টিনটিন বাবুর জন্য আমার তরফ থেকে "রঙিন কগজ দিয়ে বার্থ ডে কার্ড।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা


কেমন আছেন?


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।আজ আমরা সকলেই জানি আমাদের খুবই প্রিয় ও আমাদের সম্মানিত ফাউন্ডার বড় দাদার একমাত্র আদরের ধন টিনটিন বাবুর জন্মদিন।আর সেই হিসেবে অনেকেই অনেক ভাবে টিনটিন বাবুকে তার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে।আমি ও তার জন্য কিছু একটা করার চেষ্টা করেছি। সারাদিন আজ এতই ব্যস্ত ছিলাম যে তেমন একটা সময় পাইনি। তারপরও অল্প সময়ে তার জন্য একটি রঙিন কাগজ দিয়ে বার্থ ডে কার্ড তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করলাম।আসলে মন থেকে কিছু করলে তা যতই ছোট বা নগন্য হয়,আমার দৃষ্টিতে সেটাই অনেক মূলবান।আশা করি,এই ড্রাই ক্রাফটি আপনাদেরও ভালো লাগবে।



প্রয়োজনীয় উপকরণ

রঙিন কাগজ
পেন্সিল
স্কেল
কাগজের আঠা
✂ কাঁচি



ড্রাই প্রোজেক্ট তৈরির ধাপসমূহ নিচে তুলে ধরা হলোঃ

প্রথম ধাপ



প্রথমে টিয়া কালার কাগজের উপরে পেন্সিল দিয়ে কেকের সেইপ দিয়ে নিবো।

দ্বিতীয় ধাপ




এরপর কাঁচি ✂ দিয়ে নিচের দাগটি কেটে নিবো।

তৃতীয় ধাপ



এরপর কাগজটি কাটা অংশ ভাজ করে নিবো।

চতুর্থ ধাপ




এরপর ভাজ করা অংশ ভিতরের অংশে ঢুকিয়ে নিবো।

পঞ্চম ধাপ



এরপর অপর আরেকটি আগের মতো কেটে একইভাবে ভাজ করে নিবো।

ষষ্ঠ ধাপ




এরপর আমার কেকের শেপটি সম্পূর্ণ হলো।

সপ্তম ধাপ



এরপর কেকের কাগজটি নিচে গোলাপি রঙের আরেকটি কাগজ আঠা দিয়ে লাগিয়ে নিবো

অষ্টম ধাপ



এরপর একটি রঙিন কাগজ দিয়ে ক্রিমের শেপ কেটে নিয়ে কেকের উপরের অংশে লাগিয়ে নিবো।

নবম ধাপ




এরপর কেকের আরও অংশে ক্রিম লাগিয়ে নিবো।

দশম ধাপ



এরপর কেকের উপরে সাজানো জন্য কিছু রঙিন কাগজ ছোট করে কেটে নিবো এবং তা লাগিয়ে নিবো।

একাদশ ধাপ



এরপর গিফট বক্স এর জন্য আরও কিছু রঙিন কাগজে কেটে নিবো।

দ্বাদশ ধাপ



এরপর কেকের নিচের অংশে গিফট বক্স লাগিয়ে ডেকোরেশন করে নিবো

শেষ ধাপ



এরপর সর্বশেষে কেকের মধ্যে হ্যাপি বার্থ ডে টিনটিন লিখে নিবো।এভাবেই টিনটিন বাবুর জন্য আমার তরফ থেকে রঙিন কাগজ দিয়ে বার্থ ডে কার্ড তৈরি সম্পন্ন হল।

পরিবেশন



পরিশেষে,আমি চেষ্টা করছি রঙিন কাগজ দিয়ে বার্থ ডে কার্ড টিনটিন জন্য তৈরি করে সুন্দরভাবে আপনাদের উপস্থাপন করার জন্য।আশাকরি,আপনাদের এই ডাই-ক্রাফটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। সর্বশেষে টিনটিন বাবু দীর্ঘায়ু কামনা করি এবং বড় হয়ে সে বড় দাদাকে ও ছাড়িয়ে যাবে এই কামনাই করি।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

টিন টিন বাবায়ের জন্মদিন উপলক্ষে আজ আপনি আমাদের মাঝে রঙিন কাগজ দিয়ে করা একটি জন্মদিনের কার্ড শেয়ার করেছেন। অনেক অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত সুন্দর মন্তব্যের জন্য।

 last year 

দাদার ছেলের জন্মদিন উপলক্ষে খুব সুন্দর ভাবে আপনি উইশ করেছেন আজকের এই সুন্দর পোস্টের মাঝে। যেখানে লক্ষ্য করে দেখলাম রঙিন কাগজ দিয়ে সুন্দরভাবে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সুন্দর এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করে বাচ্চাটার জন্মদিন উইশ করার জন্য ধন্যবাদ।

 last year 

আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া, এত চমৎকার মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 last year 

আপনার তরফ থেকে দেখছি অনেক সুন্দর একটা বার্থডে কার্ড তৈরি করেছেন টিনটিন বাবুর জন্মদিনের জন্য। আপনি অনেক সুন্দর করে পুরো কাজটা করেছেন যা দেখে বুঝতে পারছি। এটি তৈরি করতে নিশ্চয়ই সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়েছিল। তবে এটা দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগছে। আমি থেকে সত্যি মুগ্ধ হলাম। টিনটিন বাবুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো।

 last year 

হা ভাই একটু সময় লেগেছে। তারপরও আপনাদের ভালো লাগাতে পেরেছি এটাই আমার স্বার্থকতা।সর্বোপরি,টিনটিন বাবু সবসময় হাসি-খুশির মাঝে বড় হয়ে বড় দাদার মুখ উজ্জ্বল করবে এটাই প্রত্যাশা।

 last year 

যাক তাহলে অবশেষে আপনিও আমাদের প্রিয় টিন টিন বাবুকে নিয়ে পোস্ট শেয়ার করলেন। করবেনই না বা কেন। টিন টিন তো আমাদের সবার প্রাণের প্রিয়। দারুন লিখেছেন ভাইয়া।

 last year 

আপনার এই বার্থডে কার্ড তৈরি করার পদ্ধতি বেশ ভালো ছিল। আসলে মন থেকে যেকোনো কিছু করলে সেটা কখনো আমাদের কাছে ছোট লাগে না দেখতে। সেটা আমাদের কাছে অনেক মূল্যবান এবং অনেক বড় মনে হয়। আপনি কার্ড যেমন সুন্দর করে তৈরি করেছেন, তেমনি লেখাটা ও অনেক সুন্দর ভাবে লিখেছেন। টিনটিন বাবুর জন্য ও শুভেচ্ছা রইল।

 last year 

বাহ্! টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে চমৎকার একটি কার্ড তৈরি করেছেন ভাই। আপনার ডাই প্রোজেক্টটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। বিশেষ করে কালার কম্বিনেশনটা চমৎকার লেগেছে আমার কাছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয়। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। (ভাই আপনি ডাবল হ্যাশট্যাগ দিয়েছেন। আশা করি ঠিক করে নিবেন।)

 last year 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে রঙিন কগজ দিয়ে খুব সুন্দর বার্থ ডে কার্ড বানিয়েছেন। আপনার এই কার্ড আমার কাছে অনেক ভালো লেগেছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last year 

রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো ধরনের ডাই দেখতে ভালো লাগে।টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষ্যে রঙিন কাগজ দিয়ে বার্থডে কার্ড তৈরি করেছেন ভাইয়া আপনি। আপনার আজকের ডাইটি জাস্ট অসাধারণ হয়েছে।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধাপগুলো দেখে যে কেউ সহজেই ডাইটি তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

টিনটিন বাবুর জন্মদিন উপলক্ষে খুব সুন্দর করে কাগজের কেক তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার দক্ষতা সত্যি প্রশংসনীয়। আমার কাছে খুবই ভালো লেগেছে। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.15
JST 0.030
BTC 65669.27
ETH 2668.58
USDT 1.00
SBD 2.87