Contest-Feedback for the Steem For Bangladesh community.

in Steem For Bangladeshlast year
Contest-Feedback for the Steem For Bangladesh community.

blue green red independence day of bangladesh instagram post.png
Photo made by Canva


✅ When, through whom or how did you join the Steem for Bangladesh community?


Steemit এ আমার যাত্রা খুব বেশিদিন আগে শুরু হয়নি। এইতো মাস দুয়েক। Newcomers' Community তে যখন এচিভমেন্ট ১ ভেরিভাইড হয় তখন সেই ভেরিফিকেশনটা আমাদের সম্মানিত এডমিন @ripon0360 স্যার করেছিলেন। একজন শিশুর যেমন অফুরন্ত আগ্রহ থাকে, তেমনি মানুষটার প্রতি আমার অগাধ আগ্রহ জন্মালো। তার পোস্ট দেখা শুরু করলাম এবং দেখলাম তখন Steem for bangladesh এর নাম।

আমি আসলে বাংলাদেশি লোকজন খুজছিলাম। তো নতুন নতুন অনেক ভয় শঙ্কা কাটিয়ে সাবস্ক্রাইব করেই ফেললাম। ঘটনাটা আজ থেকে দুই মাস আগে। প্রথম পোস্ট করার পর পরই আমার প্রিয় রিপন স্যার আমাকে স্বাগত জানান এবং একটা ডিসকর্ড লিংক দেন। কিন্তু ডিসকর্ড সম্পর্কে ধারনা না থাকায় আমি সেই মুহুর্তেই যুক্ত হতে পারিনি। আমি বেশ কিছুদিন পরে কমিউনিটির ডিসকর্ডে যুক্ত হই এবং অসাধারন একটা পরিবার পাই।

black grey green red independence day of bangladesh instagram post.png

Made by Canva


✅ Share your opinion about this community.


এই কমিউনিটিতে আসলে অন্যরকম সুন্দর একটা পরিবেশ। একটা বন্ধুত্বপূর্ন ও সহানুভূতিশীল পরিবেশ। মডারেটর যারা আছেন অত্যন্ত স্নেহশীল ও বন্ধুবৎসল। এই কমিউনিটিতে স্টিমিটের নিয়ম খুব কঠোর ভাবে মানা হয় এবং সেই নিয়ম মেনে সকল প্রশ্নের উত্তর সহ সকল সহযোগীতা আমি নিজে এই কমিউনিটি থেকে পেয়েছি।

আর একটা শিক্ষনীয় বিষয় এই কমিউনিটি থেকে পেয়েছি সেটা হলো বিনয়। মোস্তফা জামান স্যার শরিফ স্যার এনামুল স্যারদের ব্যবহার অত্যন্ত সহযোগীতাপূর্ন। স্টিমিট একটা ভালো প্লাটফর্ম তার মধ্যে Steem for bangladesh অন্যতম সেরা একটি কমিউনিটি। ছোট কমিউনিটি তবে ভালো কমিউনিটি।

কমিউনিটিতে বলা মাত্র সকল সহযোগীতা প্রস্তুত থাকে। মনে হয় যারা দ্বায়িত্বে আছেন তারা যেনো সারাক্ষন অপেক্ষা করে বসে থাকেন যে কখন একজন মেম্বারের হেল্প লাগবে। তারা এতোটাই ডেডিকেটেড। আর বাংলাদেশের নাম গোটা বিশ্বের স্টিমিয়ানদের কাছে পৌছে দেয়ার অন্যতম মাধ্যম হিসেবে কাজ করছে এই কমিউনিটি। একজন বাংলদেশী হিসাবে এবং এই কমিউনিটির সদস্য হিসাবে আমি বিনীতভাবে গর্বিত। কারন এই কমিউনিটির মূলমন্ত্র হলো ভালো আচরন, বিনীত আচরন, ভালো জীবন ব্যবস্থা ও সততা।আমার খুবই পছন্দের কমিউনিটি STEEM FOR BANGLADESH.

Green Simple Nature YouTube Video Ad (1).gif

Design by Canva


✅ Would you like to see this community in the upcoming engagement challenge?


অবশ্যই আমি চাই এই কমিউনিটিতে সমসময় নিয়মিত এনগেজমেন্ট চ্যালেঞ্জ চলুক। কারন যতো বেশি এই ধরনের চ্যালেঞ্জ হবে আমরা ততো কাছাকাছি আসবো ।একজনের সাথে আরেকজনের পরিচয় এবং সুসম্পর্ক বাড়বে। সেটা দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়বে।আমি বিভিন্ন এনগেজমেন্ট চ্যালেঞ্জে অংশগ্রহন করেছি এবং প্রতিবারই কারো না কারো সাথে পরিচয় ও সুসম্পর্ক তৈরি হয়েছে। কমিউনিটি বড় করার জন্যে এই ধরনের চ্যালেঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ন।

Blue White English Community Helpers Presentation.png

Made by Canva


✅ Any guidance or advice you have for the growth of the community or for the team responsible here? We respect users' opinions.


আসলে আমার মতন নতুনদের কাছ থেকে কমিউনিটির গ্রোথ বৃদ্ধি করার জন্যে খুব ভালো কোনো পরামর্শ আছে তা আমি জোর দিয়ে বলতে পারি না। আর এখানকার দ্বায়িত্বপ্রাপ্ত লোকজন এতো ভালো যে আমার অভিযোগ বা স্বীকারোক্তি করার বা পরামর্শ দেয়ার ধৃষ্ঠতা দেখানোর মতন সাহস নেই আর তার প্রয়োজনও নেই।

তবে কমিউনিটি বড় করতে হলে অবশ্যই মেম্বার বাড়াতে হবে এবং সেটা একটিভ মেম্বার হলেই ভালো হয়। অনেক কমিউনিটিতে দেখলাম নারী ক্ষমতায়নের উপর সম্মান রেখে তারা একজন মডারেটরের মাধ্যমে ইনভাইটেশনের একটা প্রচারনা চালায়। আসলে প্রচারেই প্রসার। স্টিমিটে মান সম্মত লেখার যেমন কদর তেমনি মান সম্মত লেখককেও এখানে ভালো মূল্যায়ন করা হয়।

ডিসকর্ড গ্রুপের সাথে অন্যান্য স্যোশাল মিডিয়াতে স্টিমিট সংক্রান্ত তথ্য দিয়ে কমিউনিটি বড় করা যেতে পারে। ভালো লেখা পড়তে অনেকেই আসে তাই ভালো লেখা ও লেখক তৈরি করার একটা চেষ্টা করা যেতে পারে। সাপ্তাহিক একটা টিপস এন্ড ট্রিকস সেসনে যারা সফল তারা একটু আধটু কৌশল ঘনঘন জানালে আরো ভালো হয়। ডিসকর্ড গ্রুপে সময় ভাগ করে যদি ইনচার্জ রাখা যায় তাহলে সবাই সমসময় প্রশ্নের উত্তর পেয়ে উপকৃত হবে ও কমিউনিটির সুনাম বাড়বে।

বাঙ্গালীর সবচেয়ে বড় ভয় ইংরেজী পরিক্ষা আর সেখানেই সমস্যা, কমিউনিটিতে বাংলা ভালো লেখাকে উৎসাহ দিলে এখানে লিখতে আসা মানুষজনের সংখ্যা বাড়বে। আর প্লাগিয়ারিজম, কৃত্রিম বুদ্ধি মত্তা দিয়ে ইংরেজি লিখিয়ে পোস্টের মান ভালো করার লোকজন ও সেটা করতে অনুৎসাহিত হবে। যা কিছু সহজ যা কিছু আনন্দের মানুষ সেখানেই বেশি উৎসাহ পায়।

Beige and Green Simple Charity Community Logo.png

Photo By canva

তাই নারী ক্ষমায়ন, ডিসকর্ড ও কমিউনিটিতে বৃদ্ধি করে একটু প্রচারনা, আর নিজেরা একটু ডেলিগেশন করলেই এবং নিয়মিত অধ্যয়নের প্রতিযোগীতার ও পুরস্কারের ও সঠিক ইগো সমস্যামুক্ত মুক্তমনা গাইডলাইন হলে STEEM FOR BANGLADESH সব কমিউনিটির শীর্ষে থাকবে আশা করা যায়।

আর ভালো আয় হলে সবাই পাশে থাকতে চায় তখন ১০-১৫% কমিউনিটির জন্যে যে কেউ দিতে উৎসাহী হবে। তাই ডেইলি কন্টেস্ট, কমেন্ট কন্টেস্ট ( অবশ্যই সেই কমেন্ট অন্য কমিউনিটিতে নয় আবার অন্য কমিউনিটিতে হলে হ্যাসট্যাগে কমিউনিটির পুরোনাম দিতে হবে) ছবি আঁকা কন্টেস্ট,আর ফটোগ্রাফির কন্টেস্ট ভালো হয়। বাঙালী ক্রিয়েটিভ তবে সহজ করে শুরু করলে জনপ্রিয়তা বাড়বে। আমি জানিনা আমার কথা গুলো বলা উচিৎ হয়েছে কিনা তবে একজন নবাগত হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি এবং আমি বলতে চাই আমি STEEM FOR BANGLADESH কে ভালোবাসি। @enamul17 স্যারকে ধন্যবাদ, এতো সুন্দর একটি কন্টেস্ট এর জন্য।



💗I am inviting @dorothy213 & @tasrin94 & @promah

Green Simple Nature YouTube Video Ad (2).gif
Made by canva


--- @aparajitoalamin

Sort:  
 last year 
Thank you very much for sharing a beautiful post, definitely stay active and comment, all the best for your post.
DescriptionInformation
Plagiarism Free
#steemexlusive
Bot Free
Verified User
Support #burnsteem25
Voting CSI7.8 ( 0.00 % self, 63 upvotes, 40 accounts, last 7d )
Period2023-04-10
Transfer to VestingPowerUp : 37.400 STEEM
Cash Out
0
ResultClub5050

Determination of Club Status refers to the https://steemworld.org/transfer-search Web-based Application.

 last year 

খুব সুন্দর করে স্টিম ফর বাংলাদেশ নিয়ে আপনার অনুভুতি প্রকাশ করেছেন। পড়ে ভাল লাগলো। আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

আপনার কমেন্ট পড়ে অনেক অনুপ্রাণিত হলাম। ভালো থাকবেন।

 last year 

I am surprised by your sentiments for Steem For Bangladesh Community. You have shared some nice suggestions for our community growth which is really great. Maintain engagement with everyone. Good luck to you.

 last year 

আমার পরামর্শ আপনার ভালোলেগেছে জেনে খুবই আনন্দিত হয়েছি। আসলে বাংলাদেশ নামটাই যে একটা আবেগের নাম। স্টিম ফর বাংলাদেশ ভালোবাসার নাম।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 62843.32
ETH 3475.97
USDT 1.00
SBD 2.53