টার্গেট ডিসেম্বর সিজন থ্রি ।। ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি - সপ্তাহ ১৮।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি অবারাকাতুহু।


হ্যালো বন্ধুরা ?


মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগ” এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের মাঝে আবারও নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আবারও পাওয়ার আপ পোস্ট করবো।

Screenshot_4.jpg


দীর্ঘমেয়াদি পরিকল্পনার জন্য পাওয়ার আপ বিকল্প নেই।পাওয়ার বৃদ্ধি মানে নিজের স্টিমিট একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি। আর যে যতবেশি পাওয়ার আপ করবো তার ততবেশী নিজের স্টিমিট একাউন্ট এর সক্ষমতা বৃদ্ধি পাবে এবং এই প্ল্যাটফর্মে তার ভবিষ্যৎ ততটা সমৃদ্ধ হবে।কমিউনিটির সব ইউজাররা নিজেদের মত করে কম বেশী পাওয়ার আপ করিতেছে।এটা সবার জন্য খুবই ভাল একটি দিক। পাওয়ার আপ করলে এডমিন বা মডারেটর প্যানেলের কোন লাভ নেই, লাভ আমাদের নিজেদেরই।

যাইহোক, সিজন-৩ তে আমার লক্ষ্য হচ্ছে, ৫,০০০ এসপি করার অথ্যাৎ প্রথম ডলফিন অর্জন।এখন বর্তমানে আমার মোট এসপির সংখ্যা হচ্ছে ২৩৫৭.৫৭৪। আমার লক্ষ্য পূরণের জন্য এখনো এসপি বাকি রয়েছে ২৬৪২.৪২৬।ইনশাআল্লাহ আমি আশাবাদী,নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার লক্ষ্য পূরণ করতে পারব।

আমরা জানি,বর্তমানে টার্গেট ডিসেম্বর সিজন- ৩ চালু হয়েছে।আর এটা সিজন- ৩ এর আঠারতম সপ্তাহ।আমি আজকে টার্গেট ডিসেম্বর পাওয়ার আপ সিজন- ৩ এর আঠারতাম সপ্তাহে ১০ স্টিম পাওয়ার আপ করে অংশগ্রহণ করতে যাচ্ছি।।



কিভাবে পাওয়ার আপ করবো তা নিম্নে উল্লেখ করা হলো:-


Screenshot_20230505-173002~2.png


আমার ওয়ালেটে যে পরিমাণ লিকুইড স্ট্রিম রয়েছে সেখান থেকে আমি ১০ স্টিম পাওয়ার আপ করব। পাওয়ার আপ করার পূর্বে আমার ওয়ালেটে লিকুইড স্টিম ছিল ৪২.৩৬১ এবং স্টিম পাওয়ার ছিল ২৩৪৭.৫৭৪।

Screenshot_20230505-173350~2.png

যেহেতু আমি ১০ স্টিম পাওয়ার আপ করব, তাই এমাউন্টের ঘরে ১০ লিখেছি।


Screenshot_13.png



এরপর ওকে বাটনে ক্লিক করবো।

Screenshot_5.png

এরপর একটিভ কে দিয়ে সাইন ইন করবো।

Screenshot_20230505-173726~2.png


আমার পাওয়ার আপ করা সম্পূর্ণ হয়ে গেছে ৷পাওয়ার আপ করার পরে আমার ওয়ালেটের ছবি ৷আগে আমার স্টিম পাওয়ার ছিল ২৩৪৭.৫৭৪স্টিম।১০ স্টিম পাওয়ার আপ করার পরে হয়েছে ২৩৫৭.৫৭৪ এসপি।

আমার ব্যালেন্স


পূর্বের এসপি ২৩৪৭.৫৭৪
পাওয়ার আপ ১০
বর্তমান এসপি ২৩৫৭.৫৭৪


আমরা আমাদের স্টিম পাওয়ার গুলো @heroism এর মত প্রজেক্টে ডেলিগেট করে সর্বোচ্চ সুবিধা পেতে পারি।তাহলে আমরা হিরোইজম থেকে প্রতি সপ্তাহে কিউরেশন রিওয়ার্ড পাওয়ার পাশাপাশি নিয়মিত ভোটিং সুবিধা পাবো।সর্বোপরি নিজেদের আইডির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের নিয়মিত পাওয়ার আপ করা উচিত।

সকলকে ধন্যবাদ।

asa.png

111.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png



standard_Discord_Zip.gif


Heroism_3rd.png




RGgukq5E6HBM2jscFu6Z_br_9_br_C45vAtaj46fHKRytJMev17ocsydQSGsUDEdsbe1MWrCoKgc8BowDdGyLqsHeYN8v8y1rXBt3HFagDyyS955dDa6apxWkdgs8XCAKtutTRw.gif



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

এমাউন্ট বড় বিষয় নয়,পাওয়ার আপ করাটাই বড় বিষয় বলে আমার মনে হয়।আসলে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন বলে আশা করি।শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

পাওয়ার আপ মানে নিজের সক্ষমতা বৃদ্ধি। পাওয়ার আপ মানে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া।পাওয়ার আপ মানে নিজের অবস্থান ঠিক করা। আর আপনি প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে পাওয়ার আপ করে যাচ্ছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 2 years ago (edited)

যত বেশি পাওয়ার আপ তত বেশি সক্ষমতা । আমাদের এই প্লাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করার জন্য পাওয়ার আপ করা অনেক গুরুত্বপূর্ণ। এভাবেই আপনি পাওয়ার আপের ধারাবাহিকতা বজায় রাখুন। ধন্যবাদ ভাইয়া আপনাকে

 2 years ago 

দীর্ঘমেয়াদি কাজ করার জন্য আপনি আজকে ১০ স্টিম পাওয়ার আপ করেছেন।এই প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে হলে পাওয়ার আপ এর বিকল্প নেই। সিজন থ্রিতে আপনি টার্গেট নিয়েছেন ৫০০০ এসপি পাওয়ার আপ পারবেন। আমি আসার পরেই ডিসেম্বরের মধ্যে আপনি আপনার টার্গেট পূরণ করতে পারবেন। অনেক সুন্দর করে পাওয়ার আপ পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনার পাওয়ার আপ পোস্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। দীর্ঘমেয়াদি কাজ করার জন্য আপনি পাওয়ার আপ করে যাচ্ছেন। পাওয়ার আপ মানি নিজের ক্ষমতা বৃদ্ধি করা। আপনি সিজন থ্রিতে টার্গেট নিয়েছেন পাঁচ হাজার এসপি পাওয়ার আপ করবেন। তবে আপনি এখনো ৫হাজার এসপি থেকে অনেক দূরে আসেন। তারপরও আশা করি খুব তাড়াতাড়ি ডিসেম্বরের মধ্যে আপনার লক্ষ্য পূরণ করতে পারেন।

 2 years ago 

আপনি ইয়া বড় একটি টার্গেট কে সামনে রেখে আমাদের মাঝে ১০ স্টিম পাওয়ার বৃদ্ধি করিয়ে দেখিয়েছেন। আপনার আজকের এই পাওয়ার বৃদ্ধি আপনার জন্য মঙ্গল বয়ে আনবে এবং অন্যান্যদের জন্য অবশ্যই উৎসাহ মূলক।

 2 years ago 

টার্গেট ডিসেম্বরকে সামনে রেখে আপনি নিয়মিত পাওয়ার আপ করে যাচ্ছেন। আজকে আপনার পাওয়ার আপ দেখতে পেয়ে খুবই ভালো লাগল। এভাবে আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যাবেন, শুভকামনা রইল।

 2 years ago 

আপনি সিজন-৩ তে প্রথম ডলফিন অর্জন করার লক্ষ্যে পাওয়ার আপ করে যাচ্ছেন। দেখে খুব ভালো লাগে ভাইয়া। আশা করি পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রাখবেন এবং কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

একাউন্টঃ @anisshamim
পাওয়ার বৃদ্ধিঃ = 0.426076%

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.033
BTC 108414.97
ETH 3828.36
USDT 1.00
SBD 0.60