Better life with steem. The diary game. 31/08/2024. My enjoyeble day.
আজকে খুব সকালে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠেই আমার দাঁত ব্রাশ করি। তারপর হাত মুখ ধুয়ে নিই। তারপর কিছুক্ষণ হাটা চলা করি।তারপর সকালের খাবার খাই।
আমি আমাদের বাড়ির পাশে একটা দোকানে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস ক্রয় করে নিয়ে আসলাম। আমাদের বাড়ি থেকে তো কারো দূরত্ব প্রায় তিন থেকে চার মিনিটের। বাড়িতে কোন জিনিসের প্রয়োজন হলে বেশিরভাগ সময় এই দোকানে চলে আসি। গ্রামের দোকান খুলবে যে রকম দেখছেন এরকমই হয়ে থাকে। আমি প্রয়োজনীয় জিনিস ক্রয় করে আবার বাড়ির দিকে রওনা করে দিলাম।
বাড়িতে এসে কিছুক্ষণ সময় বসে রইলাম। আজকে তেমন কোনো কাজ নেই। আমাদের বাড়ির পাশে বসবাস করে তার নাম আব্দুল কাদের। ছবিতে যাকে দেখতে পারছেন তার নাম আব্দুল কাদের। সে তার গরু থেকে দুধ সংগ্রহ করিতেছে। তার ১৬-১৭ টা গরু রয়েছে। সে কৃষি কাজের পাশাপাশি গরু পালন করে থাকে।
বাড়িতে এসে আমাদের বাস ছাড় থেকে একটা বাঁশ কাটা হলো। বাসটি কেটে নিয়ে যাবার পর বাসের সাথে চিকন যে অংশগুলো থাকে আঞ্চলিক ভাষায় তাকে কঞ্চি বলে সেগুলো কেটে একত্রিত করলাম। একত্রিত করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম।
আজকে গরম মোটামুটি ভালোই রয়েছে। তাই ঠান্ডা বাতাসে বসে থাকতে বাড়ির পাশে একটা গাছের নিচে চলে আসলাম। এখানে এসে দেখি আমার চাচা মোঃ ইমান আলী মন্ডল কেউ বসে রয়েছে। এখানে বসে চাচার সাথে বিভিন্ন রকমের আলোচনা করলাম। তার শরীরের কি অবস্থা জিজ্ঞেস করলাম। চাচা বলল আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছি।
বাড়ির একটা অংশে দেখতে পারলাম ছোট ছেলে গুলো মার্বেল খেলতেছে। ছোট ছোট ছেলেগুলো এই খেলাটা খুব লম্বা সময় ধরে খেলতেছে। তারা দুইটা দলে ভাগ হয়ে খেলতেছে। ছেলেগুলো অবসর সময়ে এই খেলাটা বেশি খেলে থাকে। আমি বেশ কিছুক্ষণ সময় খেলা উপভোগ করলাম। তারপর আমি চলে আসলাম।
আমি নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসি। এসে দেখি আমাদের মসজিদের ওযু করার জায়গাটা টাইলস করে সম্পন্ন করা হয়েছে। পরিবেশটা দেখে খুবই মনোমুগ্ধকর মনে হলো। এই ওযু খানার কাজ একটা তুরস্কের এজেন্ট এর লোক গুলো এসে করে দিয়ে গেছে। এখানকার সমস্ত খরচ তারা গ্রহণ করেছে।
বিকালের দিকে আমি আবারো আমাদের বাড়ির পাশে টঙ্গে এসে বস। এখানে এসে অনেক সময় কাটিয়ে থাকি। এখন আমার সাথে আমার বড় ভাই মোঃ আব্দুল মোতালেব কেউ বসে ঠান্ডা বাতাসে শরীর শীতল করিতেছে। এখানে সারাদিনই লোকজনের আনাগুনা থাকে। যাদের কোনো কাজ থাকে না তারা এখানে এসে বিশ্রাম নিয়ে থাকে। পূবালী বাতাসে বসে থাকতে কবি ভালো লাগে।
সন্ধ্যার দিকে আমি বাজারে চলে আসলাম। আমি আর শাহিন ভাই দুজনে মিলে বেশ কিছু প্রয়োজনীয় তরকারি ক্রয় করে একটা ওষুধের দোকানে চলে আসলাম। ওষুধের দোকানে এসে দুজনের প্রয়োজনীয় ওষুধ ক্রয় করলাম। তারপর বাড়ির দিকে রওনা শুরু করলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হলাম। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে রাতের খাবার খেলাম। তারপর কিছুক্ষণ সময় হাঁটাচলা করলাম। হাঁটাচলা করা আমার প্রত্যেক দিনের রুটিন। কিছুক্ষণ হাঁটাচলা করে আমি আমার ঘরে চলে আসলাম। এই ছিল আজকে আমার সারাদিন। আবারো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Hi, Greetings, Good to see you Here:)
Thank you very much for sharing a beautiful article with us. Hope you stay active and keep engaging with everyone. Join our Discord servers for help. Click the link below to join our discord server. https://discord.gg/6by5BAtAAC
😊 "What a lovely day it was! 🌞 The sun was shining bright, and Pobita's soothing voice was like music to my ears... literally! 😎 As I went about my daily routine - visiting the market, buying some essentials with Shahin bhai, and getting our meds from the pharmacy - I couldn't help but feel grateful for this beautiful life. 🙏 The evening was spent relaxing, enjoying a delicious meal, and taking a refreshing walk... which is something I try to do every day. 💪 It's amazing how just taking some time out to appreciate nature can uplift your mood! 😊 Thanks so much to everyone who took the time to read and enjoy this post with me! 🙏 If you're feeling generous, please consider voting for our witness @xpilar.witness by heading over to https://steemitwallet.com/~witnesses. Your support would truly mean a lot to us! 😊 Let's keep spreading love and positivity in the Steem community! ❤️"