নয়টি ফুলের রেনডম ফটোগ্রাফি।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হায় বন্ধুরা


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে আজ আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার জন্য আপনাদের মাঝে কিছু জানা বা নাজানা রেনডম ফুলের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।ছবিগুলো আমার খুব ভালো লেগেছে।।আশাকরি রেনডম ফুলের ফটোগ্রাফিগুলো আপনাদেরও ভালো লাগবে।




এখানে আমি মোট ৯ টি ফটোগ্রাফি শেয়ার করেছি আর এখানে করা প্রত্যেকটি ফটোগ্রাফি খুবই সাধারণ এবং পরিচিত-অপরিচিত কিছু ফুলের। আর আপনাদের মধ্যে কার কোন ফটোগ্রাফিটি বেশি ভালো লাগেছে সেটা নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে।


asa.png



এটি হচ্ছে নাগ চাঁপা ফুল।এটাকে নাগচম্পা,বৃন্দাবন চাঁপা,পুদিকা চম্পা,প্রেমনলিনী ও কমলিকা নামেও অনেকের নিকট পরিচিত।নাগ চাঁপা ফুলের সৌন্দর্য নয়নাভিরাম।যা দেখেতে আমার কাছেও ভিষণ ভালো খুব ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png



এই ফুলটি হচ্ছে টগর ফুল।টগর ফুলের গাছ বহুকাল আগে থেকে বাড়ির আঙ্গিনা ও বাগান সাজানোর জন্য লাগানো হয়ে আসছে গ্রামে থেকে শহর পর্যন্ত সবখানেই।এই ফুলটি সাধারণত গ্রীষ্ম ও বর্ষার ফুল কিন্তু সারা বছরেই ফোটে।হালকা গন্ধ পাওয়া যায় গুচ্ছ পাপড়ির টগর ফুলে।


Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png



এটি হচ্ছে অলকানন্দা ফুল।এটি অ্যালামন্ডা বা অ্যালামান্ডা নামেও অনেকের নিকট পরিচিত।বড় আকারের হলুদ ফুলটি দেখতে খুবই সুন্দর। রৌদ্রকরোজ্জ্বল দিনে এটি সবচেয়ে ভালভাবে ফোটে। পানি জমে থাকেনা এমন মাটিতে এটি ভাল জন্মে।


Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png



এই ফুলের নামটি আমার জানা নেই।রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার পাশে দেখেতে পেলাম।আর আমার কাছেও এই ফুলের দৃশ্যটি ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png



এই ফুলের নামটিও জানা নেই।দেখেতে আমার কাছে খুব ভালো লেগেছে।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png



এই ফুলের নামটিও আমার জানা নেই।রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় দূর থেকে ফুলের দৃশ্যটি আমার কাছে ভালো লেগেছিল।তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png



এটি হচ্ছে সন্ধ্যামালতী ফুল।এটি সন্ধ্যামনি বা কৃষ্ণকলি নামেও পরিচিত।সন্ধ্যামালতী আমাদের অতিপরিচিত একটি ফুল গাছ।গ্রামের অনেক বাড়িতেই সন্ধ্যামালতী দেখা যায় বাড়ি সাজাতে।তাছাড়া রাস্তার ধারে বা বাড়ির প্রবেশ পথের পাশে সন্ধ্যামালতী গাছ খুব সুন্দরভাবেই বেড়ে উঠতে দেখা যায়। রোদযুক্ত ও হালকা ছায়াযুক্ত জায়গা সন্ধ্যামালতী ভালো হয়।



Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png



এটি হচ্ছে আমাদের সকলেরই পরিচিত বেলী ফুল।এটি দেখতে যেমন অনেক সুন্দর ,এর ঘ্রাণ আরো সুন্দর। বেলি ফুলের সুগন্ধ চারিদিকে মহিত করে।বর্তমানে বিভিন্ন বিয়ে, অনুষ্টানে, এই ফুল ব্যবহার করায় এর চাহিদা প্রচুর পরিমানে বৃদ্ধি পাচ্ছে। বেলি ফুরের ভেষজ গুণাগুণ রয়েছে। আর এটি ব্যবহার করে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হচ্ছে।


Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png



এই ফুলের নামটি আমার জানা নেই।সন্ধ্যার পরে বাসায় ঢুকার সময় পাশের বাড়ির সামনে দেখতে পেলাম।আর ভালোও লেগেছে। তাই সাথে সাথে ফটোগ্রাফি করে ফেললাম।


Device: Google Pixel 4a

Taken on: 15 September 2023

asa.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC (1).png


111.png


standard_Discord_Zip.gif


Heroism_3rd.png



VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আপনি খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া।তবে এই অলকানন্দা ফুলটি আমার কাছে ভিন্ন ধরনের মনে হয়েছে।অলকানন্দা ফুল অবশ্য অনেক জাতের হয়ে থাকে।আমার কাছে বেলি ফুলটি খুব ভালো লেগেছে।তাছাড়া 4 নং ছবিটি কামরাঙ্গা ফুলের আর 5 নং ছবিটি মাধবীলতা ফুলের।ধন্যবাদ ভাইয়া।

 last year 

অসংখ্য ধন্যবাদ দিদি,নাম না জানা ফুলের নামটি জানিয়ে দেওয়া জন্য।আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 last year 

ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। যেগুলো দেখে আমি চোখ ফেরাতে পারিনি। মনে হচ্ছিল যেন ডিএসএলআর ক্যামেরার মাধ্যমে ছবিগুলো উঠানো হয়েছে এত সুন্দর ছিল। শুভ কামনা রইল এত সুন্দর ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাইয়া। তবে আমার কাছে টগর ফুলের ফটোগ্রাফি গুলো বেশি ভালো লাগলো। সবুজ গাছের মধ্যে ছোট ছোট ফুলগুলো যেন সৌন্দর্যের কথা বলছিল। অসংখ্য ধন্যবাদ ভাইয়া দারুন দারুন কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ আপু, প্রতিনিয়ত উৎসাহ মূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

নাগচাপা ফুলটা দেখলে অনেক সময় মনে হয় কাঠগোলাপ। ঐটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং টগর ফুলের ফটোগ্রাফি টাও ভালো ছিল। তবে ওটা আরেকটু কাছে থেকে করলে ভালো লাগত। সবমিলিয়ে ফটোগ্রাফি গুলো দারুণ করেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনার শেষের ফুলের ফটোগ্রাফি টি হচ্ছে বাগান বিলাস। বাগান বিলাস ফুলকে অনেকে কানন বিলাস ফুল বলে থাকে। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি খুব দুর্দান্ত হয়েছে। আসলে ফুল সৌন্দর্যের প্রতীক। ফুলের সৌন্দর্য দেখে সত্যিই মুগ্ধ হয়ে যায় আমরা। আপনার বেলী ফুল এবং অলকানন্দা ফুল দেখে খুব ভালো লাগলো। তা ছাড়া নাগ চাঁপা ফুলের সৌন্দর্য অসাধারণ। এত চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই, এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

আপনি অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখে তো আমি মুগ্ধ হয়ে এক নজরে তাকিয়ে ছিলাম। প্রত্যেকটা ফুলের সৌন্দর্য দারুন ভাবে ফুটে উঠেছে। আপনি যে ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন এগুলোর প্রত্যেকটা ফুলের সাথে আমি পরিচিত।

 last year 

অসংখ্য ধন্যবাদ আপু,এত সুন্দর ও চমৎকার উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

প্রত্যেকটি ফুল অনেক সুন্দর ছিল ভাইয়া। বেশ ভালো লাগলো আপনার এই অসাধারণ ফুলের ফটোগ্রাফি গুলো। সবচেয়ে বেশি ভালো লেগেছে এজন্য যে এখানে আমার পরিচিত এবং অপরিচিত বেশ অনেক ফুল রয়েছে। অনেকদিন পর বেলি ফুলের দৃশ্য দেখতে পেরে বেশ ভালো লাগলো।

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই, এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

ভাই আপনি আজকে খুব চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফুল হলো সৌন্দর্যের প্রতীক আর এই ফুল প্রত্যেকটা মানুষ পছন্দ করে। ভালোবাসার অপর নাম হল ফুল। ফোন দিয়ে মানুষ ভালোবাসা শুরু করে। আপনি খুবই চমৎকার কিছু ফুল আমাদের সামনে তুলে ধরেছেন এবং এই ফুলের বর্ণনা গুলো খুব সুন্দর ভাবে দিয়েছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 last year 

হা ভাইয়া ঠিকই বলেছেন, ফুল হলো সৌন্দর্যের প্রতীক।অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। এই ফটোগ্রাফি গুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

একদমই ক্রিয়েটিভ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার শেয়ার করার প্রতিটি ফটোগ্রাফি আমার অনেক বেশি পরিমাণে পছন্দ হয়েছে। এর প্রত্যেকটি ফটোগ্রাফি আমার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। বিশেষভাবে আপনি যে বেলি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন সেটি আমার অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68481.33
ETH 2722.20
USDT 1.00
SBD 2.75