছে।শুভ কামনা রইলো আপনার জন্য।ছবি গুলো লোকেশন যুক্ত করুন।

Coin Marketplace

STEEM 0.33
TRX 0.11
JST 0.034
BTC 66753.89
ETH 3256.47
USDT 1.00
SBD 4.34