"পেন্সিল দিয়ে একজন মা ও সন্তান" এর চিত্রাঙ্কন।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা

কেমন আছেন?


আমি আনিসুর রহমান। আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ”এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।সৃজনশীলতা লক্ষ্যে প্রতিনিয়ত আমি আমার পোস্টে কিছু ভিন্নতা আনার চেষ্টা করি।সেই হিসাবে আজ ও আপনাদের মাঝে একটি নতুন চিত্রাঙ্কন নিয়ে হাজির হয়েছি।চিত্রঙ্কনটি হলে একজন মা ও সন্তান এর চিত্রাঙ্কন। আশাকরি, এই চিত্রঙ্কনটিও আপনাদের ভালো লাগবে।

PXL_20230128_155911712.jpg


প্রয়োজনীয় উপকরণ


পেন্সিল
রাবার
কার্টার
টিস্যু


PXL_20230128_160135972.jpg


চিত্রাঙ্কনটির ধাপগুলো নিচে উল্লেখ করা হলোঃ


প্রথম ধাপ


PXL_20230128_123011038.jpg



প্রথমে একটি এ ফোর সাইজের সাদা কাগজ নিয়ে নিবো।

দ্বিতীয় ধাপ


Picsart_23-01-29_12-12-14-309.jpg


এরপর কাগজের দু পাশে গলা ও ঘাড়ের জন্য দাগ দিয়ে নিবো।

তৃতীয় ধাপ


Picsart_23-01-29_12-19-12-930.jpg



এরপর নাক,মুখ ও খোপার অংশ একেঁ নিবো।

চতুর্থ ধাপ


Picsart_23-01-29_12-24-17-856.jpg


এরপর খোপা থেকে নাক পর্যন্ত এবং কপালের অংশ একেঁ নিবো।

পঞ্চম ধাপ


Picsart_23-01-29_12-24-45-945.jpg


এরপর গলায় একটি দাগ দিয়ে নিবো এবং গলার নিচের অংশে পেন্সিলের সাহায্যে কালো করে নিব।

ষষ্ঠ ধাপ


Picsart_23-01-29_12-25-25-277.jpg


এরপর পেন্সিল দিয়ে যে অংশ কালো করা হয়েছে তার উপরের অংশ পেন্সিলের সাহায্যে হালকা গাঢ় করে নিবো এবং তা টিস্যুর সাহায্যে ঘষে নিবো।

সপ্তম ধাপ


PXL_20230128_142048643.jpg


এরপর কালো করা অংশের উপরে স্কেলের সাহায্যে দাগ দিয়ে নিবো।

অষ্টম ধাপ


PXL_20230128_143258032.jpg


এরপর দাগটিকে অনুসরন করে একটি মা এর চিত্র একেঁ নিবো।

নবম ধাপ


PXL_20230128_145902479.jpg


এরপর মার হাত ও একটি বাচ্চা একেঁ নিবো এবং তা পেন্সিলের সাহায্যে গাঢ় করে নিবো।

দশম ধাপ


PXL_20230128_150641578.jpg


এরপর পেন্সিলের সাহায্যে যেখানে গাঢ় করা হয়েছিল সেখানে রাবার দিয়ে মুছে একটি চাঁদ এঁকে নিবো।

একাদশ ধাপ


PXL_20230128_151638473.jpg


এরপর মেয়েটির ছবির ভিতরে কিছু উড়ন্ত পাখি একেঁ নিবো।

দ্বাদশ ধাপ


PXL_20230128_152056659.jpg


এরপর মেয়েটির গলার কালো অংশের উপরে কিছু ছোট ছোট ফুল গাছ একেঁ নিবো।

ত্রেয়দশ ধাপ


PXL_20230128_153042665.jpg



এরপর একটি গাছ ও গাছের ডাল অংকন করে নিবো।

চর্তুদশ ধাপ


Picsart_23-01-29_12-26-40-941.jpg


এরপর গাছের পাতা একেঁ নিব ও পাতা গুলো পেন্সিলের সাহায্যে গাঢ় করে নিবো।

পঞ্চদশ ধাপ


PXL_20230128_155821922.jpg


এরপর চিত্রঙ্কনটি সম্পূর্ণ হলে আমি আমার সিগনেচারের জন্য প্রস্তুত হবো।

ষষ্ঠদশ ধাপ


PXL_20230128_155911712.jpg


এরপর চিত্রাঙ্কনটির পাশে আমার সিগনেচার ও তারিখ দিয়ে নিবো।এভাবেই পেন্সিল দিয়ে একজন মা ও সন্তান এর চিত্রাঙ্কনটি সম্পূর্ণ হলো।

পরিশেষে,আমি চেষ্টা করেছি পেন্সিল দিয়ে একজন মা ও সন্তান এর চিত্রাঙ্কনটি আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।আশাকরি,আপনাদের চিত্রাঙ্কনটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের উৎসাহমূলক মন্তব্য আমাকে আরো নতুন নতুন চিত্রাঙ্কন করে আপনাদের মাঝে শেয়ার করতে অনুপ্রেরণা যোগাবে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আজ এ পযর্ন্তই।



ফটোগ্রাফির বিবরণ


Photographer @anisshamim
Device Google Pixel 4a

আমার পরিচিতি




আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 2 years ago 

অও,অসাধারণ হয়েছে মা ও সন্তান" এর চিত্রাঙ্কনটি।একটি মেয়ের মুখের মধ্যে আপনি অনেক কিছু তুলে ধরেছেন।যেটা খুবই অর্থবহ চিত্র ছিল।আমার কাছে ভালো লেগেছে গোটা চিত্রটি ও গাছ ,পাখির উড়ে যাওয়ার দৃশ্যটি।ধন্যবাদ

 2 years ago 

প্রথমত চমৎকার একটা চিত্র ড্রয়িং করেছেন মা এবং শিশুর একটা ছবি, আরো ভালো লেগেছে আপনি পুরো ফ্রেম টা কে তৈরি করেছেন একটা মেয়ের মুখমন্ডল দিয়ে, যেটা ছিল সবথেকে ক্রিয়েটিভ একটা জিনিস এবং আমার খুবই পছন্দ হয়েছে।

 2 years ago 

ভাইয়া আপনার আর্ট টি আমার কাছে বেশ ইউনিক লেগেছে । একটা মুখমন্ডল এর মধ্যে মা ও সন্তানের পেন্সিল আর্ট সত্যিই অসাধারণ । এ ধরনের আর্ট এর আগে কখনো দেখিনি ।আপনার কাছ থেকেই প্রথম দেখলাম । বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

পোস্টের ভিন্নতা রক্ষায় সুন্দর সুন্দর পোস্ট করতেছেন আপনি অনেক ভাল লাগে।সুন্দর একটি আর্ট করেছেন মা ও সন্তান নিয়ে অনেক সুন্দর হয়েছে দেখতে।আপনার পোস্ট আমার অনেক ইউনিক লেগেছ।অনেক সুন্দর করে একটি আর্ট করেছেন একজন মা ও সন্তানের দেখতে অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার এঁকেছেন ভাইয়া ৷ পেন্সিল দিয়ে একজন মা ও সন্তানের চিত্রাংকন দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ আসলে পেন্সিল আর্ট গুলো এমনিতেই অনেক সুন্দর লাগে আমার কাছে ৷ আপনার চিত্রাংকনটি দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আমি প্রথমেই বলব একটি অসাধারণ চিত্র অঙ্কন করেছেন আপনি। একেবারে ভিন্ন ধরনের একটি ইউনিক চিত্র অংকন করেছেন। আপনার এই চিত্র অংকন দেখে আমি মুগ্ধ হলাম ভাইয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা মুখমণ্ডলের মধ্যে মা ও সন্তানের পেন্সিল আট সত্যি অসাধারণ হয়েছে। এত সুন্দর ক্রিয়েটিভিটি আর্ট আমি এই প্রথম দেখলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

মা ও সন্তানের খুবই সুন্দর চিত্র অঙ্কন করেছেন। সত্যি চিত্রটি দেখতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইয়া পেন্সিল দিয়ে অঙ্কন করে কি ডিজাইনটা দেখালেন। ডিজাইনের উপরে ডিজাইন করেছেন। আপনার চিন্তা চেতনার মাঝে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। চেষ্টা করলে ভাল ফল পাবেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

খুব সুন্দর একটি চিত্রংকন করেছেন। চিত্রাঙ্গন টি দেখতে অনেক মনোমুগ্ধকর হয়েছে। আপনি অনেক সুন্দর করে ধৈর্য সহকারে ও মনের মাধুরী মিশিয়ে চিত্র অংকন টি সম্পন্ন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 58572.58
ETH 2551.35
USDT 1.00
SBD 2.47