হাসির গল্প "ডিম কাহিনি" এর প্রথম পর্ব।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আমি আমার গল্পের মাধ্যমে প্রতিনিয়ত চেষ্টা করি একটু বিনোদন দেওয়া জন্য।আর সেই হিসেবে আজও আপনাদের মাঝে ডিম কাহিনি হাসির গল্পের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি। আশাকরি,এবারও এই গল্পটি আপনাদের ভালো লাগবে।


Source


আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গ্রামের বাসায় আসলাম।অনেকদিন পরে আমার চাচাতো ভাইও গ্রামের বাসায় এসেছিল।সে আমার অল্প কিছু দিনের ছোট হলেও খুবই রসিক প্রকৃতির মানুষ।জীবন-জীবিকার তাগিদে এখন আর অনেক আত্মীয়স্বজনদের সাথে দেখা সাক্ষাৎ খুব একটা হয় না।তাই অনেকদিন পরে চাচাতো ভাইকে দেখে খুবই ভালো লাগলো।সে ও আমাকে দেখে খুবই খুশি।দুই ভাই মিলে কিছুক্ষণের জন্য গল্পের মাঝে মশগুল হয়ে গেলাম।

এমন সময় চাচাতো ভাই হাসতে হাসতে বলল,বর্তমানে যা অবস্থা তাতে মনে হচ্ছে অযোগ্যরা এগিয়ে যাবে।মোটকথা তারা যে অযোগ্য এটা বোঝানোর আর কোন উপায় থাকল না।অথচ আগে কত সহজেই তা বুঝিয়ে দেওয়া যেত।এখন থেকে সেই রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেল।

আমি চাচাতো ভাইয়ের কথা শুনে বললাম, তুই কিসের কথা বলেছিস, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। একটু ভালো করে আমাকে বুঝিয়ে বলতো দেখি। ছোট ভাই আমার কথার প্রতি উত্তরে বলল,বেসুরো গানের প্রচলন আগেও ছিল,এখনও আছে।কিন্তু আগে মঞ্চে উঠে কেউ বেসুরো গান গাইলে আমরা পচা ডিম ছুড়ে মারতাম।পর্যাপ্ত পচা ডিম না পাওয়া গেলে আমরা ভালো ডিম ও ছুঁড়তাম।
আবার অনেক সময় এমনও হতো আমাদের হাতে ডিম দেখলেই সেই বেসুরো শিল্পী ভয়ে মঞ্চ থেকে নেমে পড়ত।কারন সে ধরে নিত ডিমগুলো পচা। এখন ডিমের দাম এতই বেড়ে গেছে যে,ছোড়ার জন্য প্রয়োজনীয় ডিম কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কারন ডিমের এতই সংকট যে,ডিম এখন পচারই সুযোগ পাচ্ছে না।

আর ভালো ডিম ছোড়ার কথা তো চিন্তাও করা যায় না এতে হবে কি বেসুরো শিল্পীরা সাহস পেয়ে যাবে।তারা এখন আর মঞ্চ থেকে নামতে চাইবে না।এখন যদি তাদের ডিম ছোড়ার ভয় দেখাবেন।তাতে তারা আরও দ্বিগুণ উৎসাহ পাবে।কারন ডিমটা যদি ভালো হয়ে যায়। আর কোন ভাবে একটা ডিমও যদি ক্যাচ ধরে ফেলতে পারে,তাহলে কতগুলো টাকা একবার চিন্তা করেন ভাই।

আজ এ পযন্তই।অন্যদিন এর পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

আমার পরিচিতি


9550.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

দুই ভাই মিলে তো দেখছি বেশ ভালোই গল্প করেছেন। সত্যি অনেক দিন পরে দেখা হলে অন্য রকম ভালো লাগা কাজ করে। আপনি ঠিক বলেছেন বর্তমানে ডিমের যে দাম তাতে পঁচা ডিম ও ছুড়ে মারা মুশকিল। সত্যি গল্পটা পড়ে বেশ হাসি পেল।ধন্যবাদ ভাইয়া গল্পটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

খুব সুন্দর গল্প লিখেছেন ভাই। আপনার গল্পের আজকের প্রথম পর্ব পড়ে খুব ভালো লাগলো। বাস্তবতার সাথে মিল রেখে বেশ চমৎকার গল্প আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি গল্পটি বেশ হাসির। আপনার গল্প উপস্থাপন বেশ দুর্দান্ত । এত চমৎকার গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আপনার ভাই বেশ মজার মানুষ মনে হচ্ছে ।গল্পটা পড়ে একটু হাসলাম। সত্যিই চমৎকার বলেছেন এ বেসুরে শিল্পীদেরকে এখন ডিম মারার উপায়ও নেই। ডিমের যা দাম বেড়েছে ।বেশ ভালো ছিল। ধন্যবাদ আপনাকে।

 last year 

হাসির গল্পে হাসির কাহিনী এর প্রথম পর্বটি পড়ে সত্যি আমার খুবই হাসি পাচ্ছে। এরকম একটা মজার বিষয় আমি আগে কখনো ভাবিনি। আপনার গল্পটি পড়ে খুবই আনন্দিত হলাম ভাই। এটা সত্যি যে বর্তমানে ডিমের দাম অনেক বেশি। তবে এই ডিমের কাহিনী নিয়ে যা আপনি এত সুন্দর একটা হাসির গল্প লিখে ফেলবেন তা আমি চিন্তাও করিনি অনেক ধন্যবাদ ভাই এরকম একটু পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার হাসির গল্প পড়ে খুব ভালো লাগলো। তবে আপনার চাচাতো ভাই একদম ঠিক কথাই বলেছে। আগে মঞ্চে শিল্পীরা উঠে গান গাইত যখন ভালো লাগত না তখন পচা ডিম মারা হতো। এখন ডিমের দাম এত বেড়ে গেছে ডিম পাওয়াই যায় না। তাই শিল্পীরা ডিম মারার ভয় থেকে বেঁচে গেল। তবে ঠিক বলেছেন একটা ডিম যদি কোন ভাবে ধরে ফেলে তাহলে তার জন্য সুবিধা হয়। আর এখন খারাপ সুরের কণ্ঠশিল্পী অনেক বেড়ে গেলো। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে হাসির গল্প শেয়ার করলেন। আশা করি পরের পর্ব আমাদের মাঝে খুব তাড়াতাড়ি শেয়ার করবেন।

 last year 

আপনার হাসির গল্পটি পড়ে সত্যিই অনেক ভালোই লাগলো। আপনার চাচাতো ভাই সত্যিই খুব ভালো কথাই বলেছে। বর্তমান সময়ে অনেক ধরনের শিল্পী আছে যাদের কানের কণ্ঠ ভালো না। কিন্তু আগের সময় শিল্পী গুলো ভালো গান না করলে তাদেরকে পচা ডিম মারতো দর্শকেরা। আর এখন ডিম মারার ভয় নেই কারণ ডিমের দাম অনেক বেশি। অনেক সময় বাজারের ডিম পাওয়াই যায় না। আর যাদের কন্ঠ ভালো না তাদের জন্য সুবিধা হয়েছে। যাইহোক পরের পর্ব খুব তাড়াতাড়ি আমাদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর হাসির গল্প আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে হাসির গল্প শেয়ার করেছেন। আপনারা দুই ভাই মিলে তো বেশ ভালোই গল্প করছেন ভাই আমার কাছে মনে হচ্ছে আপনার ভাই বেশ মজার মানুষ ভাই। সত্যি ভাই গল্পটা পড়ে আমি একা একাই অনেক হাসছি। যাইহোক এখনকার বাজারে আগুনের তুলনায় ডিমের দাম কিন্তু অনেক বেশি ভাই। আপনার এই গল্পের পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

 last year 

চাচাতো ভাইয়ের কথায় কিন্তু যথেষ্ট যুক্তি আছে। মঞ্চে কোনো শিল্পী বাজে গান গাইলে আগে কিন্তু সত্যিই পঁচা ডিম মারতো। তবে এখন এটা সম্ভব নয়। ডিমের দাম আসলেই অনেক বেড়েছে। সিন্ডিকেট করে কয়দিন পরপরই ডিমের দাম এভাবে বাড়াচ্ছে। আর দুই একটা মামলা দিয়ে বা জরিমানা করে ভোক্তাধিকার আমাদের আই ওয়াশ করছে। যাইহোক পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58751.99
ETH 2642.76
USDT 1.00
SBD 2.47