হাসির গল্প "গরম গরম" এর দ্বিতীয় ও শেষ পর্ব।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। গত দুই দিন আগে আমি আপনাদের মাঝে হাসির গল্প গরম গরম এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছিলাম।গল্পটি আপনাদের ভালো লেগেছিল।যার দরুন আজ আমি আবারও সেই গল্পটির দ্বিতীয় ও শেষ পর্বটি নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটির এই পর্বও আপনাদের ভালো লাগবে।



পথম পর্ব

people-g031403946_1920.jpg

Source


অনেক দিন পর বড় ভাইয়ের সাথে দেখা হল।তার সাথে বিভিন্ন বিষয়ে কথা হল।কথার এক পর্যায়ে বড় ভাইকে জিজ্ঞাসা করলাম,আপনার এলাকায় গরম কেমন?বড় ভাই জবাব দিলেন,সন্তোষজনক। আমি অবাক হলাম।

বড় ভাই আরও বললেন, কতদিন আগেও গরমে পাগল হওয়ার দশা।তারপরও তুই যখন জিজ্ঞাসা করলি আমার এলাকায় গরম কেমন,তখন আমি যে বললাম সন্তোষজনক, এটা কেমন বললাম?

কারণ আমি আমার মেজাজ ঠান্ডা রাখার চেষ্টা করছি।এখন যদি মেজাজও গরম বানিয়ে ফেলি, তাহলে এসি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।তাই যা ই প্রশ্ন করিস, জবাব দেব কুল কুল।এমনকি তুই যদি এখন আমাকে একটা ঘুষিও মারিস, আমি মোলায়েম গলায় বলবো,ঘুষি খুব ভালো হয়েছে। আরেকটা হবে? আমি বুঝলাম, গরমে ভাইয়ের মাথা ভালোই সমস্যা দেখা দিয়েছে। তাই আর কথা বাড়ালাম না।

এমন সময় আমার এক ভাবি বললেন, গরম যেহেতু পড়ছেই, আরেকটু পড়লে ভালো হয়।আমি ভাবির কথা শুনে বললাম, বলেন কী ভাবি!গরমে সিদ্ধ হয়ে যাচ্ছি অথচ আপনি বলছেন আরও গরম পড়লে ভালো হয়?

ভাবি আমার কথার প্রতি উত্তরে বললেন, যা বলেছি, বুঝে শুনেই বলেছি। গরমের জন্য রান্নাঘরে যেতে পারছি না। কিন্তু রান্না না করলেও তো হচ্ছে না।আমি বললাম,এই গরমে রান্নাঘরে যেতে পারছেন না,তাহলে কিভাবে বলছেন আরও গরম পড়লে ভালো হয়?

ভাবি আরও বললেন, আরও গরম পড়লে হবে কী,আর রান্নাবান্নাই করতে হবে না।তরিতরকারি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সুবিধা না?বিরাট সুবিধা কিন্তু।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNz8uuU7jNdUdZcqn6h7peG3CH7HW4Dj4EnjdfKn9T6S1nX92sULZRaFUhpFmzY87Rh7WVkoNuC.png



আমার পরিচিতি


PXL_20210326_120329396.MP.jpg


আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 2 years ago 

এর আগের পর্ব পড়েছিলাম এবং বেশ হেসেছিলাম। আপনার ভাবি তো ভালোই বলেছে, গরম আরেকটু বেশি পড়লে তো তরকারি এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। বেচারি গরমে অতিষ্ঠ হয়ে এই কথা বলেছে। যাইহোক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

গরম নিয়ে সত্যিই হাসির গল্প তুলে ধরেছেন ভাই। যদিও বা আমি আগের পর্বগুলো পড়ার সুযোগ পাইনি। তবে আজ শেষ পর্ব পড়তে গিয়ে বড্ড হাসা হেসে নিলাম। আপনার বড় ভাই মেজাজ গরম না হওয়ার জন্য নিজেকে কুল রাখার সর্বাত্মক চেষ্টা করে গেছে। অন্যদিকে আপনার ভাবি আরো বেশি করে গরম পড়তে বলেছে। যাতে কষ্ট করে তরকারি সিদ্ধ করতে না হয়, এমনিতেই সিদ্ধ হয়ে যায়। হাহাহা বেশ মজা পেলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108415.08
ETH 3847.10
USDT 1.00
SBD 0.61