হাসির গল্প "ডিম কাহিনি " এর দ্বিতীয় পর্ব।।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


আমি আনিসুর রহমান।আমার ইউজার আই ডি @anisshamim।মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ,প্রচন্ড গরমের মাঝে আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। গত দুই দিন আগে আমি আপনাদের মাঝে হাসির গল্প ডিম কাহিনি এর প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছিলাম।গল্পটি আপনাদের ভালো লেগেছিল।যার দরুন আজ আমি আপনাদের মাঝে আবারও সেই গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি।আশাকরি,গল্পটির এই পর্বও আপনাদের ভালো লাগবে।



প্রথম পর্ব



1000012786.jpg

Source


রাতে প্রচন্ড দাঁতের ব্যাথার কারনে তাড়াতাড়ি ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ি।সকালবেলা যদিও হালকা ব্যাথা ছিল,তারপরও সকাল বেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো হাঁটতে বের হলাম।সকাল বেলা হালকা ঝিরিঝিরি বৃষ্টির কারনে খুব একটা লোক দেখলাম না।হঠাৎ লেক পাড়ের ধারে আমার প্রতিবেশী এক বড় ভাইকে বসা দেখে তার দিকে গিয়ে বসলাম।বড় ভাইয়ের মনটা একটু ভার দেখতে পেলাম।যদিও তিনি রসিক প্রকৃতির মানুষ।কিছুক্ষণ তার পাশে বসে দুজনে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললাম।

এমন সময় বড় ভাই বললেন, আর হলো না।হতে গিয়েও হলো না।এভাবে একটা রাস্তা হাতছাড়া হয়ে যাবে এটা চিন্তা করা যায় না।আমি বড় ভাইয়ের কথা শুনে বললাম,কিসের কথা বলছেন? কিসের রাস্তা? আমি তো কিছুই বুঝতে পারলাম না ভাই। যদি একটু বুঝিয়ে বলতেন।

বড় ভাই আমার কথা শুনে বললেন,শান্তির রাস্তা। বলতে পারিস শান্তির উপায়। শান্তির উপায়টা হাতছাড়া হয়ে গেছে। আমি বড় ভাইয়ের কথা শুনে জানতে চাইলাম,কেন?কিভাবে? বড় ভাই আমার কথা শুনে বললেন, আগে তোর ভাবি প্রায়ই খোঁটা দিত,সংসারের হাঁড়ি ঠেলতে ঠেলতে নাকি তার জীবন শেষ এটা নিয়ে তোর ভাবি প্রায়ই চিল্লাফাল্লা করত।

বড় ভাই আরও বললেন,আমি তখন তোর ভাবির কথা শুনে বলতাম, আরে সংসারের হাঁড়ি ঠেলা কি কঠিন কোনো কাজ। এটা যে কঠিন কোনো কাজ না বরং সহজ কাজ,সেটা তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি।এটা বলে আমি প্রায় সময়ই ডিম ভাজি করে ফেলতাম,তোর ভাবিকে তখন আর হাঁড়ি না ঠেললেও চলত।তখন থেকে সংসারে শান্তি বিরাজ করত।

কিন্তু এখন ডিমের দাম বেড়ে যাওয়ায় তো সেই শান্তির পথটাও বন্ধ হয়ে গেল রে।এখন তো চাইলেই হুট করে ডিম ভাজি করে ফেলতে পারছি না। করি কি?আমি বড় ভাইয়ের কথা শুনে হাসতে হাসতে বললাম, কি আর করবেন ভাই,আপাতত পেঁপে ভাজি করা শিখে নেন।কারন যতদূর জানতে পেরেছি পেঁপের দাম সম্প্রতি সময়ে বাড়েনি।অবশ্য আমার জানাটা সঠিক না-ও হতে পারে।

আজ এ পযন্তই।অন্যদিন এর পরবর্তী পর্ব নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হবো।ভালো থাকবেন। সুস্থ থাকবেন।



আমার পরিচিতি


9550.jpg

আমি আনিসুর রহমান। আমার স্টিমিট আইডি @anisshamim।আমার জন্মস্থান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে।আমি বাংলা ভাষার মাধ্যমে মনের ভাব প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যেবোধ করি এবং বাঙালি হিসেবে নিজেকে খুব গর্বিত মনেকরি।দেশকে খুবই ভালোবাসি।দেশের জন্য নিজের যেকোনো কিছু বির্সজন দিতে সদা সর্বদা প্রস্তুত।ভ্রমন করা আমার খুব সখ।তাছাড়া সময় পেলেই চিত্রাঙ্কন করা,কবিতা লিখা এবং মজার মজার রেসিপি তৈরি করা।গল্পের বই পড়তে ও খুব ভালো লাগে।অন্যের কষ্টে নিজেকে বিলিয়ে দিতে খুব ভালোলাগে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



আল্লাহ হাফেজ


Sort:  
 last year 

ভাই আপনি তো আজকে আমাদের মাঝে বেশ হাসির একটি গল্প লিখে শেয়ার করেছেন। আপনার গল্পটি পড়তে আমার কাছে বেশ হাসি পেয়েছে ভাই। আসলে দাঁতে যন্ত্রণার কথা কাউকে বলে বোঝানো যাবে না ভাই আমিও এই যন্ত্রণায় কয়েকদিন খুব ভেবেছিলাম। আসলে ভাই আপনার বড় ভাই ঠিকই বলেছে সংসারের হাড়ি ঠেলা কিন্তু অনেক বড় একটি কঠিন কাজ। আপনার বড় ভাই যে ডিম ভাজি করে খেত ।সেই ডিমের দাম কিন্তু এখন অনেক দাম বেড়ে গেছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58482.75
ETH 2615.94
USDT 1.00
SBD 2.42