হাসির গল্প "খেলা নিয়ে ম্যালা কথা" এর তৃতীয় ও শেষ পর্ব ।।

in আমার বাংলা ব্লগ10 months ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,প্রচন্ড গরমের মাঝে আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। গত দুই দিন আগে আমি আপনাদের মাঝে হাসির গল্প খেলা নিয়ে ম্যালা কথা এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছিলাম।গল্পটি আপনাদের ভালো লেগেছিল।যার দরুন আজ আমি আপনাদের মাঝে আবারও সেই গল্পটির তৃতীয় ও শেষ পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটির এই পর্বও আপনাদের ভালো লাগবে।


Source


আজ বাসা থেকে বের হবার সময় আমার এক প্রতিবেশী সাথে দেখা হল।তার সাথে কিছুটা সময় কথা বলার এক পর্যায়ে প্রতিবেশী বললেন,আমার মতে এবারের বিশ্বকাপটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত বিশ্বকাপ।আমি প্রতিবেশীর কথা শুনেন অবাক হয়ে বললাম,স্বাস্থ্যসম্মত বিশ্বকাপ আবার কী জিনিস? একটু কি বুঝিয়ে বলা যাবে?

প্রতিবেশী আমার কথা শেষ হতেই বললেন,বলা যাবে না মানে!অবশ্যই বলা যাবে ভাই।অন্যান্ন বিশ্বকাপে একেকটা দলের সঙ্গে একেকটা দলের এমন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে যে,কোন দল জিতবে আর কোন দল হারবে,এটা নিয়ে টেনশন করতে করতে আমার হার্টের বারোটা বেজে যেত।

কিন্তু এবার বড় বড় দলের খেলা দেখেছি, কেমন যেন নিরুত্তাপ। উত্তেজনা নেই বললেই চলে। বিশাল বিশাল ব্যবধানে জয় বা পরাজয় দেখা যাচ্ছে,।মোটকথা,টানটান উত্তেজনা ও নেই।আর তাই হার্টের ওপর চাপও নেই।এর চেয়ে স্বাস্থ্যসম্মত বিষয় আর কি হতে পারে?

এমন সময় আমাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার এক দুঃসম্পর্কের ভাবি।প্রতিবেশীর কথা শেষ হতেই ভাবি আমার উদ্দেশ্যে বললেন,আপনার ভাইকে নিয়ে আর পারিনা।এমনিতেই দিনের বেলা নানা ঝামেলায় থাকতে হয়। ব্যস্ত থাকতে হয়।কিন্তু রাতে যে একটু ঘুমাবো,সেই উপায় নেই।।এই ক্রিকেট জিনিসটা নিয়ে আর পারি না।

আমি ভাবির কথা শুনে বললাম,এবার তো বিশ্বকাপ হচ্ছে দিনের বেলা।তাহলে ভাই আপনাকে রাতের বেলা কেন ডিস্টার্ব করবে?খেলাটা যদি রাতে হতো,তাহলে ধরে নিতাম টিভি দেখা নিয়ে প্রবলেম হচ্ছে। কিন্তু এখন তো কোনো প্রবলেম দেখছি না।একটু বুঝিয়ে বলেন তো ভাবি কিভাবে ভাই আপনাকে ডিস্টার্ব করছে।

ভাবি আমার কথা শেষ হতেই বললেন,আপনি প্রবলেম না দেখলে কী হবে ভাই,আমি তো দেখছি।আপনার ভাই করে কী জানেন?সারা দিন খেলা দেখে।তারপর রাতে সেটা নিয়ে আলোচনা করে। আর আলোচনাটা কোন অবস্থায় করে জানেন? ঘুমের মধ্যে। মানে স্বপ্নে। এবার আপনিই বলেন,কানের পাশে কেউ যদি ক্রিকেট নিয়ে আলোচনা করতে থাকে,করতেই থাকে,তাহলে ঘুমাবো কীভাবে? এত গুরুত্বপূর্ণ আলোচনা রেখে ঘুমানো যায়?

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 10 months ago 

ঘুমের মধ্যে ক্রিকেট নিয়ে আলোচনা করার ব‍্যাপারটা বেশ ছিল। ওটা বেশ হাস‍্যকর মনে হয়েছে। ঐ লোকের বউয়ের বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। কথা আগের টাও ঠিক। এবারের বিশ্বকাপে সেরকম কোন যেন উওেজনায় নেই হা হা। ম‍্যাচগুলো একেবারে একপেশি হচ্ছে। ফলে একদল থাকছে একেবারেই নির্ভার। আর আমাদের হার্টও ভালো থাকছে হা হা। চমৎকার ভাই।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.030
BTC 59218.43
ETH 2534.91
USDT 1.00
SBD 2.44