Steem Bangladesh Contest || Poetry || বাবা || By @aniksikder

in Steem Bangladesh3 years ago (edited)

আসসালামু আলাইকুম
আমি @aniksikder from Bangladesh🇧🇩



Contest of Poetry
Today is Friday
May 02-07-2021



আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি কিছুদিন ধরে অসুস্থ ছিলাম এবং বাসা চেঞ্জ করেছি এই লকডাউনে তার জন্য এক্টিভ থাকতে পারিনি। আমি আজকে চলে আসলাম #steem-bangladesh কর্তৃক আয়োজিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছি। আজকে আমি প্রদীপ ভট্টাচার্য কবিতা "বাবা" নিয়ে আসছি। আশা করি আমার কবিতা আবৃত্তি আপনাদের সকলের ভালো লাগবে, তো চলুন বন্ধুরা কবিতা আবৃত্তি শুরু করা যাক।


কবিতার নাম: বাবা
কবির নাম: প্রদীপ ভট্টাচার্য


কবিতার ভিডিও লিংক

আমার কবিতা আবৃত্তি


কবিতাটি হলো


বাবা তোমাকে একটা কথা বলা হয়নি অনেকদিন ভাবছি বলব। সামনে বলার সাহস নেই তাই চিঠির মধ্যে লিখব।

আমরা ভালো আছি বাবা তুমি কেমন আছো, কাজের লোক আসছে জানিত এই শহরটায় এখন অকাল বর্ষণ সবকিছুই যেন ভাসছে।

বাবা আমাদের সামনে বাগানটা এখনো বাচ্চারা খেলাধুলা করে নাকি সবাই বড় হয়ে গেছে সবাই বন্দী ঘরে।

বাবা মনে আছে তোমার আংগুল ধরে দাঁড়ানো প্রথম শুরু করে চলা মনে পড়ে সেই ছোট বেলার দিন গুলো জড়িয়ে থাকা তোমায় গলা।

ছোটবেলায় তুমি আমায় বাহন ছিলে কখনোবা ঘোড়া কখনোবা হাতি তোমার পিঠে চড়ে ঘুরে বেড়াতাম তুমি ছিলে সাথী।

তোমার হাতে ধরে শুরু লেখা তুমি আমার জীবন ছিলে তোমার চোখেই বিশ্ব দেখা।

মনে আছে বাবা সেই স্কুলের আবদার টিফিনের জন্য ৫ টাকা জেনে-বুঝেই বুকপকেটে রাখতে ভালো করে জানতে কে করেছে ফাঁকা।

সারাদিনের কর্ম ক্লান্তির পর যখন তুমি ফিরতে ।
তখন আমি ঘুমে মনে পরে অফিস ব্যাগ টা ফেলে দিই গুডনাইট সারতে, আলতো একটা চুমে।

আমার আবার সেই আদর খেতে ইচ্ছা করছে বাবা ইচ্ছা করছে তোমার জড়িয়ে কাঁদতে এখনো কি ভোরবেলা উঠে তুমি তোমার গলা সাধতে।

মনে আছে বাবা ছুটির দিনে সেই আবদার আজকে কিন্তু চকলেট না হলে আইসক্রিম দিতেই হবে আজ কিন্তু রোববার।

কেরানীর চাকরী করে হাসি মুখে আসো, জানোতো বাবা তোমার নাতি ও এখন খুব বড় হয়েছে পায় অনেক ময়না।

বাড়ি-গাড়ি ফ্লাট অনেক কিছু পেয়েছে নাকি ও দেশে গিয়ে ওখানে ও সুখী আছে নিজের কাজটা নিয়ে।

সময় মতো ওষুধ খাও তো বাবা তোমার সুগার টা কিন্তু বড্ড খারাপ, খোকনকে জানো চিঠি লিখেছি দুমাস এখনো দেয়নি কোন সাড়া।

জানোতো বাবা সেদিন ডাক্তার দেখালাম আমার সুগার ধরা পরল গিন্নি বলল বাবার মতোই রোগের বংশ ধরল।

অনেকদিন পর ওর মুখে তোমার নামটা শুনে বুকটা কেমন কেমন করলো তাই চিঠি লিখেছি বছর দশেক পরে ভেবো অভাগা ছেলে তোমার মনে পরলো।

তোমার হয়তো চুল পেকেছে মাথায় পড়েছে তার গায়ের চামড়া আলগা হয়েছে কোমোরে ধরেছে বাক।

সত্যি কথা বলতে কি জানো আজ আমার জীবন সার্থক বাবা তোমার ছেলে আজ তোমারি মতো শূন্যতা ঘিরে শুধু ছেলেবেলা ভাবায়।

এখন বুঝি আমাদের চলে আসার সময় তোমার এই মুচকি হাসি তার মানে হাজার কষ্ট হলেও এই শুকনো হাসিটা এখন এ অবাগা বাপটা ও জানে।

জানোতো বাবা এখন মাঝে মধ্যেই ঘুমের মাঝে তোমার ওই ডাকটা খোকন গেলি কই কানে বাজে মনে হয় আমার খোকন বুঝি এসে বলবে , চলে এলাম আর ভালো লাগছে না দূরের ওই কাজে।

যাই হোক বাবা তুমি ভালো থেকো তোমার বয়স হলো আসি সত্যি কথা বলতে বাবা শব্দটার মানে বোঝার পর আমি এখন তোমার আগের থেকে অনেক ভালোবাসি।

আমার করা ভুলের কোন ক্ষমা নেই কোনো প্রায়শ্চিও নেই জানি, কিন্তু তোমার পাওয়া কষ্ট শূন্যতার অর্থটা আজ আমিও জানি।

যাই হোক আর বেশি কিছু লিখছি না বাবা সুস্থ থেকো তুমি তোমার পথেই পথ চলা শুরু হয়েছে তোমার মধ্যে আমি।

আজ আমি বুঝেছি বাবা শব্দের অর্থ হলো দায়িত্ব ভরে ভালোবাসা যার মধ্যে কোন স্বার্থ নেই না আসে ফিরে পাবার কোন আশা।

সবশেষে এতোটুকুই বলি সব সন্তানের, আমি যে করেছি ভুল সেটা তোমরা জানো না করো কোন দিন তাহলে হারাবে হয়তো একুল ওকুল।

Source



আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে।

FB_IMG_16243749206700519.jpg

Thanks,

@aniksikder

Sort:  

আপনার কবিতা আবৃত্তি অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ প্রিয় ভাইয়া

Welcome dear ❤️

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.11
JST 0.033
BTC 62379.78
ETH 3034.69
USDT 1.00
SBD 3.78