সন্তান এবং স্ত্রীকে নিয়ে ঘুরাঘুরি - ১০% প্রিয় লাজুক খ্যাক এর জন্য
প্রিয় আমার বাংলা ব্লগ এর বন্ধুগন সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি।
হ্যালো বন্ধুরা গতকালকে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে ঘুরতে বেরোই এবং সেটা ছিল অনেক আনন্দময় একটি মুহূর্ত সেই মুহূর্তগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আশা করব সম্পূর্ণ ব্লগটি পড়বেন।
সেখানে গিয়ে প্রথমে আমরা কাউন্টারে চলে যাই এবং সেখানে আমরা চারজন ছিলাম তো চারজনের জন্য আমরা চারটা টিকিট কাটি তো আমার যেহেতু ছোট বাচ্চা ছিল তো তাদের কোন টিকেট লাগেনি তাদের ফ্রিতেই সে পার্কটিতে ঢুকিয়ে দেওয়া হয় যাই হোক ভেতরে ঢুকেই আমরা দেখতে পাই অনেক সুন্দরতম কিছু দৃশ্য যেগুলো আমার কাছে অনেক মনোমুগ্ধকর লেগেছে।
তো যাইহোক প্রথমে আমরা একটি ট্রেনে চলার জন্য সবাই সিদ্ধান্ত নেই তো প্রথমেই আমার বাচ্চা এবং তার নানি সহ তারা চারজন একটি ট্রেনের মধ্যে ওঠে এবং সেটাতে তারা অনেক মজা করে এবং ট্রেনটি প্রায় চার চক্কর দেয় এবং চার চক্করের জন্য আমাদের কাছ থেকে ১০০ টাকা আদায় করে ।
তো যাই হোক এরপর আমি একটি রেস্টুরেন্টে যাই এবং সেখানে গিয়ে আমি হালকা নাস্তা করি আমি আসলে চড়ার মত যে গাড়িগুলো রয়েছে এগুলোতে উঠতে পারি না আমার মাথা ঘুরায় যাই হোক তো এরপর আমি সেখান থেকে আমার বাচ্চাদেরকে ট্রেন থেকে নামিয়ে আরও অন্যান্য জিনিস দেখি।
মোটামুটি পুরো পার্ক ঘোরার পর আমি বাহিরে আসি এবং বাহিরে আসার পর দেখি সেখানে কিছু খরগোস এবং অন্যান্য পাখি দেখতে পাই যা ছিলো আমার কাছে অনেক সুন্দর।
তো বন্ধুরা তোমাদের কাছে আমাদের গতকালকের দিনটি কেমন লেগেছে তোমরা কেমন উপভোগ করেছ সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো আর চাইলে আমাদেরকে সাপোর্ট করতে পারো তো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।
ডিভাইসের নাম | Vivo V23 |
---|
ক্যামেরা | ১০৮ মেগা পিক্সেল |
ছবির ধরন | ডেইলি ভ্লগ। | । |
ফটোগ্রাফি | @arafatyeasin |
এডিট | নিজে |
লোকেশন | https://w3w.co/staining.offends.yourselves |
বউ-বাচ্চাসহ কুমিল্লার একটি পার্কে ঘোরাঘুরির আনন্দময় মূহুর্ত গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাই ভাইয়া। বেশ আনন্দে কেটেছে আপনাদের সময় গুলো বোঝা যাচ্ছে। মাঝে মাঝে বউ-বাচ্ছা নিয়ে এরকম ঘোরাঘুরি ভাল। আপনার শেয়ার করা ছবি গুলোও সুন্দর হয়েছে। শুভ কামনা রইলো।
আপনাকেও ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য। আপনাদের এরকম মতামত পেলে এরকম পোস্ট করার মনমানসিকতা বাড়ে।